নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজা ধ্বসের প্রথম বার্ষিকী পালন ও অন্যান্য দুর্ঘটনার বার্ষিকী পালন নিয়ে কিছু কথাঃ

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮

আজ রানা প্লাজা ধ্বসের প্রথম বার্ষিকী৷ গত বছর এই দিনে রানাপ্লাজা ধ্বসের কারণে সহস্রাধিক প্রাণহানি ঘটে৷ আর পঙ্গু হয়ে যায় শত শত গার্মেন্টস শ্রমিক৷ যা ছিল সত্যিই মর্মান্তিক৷



আজ দেখলাম- পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এই নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে৷ শ্রমিকদের দাবী দাওয়া, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে চলছে আলোচনা৷



ইদানিং দেখছি প্রতিটি দুর্ঘটনার বার্ষিকীতে আলোচনা, দাবী-দাওয়া নিয়ে সবাই মুখরিত হয়৷ আসলে দুর্ঘটনা এত পরিমাণে সংঘটিত হচ্ছে যে, সারা বছর কোন একটা ঘটনা নিয়ে আলোচনার সুযোগও নাই৷ দুর্ঘটনা গুলোর মধ্যে আছে অগ্নিকাণ্ড, ভবন ধ্বস, সড়ক দুর্ঘটনা, হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, মারামারি ইত্যাদি৷ প্রতিদিন এত পরিমাণে ঘটছে যে একটা আলোচনা করতে গিয়ে অন্যটা চাপা পড়ে যাচ্ছে৷ আর এই সব দুর্ঘটনার হোতারাও নিশ্চিন্তে পার পেয়ে যাচ্ছে৷ তারা জানে যে এই আলোচনা প্রতিবছর শুধু একদিনই হবে৷ এরপর এনিয়ে আর কেউ উচ্চবাচ্য করবে না৷ সারা বছর তারা নিরাপদেই থাকতে পারবে৷



এভাবে বছরে নির্দিষ্ট দিনে মাত্র একবার আলোচনা করে কোন দাবী দাওয়া পূরণ করা সহজ নয়৷ এজন্য নিয়মিত যেকোন সংবাদ মাধ্যমে এর উপর প্রতিবেদন পেশ করতে হবে৷ সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিয়মিতভাবে সোচ্চার হয়ে দাবী অব্যাহত রাখতে হবে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.