নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এমন যদি হত!

২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৮

আমরা বাংলাদেশীরা পৃথিবীতে সত্যিই ব্যতিক্রমী এক জাতি। এমন কিছু কিছু কাজ আমাদের দ্বারা সম্ভব যা অনেক জাতি কল্পনায়ও আনবে না।



সব দেশে প্রতিযোগিতা হয় কে অন্যের চেয়ে ভাল কাজ করতে পারে এটা নিয়ে। আমরা প্রতিযোগিতা করি কে কত খারাপ কাজ করতে পারে এটা নিয়ে।



আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাই কেমন জানি খারাপের তুলনার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের রাজনীতিবিদরা যে কোন মিটিং মিছিলে সবার আগে যে কথাটা উচ্চারন করে তা হল- তার প্রতিপক্ষ কত খারাপ করেছে এটা নিয়ে তুলনা।



আসলে এটা ছাড়া আমাদের রাজনীতিবিদদের অন্য কোন উপায় নাই। কারণ তাদের উল্লেখ করার মত এমন কোন ভাল কাজ নাই যা নিয়ে গর্ব করতে পারে। যেন খারাপ কাজের রীতিমত এক প্রতিযোগিতা!



এমন যদি হত-

রাজনীতিবিদরা কখনই উচ্চারন করত না কারও খারাপ কাজের কথা!

মিটিং, মিছিল, জনসভায় হাতে থাকত বিশাল এক লিস্ট!

যাতে শুধু উল্লেখ থাকত তাদের সরকারের আমলে কৃতকর্মের ও সাফল্যের বিবরণ!

শুধু প্রতিযোগিতা হত ভাল কাজ নিয়ে।



তাহলে মানুষের মুখে মুখে ঘুরে ফেরা সোনার বাংলা সত্যিই বাস্তবে রূপ নিত। সেই সুদিনের অপেক্ষায় রইলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.