![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
মানুষকে মানুষ হিসেবে যদি ভাবতে না পারি, তাহলে নিজেকে মানুষ হিসেবে দাবী করি কিভাবে? ছোটবেলায় পড়েছি শত্রুকে হত্যা করে নয় বরং বাঁচিয়ে রেখে শত্রুতা করতে হয়৷
গতকাল বিহারী কলোনীতে ১০ জন মানুষকে পুড়িয়ে বা গুলি করে হত্যা করা হল৷ এই কাজটি যে বা যারা করল এরা নিজেকে মানুষ হিসেবে দাবী করে কিভাবে? কেউ কেউ বলছে তারা বাংলাদেশী নয়৷ তারা বিহারী৷ জাতিগতভাবে তারা বিহারী হলেও তারা বাংলাদেশী পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিক৷ আর প্রতিটি বাংলাদেশী নাগরিকের সমান অধিকার পাওয়ার অধিকারও রয়েছে৷ এর চেয়েও বড় কথা হল, তারা মানুষ৷
আমি প্রবাসে থাকি৷ এখানে বিভিন্ন ভাষার, জাতির, রং বা বর্ণের মানুষ রয়েছে৷ আমি বিদেশী বলে কি এখানে আমার নিরাপত্তা থাকবে না?
বিহারীরা আটকে পড়া পাকিস্তানি৷ শত্রুও যখন কারও হেফাযতে থাকে, তার নিরাপত্তা নিশ্চিত করা তখন হেফাযতকারীর কর্তব্য হয়ে দাড়ায়৷ আর বিহারীদের বর্তমানে বাংলাদশী নাগরিকত্ব দেওয়ায় তারা এখন বাংলাদেশের নাগরিক৷
কিছু লোক বলছে, বিহারীরা ডিএমপির নির্দেশ অমান্য করে পটকা ফুটিয়ে চরম পরিবেশ দূষণ করতেছিল৷ এমনকি তারা বাঙ্গালীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল৷ এর সব কথাই সত্য বলে ধরে নিলাম৷ তাই বলে পটকা ফুটানোর অপরাধে মানুষকে পুড়িয়ে মারতে হবে? সামান্য পটকা ফুটানোর অপরাধে যদি ১০ জনকে হত্যা করা কারও কাছে বৈধ মনে হয়, তাহলে ১০ মানুষকে হত্যার অপরাধে কতজন মানুষকে হত্যা করা বৈধ বলে মনে হবে তাদের বিচারে?
একবার কি ভেবে দেখেছেন, যে মানুষগুলো অগ্নিদগ্ধ হয়ে মারা গেল তাদের স্থলে যদি আপনি থাকতেন তাহলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর তা আপনাকে উপভোগ করতে হত৷ যে পরিবারের ৭ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেল সেই পরিবারের বেঁচে থাকা মানুষগুলোর মানসিক অবস্থা কি একবার চিন্তা করে দেখেছেন? তার স্থলে যদি আপনি থাকতেন তাহলে কেমন হত?
সর্বোপরি মানুষের মধ্যে কোন জাতিভেদ না করে সর্বপ্রথম মানুষ হিসেবে বিবেচনা করুন৷
১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫৯
প্রবাসী ভাবুক বলেছেন: মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করাটাই মানুষের কাজ৷
২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মানুষ মানুষের জন্য -------
১৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:১২
টয়ম্যান বলেছেন: সর্বোপরি মানুষের মধ্যে কোন জাতিভেদ না করে সর্বপ্রথম মানুষ হিসেবে বিবেচনা করুন৷
১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯
প্রবাসী ভাবুক বলেছেন: মানুষ যে জাতিরই হোক সে মানুষ৷
সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন এমন ছিল-
'বাহিরে কেবল কালো আর ধলো ভিতরে সবারই সমান রাঙা৷'
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: সর্বোপরি মানুষের মধ্যে কোন জাতিভেদ না করে সর্বপ্রথম মানুষ হিসেবে বিবেচনা করুন৷