![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নতুন কোন বিষয় নয়৷ এটা একটা নিয়মিত ঘটনা৷ এটা যেমনঃ নরেন্দ্র মোদী শাসিত গুজরাটে ঘটেছে ঠিক তেমনি কেন্দ্র শাসিত দিল্লীতেও ঘটেছে৷ ভারতের এমন কোন রাজ্য নাই যেখানে কমবেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি৷
ভারতে নিম্ন বর্ণের হিন্দুরাই যেখানে অচ্ছুত সেখানে মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বলাই বাহুল্য৷ নিম্ন বর্ণের হিন্দুদের জন্যই উচ্চ শিক্ষা সীমিত, কিছুদিন আগে তাও ছিল না; সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়াই স্বাভাবিক৷
অন্যদেশের বিষয়ে নাকগলানো আমি পছন্দ করি না৷ কারণ যার যার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারাই ভাববে৷ অন্য কারও কথা বলা অনধিকার চর্চা৷ কিন্তু ভারতের বর্তমান নির্বাচন নিয়ে তাদের দলগুলো বাংলাদেশকে জড়িয়ে ফেলছে৷ আর তাই বাধ্য হয়েই এবিষয়ে কথা না বলে উপায় নেই৷
কয়েকদিন আগে আমাদের বিজেপির এক নেতা বাংলাদেশের ভূখণ্ড দাবী করেছিল৷ আবার নরেন্দ্র মোদীও যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বসতি স্থাপন করেছে তাদের ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথা বলছে৷
তাদের উপরোক্ত দুইটি দাবীর প্রেক্ষিতে আমরাও একটি দাবী করতে চাই৷ ব্রিটিশরা উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় বিভিন্ন পর্যায়ে অসামঞ্জস্য ভাবে বিভক্ত করে রেখে গিয়েছিল৷ আমরা একই ভাষাভাষী ও একই সংস্কৃতি ধারণ করলেও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর অঞ্চল থেকে বিছিন্ন করে সুদুর পাকিস্তানের সাথে যুক্ত করে রেখে গিয়েছিল৷ অথচ আমাদের এই অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হওয়া উচিত ছিল৷
ভারত বা আশেপাশের যেকোন দেশ থেকে বাংলাদেশই বেশি অসাম্প্রদায়িক এবং সব ধর্মের জন্য নিরাপদ৷ ছোটখাট বিছিন্ন যে ঘটনাগুলো ঘটে সেগুলো মুসলমানদের উপরও হয়ে থাকে৷ যেমনঃ এই সরকারের আমলে দাড়িটুপি থাকার কারণে অনেককে হয়রানি করা হয়েছে৷
যাইহোক আমাদের দাবী ভারত থেকে কোন হিন্দুকেই বাংলাদেশে ফেরত পাঠানোর দরকার নাই৷ বরং উপরোক্ত রাজ্যগুলো আমাদেরকে ছেড়ে দিলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই ধর্মীয় পরিচয়ে নয়, বাংলাদেশী হিসেবে শান্তিতে বসবাস করতে পারব৷
©somewhere in net ltd.