![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আজ সংসদে নির্মীয়মাণ পদ্মা সেতুর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিবের নামে করার দাবি জানিয়েছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ।
সংসদ উপনেতা সাজেদা চৌধুরী সেটা সমর্থন করে বলেছেন যে, তিনিও এই নামটি চিন্তা করে রেখেছিলেন৷
আমরা গত কয়েক বছরে সংসদ উপনেতার কার্যক্রম ভালভাবেই দেখছি৷ তার মাথায় এরকম একটি আইডিয়া আসবে এটা বিশ্বাস করা কঠিন৷ দালালী আর কাকে বলে!
প্রস্তাবিত নামটি হয়ত স্বীকৃতিও পেয়ে যাবে৷ এই নাম নিয়ে কারও আপত্তি থাকুক আর নাই থাকুক দেশের কোন প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে, বিশেষ করে আলোচিত কোন বৃহৎ বস্তু বা প্রতিষ্ঠানের নামকরণের জন্য অবশ্যই জনসাধারণের মতামত নেওয়া উচিত৷ যে নামের প্রতি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সমর্থন জানাবে সেই নামটি গৃহীত হলে বিতর্ক কমে যাবে৷ তা না করে শাসকগোষ্ঠী নিজেদের ইচ্ছামত একটি নাম বসিয়ে দেওয়ায় উক্ত ব্যক্তি সম্মানিত হওয়া সত্ত্বেও তার নাম বা উক্ত ব্যক্তিকে নিয়ে মানুষ হাসি তামাশায় মেতে উঠে৷ তাকে সম্মান দেওয়ার পরিবর্তে সম্মানহানি করা হয়৷ সুতরাং এসব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করাই শ্রেয়৷
২০ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: এটা সামান্য কিছু! তারা যা চায় তাই হয়৷ যেমনঃ ক্ষমতায় থাকতে চেয়ে ক্ষমতায় রয়ে গেছে৷ জাতীয় পার্টিকে বিরোধীদল বানাতে চেয়ে ঠিকই বানিয়ে ফেলেছে৷ কি আর বলার আছে!
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৪ ভোর ৬:২৮
ঢাকাবাসী বলেছেন: যা চেয়েছে তাই হবে, কিছুই বলার নেই!