নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এদেশে শুধু আশরাফুলদেরই শাস্তি হয়৷

১৮ ই জুন, ২০১৪ রাত ৯:১২

আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ম্যাচ গড়াপেটার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে৷ তার জন্য খারাপ লাগলেও তার কৃত অপরাধের শাস্তি তাকে পেতেই হবে এটাই স্বাবাভিক৷



আশরাফুল তার কৃত অপরাধের কথা ষ্পষ্টভাবে স্বীকার করেছিল৷ সেই সাথে সে আরও কয়েকজনের জড়িত থাকার কথা তদন্তকারীদের কাছে জানিয়েছিল৷ কিন্তু অন্যরা তা অস্বীকার করার তাদের কোন শাস্তি হচ্ছে না৷ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আশরাফুলের দোষ স্বীকার করাটা তার জন্য কাল হয়ে দাড়িয়েছে!



যাইহোক আমাদের সমাজে নিরীহ আশরাফুলদের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও কঠিন শাস্তি ভোগ করতে হয়! অথচ এদেশে ক্ষমতাবান দুর্নীতির কালো বিড়ালরা পুরস্কৃত হয়৷ আবার কেউ পায় দেশপ্রেমিক উপাধি! আবার অপরাধ করায় জনরোষ থেকে কাউকে বাঁচাতে সরকার প্রধানের করুন আকুতি লক্ষ্য করা যায়৷



সত্যিই এক বিচিত্র দেশে বাস করি আমরা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: সত্যিই এক বিচিত্র দেশে বাস করি আমরা! :(

১৯ শে জুন, ২০১৪ রাত ১২:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: সত্যিই তাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.