নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

জঙ্গী ছিনতাই, জামায়াত বরণ ও যুদ্ধাপরাধের বিচারঃ

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দানকারী কামাল হোসেন ওরফে সবুজের স্বীকারোক্তিতে৷ ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিন সদস্যের একজন হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে ছিনতাই করা হয়েছে ভালুকা থানার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশে। এই ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী কামাল হোসেন ওরফে সবুজ আজ বুধবার র্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।



কিছুদিন আগে দেখেছিলাম ঈশ্বরদীতে আওয়ামী নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামী লীগে বরণ করে নিতে৷



গণতন্ত্র, জনগনের শাসন বলে চিল্লালেও বাস্তবে গণতন্ত্রের কি অবস্থা তা ৫ই জানুয়ারির নির্বাচনে দেশবাসী দেখেছে৷ তারপরও কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভূল করেছিল বলে জিগির তুললেও সর্বশেষ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভাল করে বুঝিয়ে দিয়েছে যে, তারা শুধু জেতার জন্যই শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়৷ সেটা জোর করে হলেও!



দলটি যুদ্ধাপরাধের বিচার করতে চাইলেও জামায়াতের আদর্শের লোকজনকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে বুঝিয়ে দিয়েছে এটা যুদ্ধাপরাধের বিচার নয়৷ রাজনৈতিক প্রতিপক্ষের বিচার৷ কারণ তারা আওয়ামী লীগে যোগ দিতে চাইলে গ্রহণ করা হয়৷ আর প্রতিপক্ষে থাকলে বিচার করা হয়৷



নিজেরা জঙ্গী দমনের কথা বললেও বিএনপির আমলে আটককৃত সাজাপ্রাপ্ত জঙ্গীদের ছিনতাইয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দেয়৷



সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ দেশবাসীকে কি বুঝাতে চাচ্ছে? মনে হচ্ছে তারা দেশের জনগনকে প্রতিনিয়ত শুধু ধোঁকা দিয়েই চলেছে৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দলটি যুদ্ধাপরাধের বিচার করতে চাইলেও জামায়াতের আদর্শের লোকজনকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে বুঝিয়ে দিয়েছে এটা যুদ্ধাপরাধের বিচার নয়৷ রাজনৈতিক প্রতিপক্ষের বিচার৷ কারণ তারা আওয়ামী লীগে যোগ দিতে চাইলে গ্রহণ করা হয়৷ আর প্রতিপক্ষে থাকলে বিচার করা হয়৷

নিজেরা জঙ্গী দমনের কথা বললেও বিএনপির আমলে আটককৃত সাজাপ্রাপ্ত জঙ্গীদের ছিনতাইয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দেয়৷

সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ দেশবাসীকে কি বুঝাতে চাচ্ছে?

তারা দেশের জনগনকে প্রতিনিয়ত শুধু ধোঁকা দিয়েই চলেছে৷

+++++++++++++++++++++

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫

প্রবাসী ভাবুক বলেছেন: আমি যেটা বলেছি, এটা নিখাদ সত্য বলেই প্রতীয়মান হচ্ছে৷

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০

শ্রাবণ আহমেদ বলেছেন: ১০০% সত্য

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ!

৩| ০১ লা মে, ২০১৪ রাত ১:৩৬

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
পত্রিকায় কিছু ইনফো ভুল ভাবে এসেছে, এটা ইচ্ছাকৃতও হতেপারে।

একজন ধৃত আসামি বাঁচার জন্য ও জঙ্গি নয় প্রমানের জন্য একজন যুবলিগ নেতার নাম বলেছে।
আর দায়িত্বজ্ঞানহীন পত্রিকাগুলো লিখেছে - যুবলিগ নেতার নেতৃত্বেই জঙ্গি ছিনতাই!

০১ লা মে, ২০১৪ ভোর ৫:০৪

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.