নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আমরাই বেশি অসাম্প্রদায়িক!

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৯

ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নতুন কোন বিষয় নয়৷ এটা একটা নিয়মিত ঘটনা৷ এটা যেমনঃ নরেন্দ্র মোদী শাসিত গুজরাটে ঘটেছে ঠিক তেমনি কেন্দ্র শাসিত দিল্লীতেও ঘটেছে৷ ভারতের এমন কোন রাজ্য নাই যেখানে কমবেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি৷



ভারতে নিম্ন বর্ণের হিন্দুরাই যেখানে অচ্ছুত সেখানে মুসলমান বা অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বলাই বাহুল্য৷ নিম্ন বর্ণের হিন্দুদের জন্যই উচ্চ শিক্ষা সীমিত, কিছুদিন আগে তাও ছিল না; সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা শিক্ষাদীক্ষায় পিছিয়ে পড়াই স্বাভাবিক৷



অন্যদেশের বিষয়ে নাকগলানো আমি পছন্দ করি না৷ কারণ যার যার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারাই ভাববে৷ অন্য কারও কথা বলা অনধিকার চর্চা৷ কিন্তু ভারতের বর্তমান নির্বাচন নিয়ে তাদের দলগুলো বাংলাদেশকে জড়িয়ে ফেলছে৷ আর তাই বাধ্য হয়েই এবিষয়ে কথা না বলে উপায় নেই৷



কয়েকদিন আগে আমাদের বিজেপির এক নেতা বাংলাদেশের ভূখণ্ড দাবী করেছিল৷ আবার নরেন্দ্র মোদীও যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বসতি স্থাপন করেছে তাদের ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথা বলছে৷



তাদের উপরোক্ত দুইটি দাবীর প্রেক্ষিতে আমরাও একটি দাবী করতে চাই৷ ব্রিটিশরা উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় বিভিন্ন পর্যায়ে অসামঞ্জস্য ভাবে বিভক্ত করে রেখে গিয়েছিল৷ আমরা একই ভাষাভাষী ও একই সংস্কৃতি ধারণ করলেও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মনিপুর অঞ্চল থেকে বিছিন্ন করে সুদুর পাকিস্তানের সাথে যুক্ত করে রেখে গিয়েছিল৷ অথচ আমাদের এই অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হওয়া উচিত ছিল৷



ভারত বা আশেপাশের যেকোন দেশ থেকে বাংলাদেশই বেশি অসাম্প্রদায়িক এবং সব ধর্মের জন্য নিরাপদ৷ ছোটখাট বিছিন্ন যে ঘটনাগুলো ঘটে সেগুলো মুসলমানদের উপরও হয়ে থাকে৷ যেমনঃ এই সরকারের আমলে দাড়িটুপি থাকার কারণে অনেককে হয়রানি করা হয়েছে৷



যাইহোক আমাদের দাবী ভারত থেকে কোন হিন্দুকেই বাংলাদেশে ফেরত পাঠানোর দরকার নাই৷ বরং উপরোক্ত রাজ্যগুলো আমাদেরকে ছেড়ে দিলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই ধর্মীয় পরিচয়ে নয়, বাংলাদেশী হিসেবে শান্তিতে বসবাস করতে পারব৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.