নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:২৩

যে দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জ্ঞাতসারেই গুম, খুন, হত্যাযজ্ঞ সংঘটিত হয় সেই দেশে আপনার নিরাপত্তা আশা করবেন কিভাবে?



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেখানে অসহায় সরল স্বীকারোক্তি দেয় তিনি জানতেন অপহরণ হবে এমনকি অপহূত ব্যক্তি তাকে তার বাসায় গিয়ে নিরাপত্তা চেয়ে আসার পরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সে কি তার পদে থাকার যোগ্য?



যেই মন্ত্রীর কোন অপহৃত ব্যক্তিকে তথা কোন অপরাধের বিরুদ্ধে অভিযান চালাতে উপরের নির্দেশ ছাড়া হুকুম দেওয়ার সামর্থ্য নেই সেই ব্যক্তির আসলে দায়িত্বটা কি?



অপহরণের আগেই কে অপহরণের হুমকি দিচ্ছে এবং অপহরণের পর অপহূত ব্যক্তির আত্মীয়স্বজন প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে সুস্পষ্টভাবে অপহরণকারীর নাম বলে আসার পরও অপহরণকারী কয়েকদিন যাবত প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর সাংবাদিকদের সাথে টেলিফোনে মতামত দিয়ে গেলেও সে বাড়িতে থাকা অবস্থায় তাকে গ্রেফতারের সাহস দেখাতে পারে না সেই প্রতিমন্ত্রী কোন দ্বায়িত্ব নিয়ে পদ আঁকড়ে আছেন?



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেখানে বলেন পরিস্থিতি শান্ত না হলে আসামী ধরা সম্ভব নয়! পরিস্থিতি এমনি এমনি শান্ত হওয়ার কথা নয় বরং অপরাধীকে গ্রেফতার না করলে পরিস্থিতি আরও খারাপ হওয়ারই কথা! সেখানে পরিস্থিতি শান্ত করার দায়িত্ব আসলে কার? অপরাধীর নিজেরই? নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর?



যার প্রকৃতপক্ষে কোন ক্ষমতা নাই৷ তার দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকার কি দরকার আছে?



এরকম ঘটনায় দেশের প্রধানমন্ত্রীরই যেখানে ব্যর্থতায় পদত্যাগ করা উচিত, সেখানে এতকিছুর পরও সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করে, তার পদত্যাগ করা উচিত কিনা!

তিনি অবাক হয়ে বলেন, আমার পদত্যাগ করা উচিত- একথা এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম৷



এরকম সব অযোগ্য লোক দ্বারা বর্তমানে সরকার পরিচালিত হচ্ছে৷ শত ব্যর্থতা সত্ত্বেও পদই এখানে মুখ্য!



সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:৩৫

আজীব ০০৭ বলেছেন: সত্যিই সেলুকাস!

০৬ ই মে, ২০১৪ রাত ১:৪০

প্রবাসী ভাবুক বলেছেন: জি

২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:০৭

ঢাকাবাসী বলেছেন: কথা নাই, গুম টুম জিনিসটা বড়ই অস্বাস্হ্যকর!

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: সেই অস্বাস্থ্যকর জিনিসটাই তো গলার কাটার মত বিঁধে আছে বলে মনে হচ্ছে।

৩| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:১৪

ভাইটামিন বদি বলেছেন: অাপনি তো ভাই এই দেশের নেতাদের লাজ-লজ্জা এখনো আছে এইটা বিশ্বাস করেন দেইখ্যাই আমার অবাক লাগছে!
......দু-চার জুতার বাড়ি না.....জুতাইয়া পিঠের ছাল-চামড়া তুলার আগে পদ/ক্ষেমতা ছাড়বো নাহ্।

০৫ ই মে, ২০১৪ রাত ১:০৩

প্রবাসী ভাবুক বলেছেন: এইরকম বিবেচনাহীনরা দেশ চালালে দেশের পরিণতি যা দেখছি এর চেয়ে বেশি ভাল আশা করি কিভাবে?

৪| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:১৪

ফিলিংস বলেছেন: এদেশে কোন সরকার থাকলে এগুলো হবেনা বলতে পারেন।

বা স্বাধীনতার পরে কোন সরকারের আমলে এগুলা হয় নি বলতে পারেন???

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:০২

প্রবাসী ভাবুক বলেছেন: এটাই আমাদের দেশের মানুষের মানসিকতা৷ কে কত খারাপ করেছে এসবের তুলনা না করে ভাল কিছুর তুলনা করুন৷ আর এত খারাপ এবং এত বিপর্যস্ত আইনশৃঙ্খলা এর হয়েছে বলে মনে হয় না যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার বাসায় গিয়ে নিরাপত্তা চেয়েও নিরাপত্তা পাওয়া যাবে না৷ তাহলে মানুষ কার কাছে নিরাপত্তার আশা করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.