নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

তিস্তার পানি নিয়ে রাজনীতি নয়৷ সঠিক উপায়ে সমস্যার সমাধান চাই!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

তিস্তার পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায়-

বিএনপি বলেছিল, তাদের লংমার্চ এর কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে৷ সরকার বলেছে, তাদের কুটনৈতিক তৎপরতায় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে৷



আমরা জানি,

উভয়পক্ষের কথাই ঠিক ছিল৷ কারণ বিএনপি একটি জনকল্যাণমুখী উদ্যোগ নেওয়ায় জনগণ তাদের সাথে সম্পৃক্ত হতে পারে এই ভয়ে সরকার ভারতকে অনুরোধ করেই হোক আর যেকোন উপায়েই হোক পানির ব্যবস্থা করেছিল৷



আজ হঠাৎ তিস্তার পানি আবার কমে যাওয়ায়-

উভয় দলের পক্ষ থেকে এর কারণ ব্যাখ্যা করবে বলে আশা করছি৷



আমরা জানি,

এর ব্যাখ্যা কোন পক্ষের কাছেই নাই৷



যাইহোক আমার পরামর্শ হল-

এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনীতি না করে সবাই মিলে যেভাবে আমাদের দাবি আদায়ে ভারতকে বাধ্য করা যায় সেই পন্থা গ্রহণ করতে হবে৷ আমাদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে হলেও যেতে হবে৷

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

বাংলার নেতা বলেছেন: আমার যেটা ধারণা, বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মাঝে গোপন কোন চুক্তি হয়েছে! কারণ এররকম লুকোচুরি খেলা শুধু মাত্র পূর্বপরিকল্পিত সাজানো কুটনৈতিক চাল এর বহিপ্রকাশ মাত্র!!!X(X(X(X(X(X(X(X(X(X(X(

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১

প্রবাসী ভাবুক বলেছেন: গোপন চুক্তি হয়ে থাকতে পারে৷ তবে সেটা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কোন দুরভিসন্ধিমূলক চুক্তি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.