![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আপনি হেটে যাচ্ছেন, বাড়িতে বসে টিভি দেখছেন, টেবিলে বসে খাবার খাচ্ছেন, অফিস থেকে বের হয়েছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, গাড়ি বা সিএনজিতে করে কোথাও যাচ্ছেন। হঠাৎ দেখলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনসহ তাদের গাড়ি। আপনাকে তুলে নেওয়া হল গাড়িতে। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হল আর কেউ জানে না। আপনার আত্মীয়স্বজন থানায় বা র্যাবের কাছে গিয়ে আপনার তথ্য জানতে চাইল। আপনার আত্মীয়স্বজনকে সাফ জানিয়ে দেওয়া হল এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কিছু জানে না। তার মানে নিশ্চিত হওয়া গেল আপনি গুম হয়েছেন।
গুম হওয়ার পর-
আপনি গুম হওয়ার পর দুইটা বিষয় নিশ্চিত থাকতে পারেন। আপনার লাশ পরদিন সকালে বা কয়েকদিনের মধ্যে রাস্তা পাশে, ডোবায়, কোন ব্রিজের কাছে, ফাঁকা কোন স্থানে পড়ে থাকতে দেখা যেতে পারে। অথবা আর কোন দিনই আপনার হদিস পাওয়া যাবে না। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এর মত আপনার স্ত্রী যদি কোন গুরুত্বপূর্ণ বা নামকরা কেউ হয়ে থাকে তাহলে অন্য বিষয়। সেক্ষেত্রে আপনি ছাড়া পেতেও পারেন। উপরের ঘটনায় একটা বিষয় নিশ্চিত হওয়া যায় যে, আইনশৃঙ্খলা বাহিনী যদি খুব দয়া পরবশ হয়ে থাকে আপনার প্রতি তাহলে আপনার লাশটা পাওয়া যাবে এবং দাফনের সুযোগ মিলবে। সাথে সাথে আপনার মৃত্যু দিবসটিও আপনার আত্মীয়স্বজন পালন করার সুযোগ পাবে। অন্যথায় আপনার কোন হদিসই আর কোনদিন মেলার সম্ভাবনা ক্ষীণ। তবে জীবিত থাকলে আর সরকার পরিবর্তন হলে তারা খুঁজে বের করতে পারবে কিনা এটা ঐসময়ে বুঝা যাবে।
গুম হতে পারেন যেসব কারণে-
আপনি গুম হতে পারেন বিভিন্ন কারণে। গুম হতে পারে যে কেউ। তবে এরমধ্যে অন্যতম কারণ হল, আপনি যদি সরকার বিরোধী কার্যক্রমে বা প্রচারে তৎপর থাকেন কিন্তু আপনি বড় কোন নেতা নয়। এক্ষেত্রে আপনি ধরে রাখুন আপনি গুম হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আপনি যদি সরকার বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় বা আঞ্চলিক নেতা হন তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে রাখাই ভাল। সরকার পক্ষের রাজনীতি করলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না। আপনি দলের যে গ্রুপে আছেন আপনার প্রতিপক্ষ গ্রুপের নেতা আপনার নেতার থেকে অধিক শক্তিশালী হলে আপনি গুম হয়ে যাবেন না এই গ্যারান্টি কে দিল আপনাকে? আপনি রাজনীতি করেন না বলে নিশিচন্ত হয়েন না যে, আপনি গুম হবেন না। আপনি বড় ব্যবসায়ী? তাহলে আপনার ঝুঁকিটা বেশি! আপনি ব্যাবসায়ীও নয় কিন্তু এলাকার ধনী অথবা প্রভাবশালী ব্যক্তিত্ব। তাহলে আপনার গুম হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি সংখ্যালঘু বলে এড়িয়ে যাওয়ার কোন কারণ নাই। আপনার জমিজমা দখলের জন্য নিশ্চয় কোন স্থানীয় প্রভাবশালী নেতা ওঁত পেতে রয়েছে। আপনি উপরের কোন ক্যাটাগরির মধ্যেই পড়েন না? খেয়াল করুন আপনার এলাকায় প্রভাবশালী কারও সাথে দ্বন্দ্ব আছে কিনা! আপনি এবার নিজেকে নিরাপদ ভাবছেন! কারণ আপনি একজন দিনমজুর! সংসার চালানোই দায়, সেখানে শত্রু পাব কোথায়! আপনার জীবনটাই আপনার কাছে বোঝা স্বরূপ। আপনি গুম হইলেই কি আর না হইলেই বা কি! আপনি নিজেই দেখা যাবে সকাল বিকাল আল্লাহর কাছে দোয়া করেন এই কষ্টের দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নেও!
এভাবেই চলছে দেশ। শান্তিতে আছে দেশের মানুষ।
যাইহোক, আল্লাহপাক সবাইকে নিরাপদে রাখুন।
সাবধানে থাকবেন। তারপরও বলা তো যায় না কিছুক্ষনের মধ্যেই........... আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আপনার সামনে! এরপর............................
©somewhere in net ltd.