![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রবাসে আপনি কতটা কষ্ট করছেন- এই চিন্তাটা আপনার পরিবারের কেউ না করলেও প্রবাসে আপনি কত আয় করছেন এবং সেগুলো কিভাবে খরচ করছেন তার হিসাব সব সময় আত্মীয়স্বজনরা নিতে ভূল করে না৷ পরিবার পরিজন ছেড়ে অমানুষিক পরিশ্রম করাটা শারীরিক ও মানসিকভাবেই চরম যন্ত্রণার! প্রতিটি প্রবাসী পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করছে এইটা অনুভব করার সময় যেন কারও নাই৷ আয়ের হিসাব নিয়ে সবাই ব্যস্ত৷
প্রতিমাসে প্রতিটি প্রবাসীরই থাকা, খাওয়াসহ আনুষঙ্গিক খরচ রয়েছে৷ এই জন্য আয়ের একটি নির্দিষ্ট পরিমান খরচ করতে হয়৷ প্রবাসীরা যতটা সম্ভব কম খরচ করার চেষ্টা করে৷ অনেক সময় একই রুমে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করে খরচ কমায় পরিবারের কথা চিন্তা করে৷ কিন্তু আত্মীয়স্বজন সেটা বেমালুম ভূলে গিয়ে বেতনের সম্পূর্ণটা মনে মনে দাবী করে৷
কি এক অদ্ভূত পৃথিবীতে আমরা বাস করি৷ কেউ শুধু ত্যাগ স্বীকার করে আবার কেউ পুরোটাই শুধু ভোগ করার জন্যই প্রস্তত থাকে৷ কখনও কখনও প্রাপ্ত অর্থে তারা খুশি হয় না৷ যে যত বেশি আয় করে তার পরিবারের চাহিদার পরিমাণটাও সেই হারে বৃদ্ধি পায়৷ শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারে অন্য প্রবাসীর মনের কষ্ট!
২২ শে জুন, ২০১৪ রাত ১:৪৯
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে জুন, ২০১৪ রাত ১:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: প্রবাসীদের খাবারের কষ্টো অনেক। আমি এক সময়ে প্রবাসী ছিলাম। রান্না না জানার জন্য কতদিন নাখেয়ে কিংবা আজে বাজে খেয়ে কাটিয়েছি! সামান্য বিস্কুট খেয়েও রাত কাটিয়েছি। গল্প ও রান্না'র কিছু রান্না দেখে যেতে পারেন। আমি আছি আপনাদের জন্যই। http://udrajirannaghor.wordpress.com/
২২ শে জুন, ২০১৪ রাত ২:১০
প্রবাসী ভাবুক বলেছেন: প্রতিটা পদে পদে প্রবাসীরা কষ্ট করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর জন্য৷
৩| ২২ শে জুন, ২০১৪ রাত ২:০০
গরীবমানুষ বলেছেন: শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারে অন্য প্রবাসীর মনের কষ্ট
২২ শে জুন, ২০১৪ রাত ২:১১
প্রবাসী ভাবুক বলেছেন: যে পরিস্থিতির শিকার, সেই বুঝতে পারে তারমতো কারও দুঃখ!
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ রাত ১:৪৪
শামস্ মো: জিয়াউল হক বলেছেন: Super like