![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
পৃথিবীর ইতিহাসে যত বড় স্মরণীয় ও জনপ্রিয় আন্দোলন হয়েছে এর সবই নিপীড়িত মানুষের পক্ষে এবং শাসকগোষ্ঠীর বিপক্ষে৷ শাসকগোষ্ঠীই সাধারণত ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে থাকে৷ তাদের সেই নিপীড়ন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে আন্দোলন করে থাকে৷ যেখানে প্রচণ্ড বাঁধা বিপত্তি অতিক্রম করে আন্দোলন চালাতে হয়৷ সেই আন্দোলন কখনও সফল হয়, কখনও ব্যর্থ হয়৷ তবে আন্দোলনে ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে নিশ্চিত জেনেই আন্দোলন শুরু করতে হয়৷
আমাদের অতীত ইতিহাসও তার ব্যতিক্রম নয়৷ কখনও ইংরেজ শাসনের বিরুদ্ধে, কখনও পাকিস্তানী শাসনের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে৷ প্রচন্ড বাঁধার মুখেও আন্দোলন থেমে থাকেনি৷ যার বেশিরভাগ আন্দোলনই সফলতার মুখ দেখেছে৷
শাসকগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন আন্দোলনের প্রয়োজন হয় না৷ তাদের হাতে থাকে সর্বময় ক্ষমতা৷ অতীতে রাজা বাদশারা নিজেদের ইচ্ছামতো এজেন্ডা পেশ করত এবং জনগণের কাছে তা গৃহীত হোক আর নাই হোক সেটা তাদের ইচ্ছামতো বাস্তবায়ন করত৷
আধুনিক যুগে এসে গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের এজেন্ডা পেশ করে এবং জনগণ তাদের পছন্দমতো দল নির্বাচিত করে৷ সুতরাং ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন দলের নিজেদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আর কোন বাঁধা থাকে না৷ তাছাড়া পরিবেশ পরিস্থিতি, প্রশাসন সহ সবকিছুই নিজেদের অনুকুলে থাকে৷
শাহবাগে আন্দোলন শুরু হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে যা আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারের প্রধান ইস্যু ছিল এবং সরকার তার নির্বাচনী অঙ্গীকার পুরণের উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্য চালিয়ে যাচ্ছিল৷ সুতরাং শাহবাগ আন্দোলন একটি হাস্যকর অথবা সরকারের কোন দুরভিসন্ধি ছাড়া আর কিছুই ছিল না৷
দৃশ্যত কাদের মোল্লার বিচারের রায়ের পর বিচার পদ্ধতিকে প্রভাবিত করার উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয়েছিল৷ বিচার কার্য চলবে তার নিজস্ব গতিতে৷ সেখানে বিচার পদ্ধতিকে শুধু প্রভাবিতই নয়, বিচারের রায় ঘোষিত হয়ে যাওয়ার পর রায় পাল্টে দেওয়ার জন্য সরকার আইন পরিবর্তন করার মত বিশ্বের ইতিহাসের বিরল ঘৃণ্য কর্ম করেছিল৷
সরকার প্রদত্ত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আয়েশে চিল্লাপাল্লা করাকে কোন আন্দোলন বলা যায় না৷ বরং সেটাকে কিছু লোকের মিলনমেলা বলাটাই শ্রেয়৷ কোন বাঁধা আসলেই যে মিলনমেলা ভেঙ্গে যাবে এটাই স্বাভাবিক৷ তার চাক্ষুস প্রমাণ আমরা দেখতে পাচ্ছি৷ আর এই গণজাগরণ মঞ্চ নিয়ে ইদানিং কিছু লোকের মায়াকান্না দেখে বুঝা যায় এরা কতটা বোকার স্বর্গে বাস করে
(আমি এই ব্লগে নতুন৷ জানি না, আমার এ লেখাটা এডিটর কিভাবে নিবে৷ এধরনের পোস্টে আপত্তি থাকতে পারে৷ জানালে পরবর্তীতে পোস্ট দেওয়া ক্ষেত্রে বিবেচনায় রাখব৷)
©somewhere in net ltd.