নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ গণজাগরণ মঞ্চকে কি আন্দোলন বলা যায়?

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

পৃথিবীর ইতিহাসে যত বড় স্মরণীয় ও জনপ্রিয় আন্দোলন হয়েছে এর সবই নিপীড়িত মানুষের পক্ষে এবং শাসকগোষ্ঠীর বিপক্ষে৷ শাসকগোষ্ঠীই সাধারণত ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে থাকে৷ তাদের সেই নিপীড়ন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে আন্দোলন করে থাকে৷ যেখানে প্রচণ্ড বাঁধা বিপত্তি অতিক্রম করে আন্দোলন চালাতে হয়৷ সেই আন্দোলন কখনও সফল হয়, কখনও ব্যর্থ হয়৷ তবে আন্দোলনে ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে নিশ্চিত জেনেই আন্দোলন শুরু করতে হয়৷



আমাদের অতীত ইতিহাসও তার ব্যতিক্রম নয়৷ কখনও ইংরেজ শাসনের বিরুদ্ধে, কখনও পাকিস্তানী শাসনের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে৷ প্রচন্ড বাঁধার মুখেও আন্দোলন থেমে থাকেনি৷ যার বেশিরভাগ আন্দোলনই সফলতার মুখ দেখেছে৷



শাসকগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন আন্দোলনের প্রয়োজন হয় না৷ তাদের হাতে থাকে সর্বময় ক্ষমতা৷ অতীতে রাজা বাদশারা নিজেদের ইচ্ছামতো এজেন্ডা পেশ করত এবং জনগণের কাছে তা গৃহীত হোক আর নাই হোক সেটা তাদের ইচ্ছামতো বাস্তবায়ন করত৷



আধুনিক যুগে এসে গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা পেশ করে এবং জনগণ তাদের পছন্দমতো দল নির্বাচিত করে৷ সুতরাং ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন দলের নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আর কোন বাঁধা থাকে না৷ তাছাড়া পরিবেশ পরিস্থিতি, প্রশাসন সহ সবকিছুই নিজেদের অনুকুলে থাকে৷



শাহবাগে আন্দোলন শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে যা আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারের প্রধান ইস্যু ছিল এবং সরকার তার নির্বাচনী অঙ্গীকার পুরণের উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্য চালিয়ে যাচ্ছিল৷ সুতরাং শাহবাগ আন্দোলন একটি হাস্যকর অথবা সরকারের কোন দুরভিসন্ধি ছাড়া আর কিছুই ছিল না৷



দৃশ্যত কাদের মোল্লার বিচারের রায়ের পর বিচার পদ্ধতিকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয়েছিল৷ বিচার কার্য চলবে তার নিজস্ব গতিতে৷ সেখানে বিচার পদ্ধতিকে শুধু প্রভাবিতই নয়, বিচারের রায় ঘোষিত হয়ে যাওয়ার পর রায় পাল্টে দেওয়ার জন্য সরকার আইন পরিবর্তন করার মত বিশ্বের ইতিহাসের বিরল ঘৃণ্য কর্ম করেছিল৷



সরকার প্রদত্ত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আয়েশে চিল্লাপাল্লা করাকে কোন আন্দোলন বলা যায় না৷ বরং সেটাকে কিছু লোকের মিলনমেলা বলাটাই শ্রেয়৷ কোন বাঁধা আসলেই যে মিলনমেলা ভেঙ্গে যাবে এটাই স্বাভাবিক৷ তার চাক্ষুস প্রমাণ আমরা দেখতে পাচ্ছি৷ আর এই গণজাগরণ মঞ্চ নিয়ে ইদানিং কিছু লোকের মায়াকান্না দেখে বুঝা যায় এরা কতটা বোকার স্বর্গে বাস করে



(আমি এই ব্লগে নতুন৷ জানি না, আমার এ লেখাটা এডিটর কিভাবে নিবে৷ এধরনের পোস্টে আপত্তি থাকতে পারে৷ জানালে পরবর্তীতে পোস্ট দেওয়া ক্ষেত্রে বিবেচনায় রাখব৷)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.