নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীরাই বুঝে প্রবাসীর কষ্ট

২২ শে জুন, ২০১৪ রাত ১:৩১

প্রবাসে আপনি কতটা কষ্ট করছেন- এই চিন্তাটা আপনার পরিবারের কেউ না করলেও প্রবাসে আপনি কত আয় করছেন এবং সেগুলো কিভাবে খরচ করছেন তার হিসাব সব সময় আত্মীয়স্বজনরা নিতে ভূল করে না৷ পরিবার পরিজন ছেড়ে অমানুষিক পরিশ্রম করাটা শারীরিক ও মানসিকভাবেই চরম যন্ত্রণার! প্রতিটি প্রবাসী পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করছে এইটা অনুভব করার সময় যেন কারও নাই৷ আয়ের হিসাব নিয়ে সবাই ব্যস্ত৷



প্রতিমাসে প্রতিটি প্রবাসীরই থাকা, খাওয়াসহ আনুষঙ্গিক খরচ রয়েছে৷ এই জন্য আয়ের একটি নির্দিষ্ট পরিমান খরচ করতে হয়৷ প্রবাসীরা যতটা সম্ভব কম খরচ করার চেষ্টা করে৷ অনেক সময় একই রুমে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করে খরচ কমায় পরিবারের কথা চিন্তা করে৷ কিন্তু আত্মীয়স্বজন সেটা বেমালুম ভূলে গিয়ে বেতনের সম্পূর্ণটা মনে মনে দাবী করে৷



কি এক অদ্ভূত পৃথিবীতে আমরা বাস করি৷ কেউ শুধু ত্যাগ স্বীকার করে আবার কেউ পুরোটাই শুধু ভোগ করার জন্যই প্রস্তত থাকে৷ কখনও কখনও প্রাপ্ত অর্থে তারা খুশি হয় না৷ যে যত বেশি আয় করে তার পরিবারের চাহিদার পরিমাণটাও সেই হারে বৃদ্ধি পায়৷ শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারে অন্য প্রবাসীর মনের কষ্ট!



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ রাত ১:৪৪

শামস্‌ মো: জিয়াউল হক বলেছেন: Super like

২২ শে জুন, ২০১৪ রাত ১:৪৯

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৪ রাত ১:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: প্রবাসীদের খাবারের কষ্টো অনেক। আমি এক সময়ে প্রবাসী ছিলাম। রান্না না জানার জন্য কতদিন নাখেয়ে কিংবা আজে বাজে খেয়ে কাটিয়েছি! সামান্য বিস্কুট খেয়েও রাত কাটিয়েছি। গল্প ও রান্না'র কিছু রান্না দেখে যেতে পারেন। আমি আছি আপনাদের জন্যই। http://udrajirannaghor.wordpress.com/

২২ শে জুন, ২০১৪ রাত ২:১০

প্রবাসী ভাবুক বলেছেন: প্রতিটা পদে পদে প্রবাসীরা কষ্ট করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর জন্য৷

৩| ২২ শে জুন, ২০১৪ রাত ২:০০

গরীবমানুষ বলেছেন: শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারে অন্য প্রবাসীর মনের কষ্ট




২২ শে জুন, ২০১৪ রাত ২:১১

প্রবাসী ভাবুক বলেছেন: যে পরিস্থিতির শিকার, সেই বুঝতে পারে তারমতো কারও দুঃখ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.