![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আজ রানা প্লাজা ধ্বসের প্রথম বার্ষিকী৷ গত বছর এই দিনে রানাপ্লাজা ধ্বসের কারণে সহস্রাধিক প্রাণহানি ঘটে৷ আর পঙ্গু হয়ে যায় শত শত গার্মেন্টস শ্রমিক৷ যা ছিল সত্যিই মর্মান্তিক৷
আজ দেখলাম- পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এই নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে৷ শ্রমিকদের দাবী দাওয়া, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে চলছে আলোচনা৷
ইদানিং দেখছি প্রতিটি দুর্ঘটনার বার্ষিকীতে আলোচনা, দাবী-দাওয়া নিয়ে সবাই মুখরিত হয়৷ আসলে দুর্ঘটনা এত পরিমাণে সংঘটিত হচ্ছে যে, সারা বছর কোন একটা ঘটনা নিয়ে আলোচনার সুযোগও নাই৷ দুর্ঘটনা গুলোর মধ্যে আছে অগ্নিকাণ্ড, ভবন ধ্বস, সড়ক দুর্ঘটনা, হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, মারামারি ইত্যাদি৷ প্রতিদিন এত পরিমাণে ঘটছে যে একটা আলোচনা করতে গিয়ে অন্যটা চাপা পড়ে যাচ্ছে৷ আর এই সব দুর্ঘটনার হোতারাও নিশ্চিন্তে পার পেয়ে যাচ্ছে৷ তারা জানে যে এই আলোচনা প্রতিবছর শুধু একদিনই হবে৷ এরপর এনিয়ে আর কেউ উচ্চবাচ্য করবে না৷ সারা বছর তারা নিরাপদেই থাকতে পারবে৷
এভাবে বছরে নির্দিষ্ট দিনে মাত্র একবার আলোচনা করে কোন দাবী দাওয়া পূরণ করা সহজ নয়৷ এজন্য নিয়মিত যেকোন সংবাদ মাধ্যমে এর উপর প্রতিবেদন পেশ করতে হবে৷ সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিয়মিতভাবে সোচ্চার হয়ে দাবী অব্যাহত রাখতে হবে৷
©somewhere in net ltd.