নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি ব্যক্তিই তার নিজের মত করে ভাবতে পছন্দ করে৷

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

প্রতিটি ব্যক্তিই তার নিজের মত করে ভাবতে পছন্দ করে৷



রসায়নবিদ চিন্তা করে পৃথিবীর সবকিছুই রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠিত ও পরিচালিত হয়৷



পদার্থবিদ প্রমাণ করতে চায় মহাবিশ্বের সব কার্যক্রমই আকর্ষণ-বিকর্ষণ দ্বারা নিয়ন্ত্রিত৷



অর্থনীতিবিদের চিন্তায় জীবনের সব কার্যক্রমই চাহিদার দ্বারা নির্ধারিত!



প্রাণিবিদ মনে করে প্রাণ আছে বলেই জগত এতটা সচল৷



সাহিত্যিকের ধারণা সাহিত্য মনের খোরাক যোগায়৷



কৃষকের ভাবনা খাদ্য উৎপাদণ না হলে সব শেষ৷



এভাবে প্রত্যেকেই তার নিজের জগত নিয়েই ভাবে এবং সেটাকেই গুরুত্ব দেয়৷ প্রকৃত অর্থে কোনটার গুরুত্বই অস্বীকার করার উপায় নেই৷ সবকিছু মিলিয়েই চলছে আমাদের জীবন৷



তবে সব ভাবনার মধ্যে একটি জায়গায় ব্যতিক্রম পরিলক্ষিত হয়৷ সেটা অবশ্য আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য৷ আর তা হল-

আমাদের দেশের রাজনীতিবিদরা ভাবতে পছন্দ করে, রাষ্ট্রের সকল সম্পদ তাদের নিজের৷ এটাকে তারা যথেচ্ছা খুশি ব্যবহার করতে পারে নিজের মত করে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.