![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে।
কথাটা কেমন হাস্যকর মনে হচ্ছে বেশ কিছু কারণে-
১) উক্তিটির মাধ্যমে মন্ত্রী মহোদয় স্বীকার করে নিলেন যে সরকার অবৈধ!
২) বিএনপি কি 'জাতীয় সরকার বৈধতা কেন্দ্র' হয়ে গেল নাকি যে তারা বৈধতা দিলেই সরকার বৈধ হয়ে যাবে?
৩) তাহলে আপনারা যে অবৈধভাবে দেশ চালাচ্ছেন সেটা আসলে আপনারা জানেন ঠিকই, মানেন না, মানেন ঠিকই, স্বীকার করেন না।
৪) বিএনপি যদি বৈধ বলে স্বীকার করে নেয় তাহলেই কি আপনারা বৈধ হয়ে যাবেন? যে নির্বাচনে নির্বাচন ছাড়াই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত হয়ে যায় সেই সব আসনের ভোটাররা তাদের ভোটাধিকার হরণের দায়ে কি এই সরকারকে বৈধতা দিবে?
৫) শর্ত দিয়ে বৈধতা আদায় করাটা একটা লজ্জাস্কর বিষয় নিশ্চিতভাবে৷
৬)আপনার কথায় পরিষ্কার আপনারা মুখে বড় কথা বললেও অবৈধতার অন্তর্দহনে ভূগছেন৷
৭) ভারত, রাশিয়া ও তাদের কিছু ঘনিষ্ঠ মিত্র ছাড়া অনেক চেষ্টা তদবির করেও কোন দেশের কাছ থেকে নিজেদের বৈধতার স্বীকৃতি আদায়ে ব্যর্থ হয়ে এখন বিএনপির উপর ভরসা করছেন!
৮) বিএনপি তো সরকারেও নাই, বিরোধীদলেও নাই৷ মুখে তাদের কোন মূল্যায়নও করেন না৷ অথচ স্বীকার করে নিলেন তাদের স্বীকৃতির বড়ই প্রয়োজন৷
৯) আপনারা নিজেদের বৈধ বলে নির্লজ্জের মত জাহির করেন কিন্তু আপনারা যে মিথ্যা কথা বলে আসছেন সেটা স্বীকার করে নিলেন৷
১০) আপনাদের অতীত থেকে একটা বিষয় পরিষ্কার যে, সংলাপের অযুহাতে নিজেদের স্বীকৃতি আদায় করার ফন্দি! কিন্তু স্বীকৃতি আদায় হওয়ার সাথে সাথে আপনাদের নতুন কোন ফন্দি অপেক্ষা করছে ধরে নেওয়া যায়৷
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫০
প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের দেশের রাজনীতিতে রাজনীতিবিদরা জনগণের চিন্তা কখনোই করে৷ তারা নিজেদের নিয়ে ব্যস্ত৷ বিএনপি নেতারাও এর ব্যতিক্রম নয়৷ সুতরাং তাদের স্বীয় স্বার্থের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এটাই স্বাভাবিক৷ কিন্তু বিএনপির সামর্থ্য নাই এই সরকারের কিছু করার যদি সাধারণ জনগণ স্বেচ্ছায় সরকারের বিরুদ্ধে রাস্তায় না নামে৷
২| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৩৬
রেজওয়ান26 বলেছেন: স্বীকার করে নেবার মূল কারন হলো বিচারের ভয় । অর্থাত ক্ষমতা কোন এক দিন নিশ্চয় ছাড়তেহবে তারপর কি হবে ?
আর যেহেতু বিএনপিই একমাত্র দল যে ক্ষমতায় যেতে পারে- তাই তাদের কাছে বৈধতা না চেয়ে উপায় কি?
২১ শে জুন, ২০১৪ রাত ২:৪০
প্রবাসী ভাবুক বলেছেন: পরিস্থিতি যেভাবে চলছে তাতে আওয়ামী লীগ স্বেচ্ছায় কোনদিন ক্ষমতা না ছাড়লে আন্দোলন করে বিএনপির সরকারকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য নাই৷ বরং জনসমর্থন বৃদ্ধি পেলেও বিএনপি সাংগঠনিকভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে৷
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৭
হেডস্যার বলেছেন:
হ, আওয়ামিলীগ সরকার অবৈধ। সেইটা আমরা ও জানি।
কিন্তু এই অবৈধ সরকারের কি বা**টা বিএনপি ফালাইছে জানতে মঞ্চায়। এইরাম দুব্বল বিরুধী দল থাকার চাইতে মইরা যাওয়া ভালো।
আওয়ামী আর বিএনপি দুইটারেই ঝাড়ু দিয়া পিডাইয়া দেশ ছাড়া করা দরকার।
নিজের প্যাট আর চ্যাটের চিন্তা লইয়া ব্যস্ত সবগুলা....দেশ আর পাব্লিকের কথা চিন্তার টাইম কই।