![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আজ রবিবার। পশ্চিমা বিশ্বের দেশগুলোতে রবিবার দিন রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকে। বিশেষ করে বিকেলের দিকে অতি প্রয়োজন ছাড়া লোকজন খুব কমই রাস্তায় বের হয়।
আমি বর্তমানে যেখানে আছি এটা ফ্রান্সের প্রত্যন্ত অঞ্চল। রাজধানী প্যারিস থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে। এর পাশে যে শহর আছে সেটাও এখান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। সেটিও আকারে ছোট। আমার এই স্থানটা প্রত্যন্ত অঞ্চলে হলেও যাতায়াত ব্যবস্থা যথেষ্ট উন্নত। আশেপাশে কয়েকটি সুপার মার্কেটও রয়েছে। মোট কথা আধুনিক জীবনের সকল সুযোগসুবিধাই বিদ্যমান।
রবিবার দিন ছুটি থাকায় পাশের শহরে ঘুরতে বেরিয়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা থাকায় অনেক দূর পর্যন্ত চোখ যায়। বেশ কিছু দূরে দেখি একটি বড় ট্রাকের পাশে কিছু মানুষের জটলা। কৌতূহল নিয়ে কাছে গেলাম। গিয়ে তো আমার চোখ ছানাবড়া! ট্রাকের পাশে বড় আকারের একটি টেবিলের উপর রাখা কাদামাটি। সেখান থেকে সেই মাটি নিয়ে কিছু কৌতূহলী মহিলা ও অল্প কিছু সংখ্যক পুরুষ বিভিন্ন রকমের জিনিস পত্র তৈরিতে ব্যস্ত। ঠিক যেমন আমরা ছোট বেলায় কাদামাটি দিয়ে খেলনা তৈরি করতাম। এরাও অতি সামান্য পরিমাণ কাদামাটি নিয়ে নিজের ইচ্ছা মত বিভিন্ন ডিজাইন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এটা দিয়ে কিভাবে পুতুল বা অন্যান্য ডিজাইনের বস্তু তৈরি করতে হয় তা জানা না থাকার কারণে তাদের তৈরি ডিজাইনগুলো তাদের অনভ্যস্ততা প্রমাণ করছে।
যাই হোক জিজ্ঞাসা করে জানতে পারলাম, ট্রাকে করে এই কাদামাটি আনা হয়েছে অনেক দূর থেকে এবং এটা বেশ চড়া মুল্যেই কিনে নিয়ে সামান্য পরিমাণ মাটি দিয়ে যার যার ইচ্ছামত শখের ডিজাইন করছে।
ভাবলাম মানুষের কত বিচিত্র রকমের শখ। আমাদের দেশে ছোট বেলায় কাদামাটি দিয়ে খেলা করলেও একটু বড় হয়ে গেলে এটা কল্পনাও করা যায় না। আর এখানে ছোটরা তো সাধারণত এরকম সুযোগ পায়ই না। আর বড়রা এটা পেয়ে তা লুফে নিয়েছে।
©somewhere in net ltd.