নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি নিজেকে নাকি দেশকে হাসির খোরাক বানালেন?

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:২৩

নিউইয়র্কের বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস ও ইউএনবি গত শুক্রবার জািনয়েছিল, বান কি মুনকে আশ্বস্ত করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে৷ এখন তারা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়৷ আর সে কারণে নির্বাচনের পর থেকে দেশে স্থিতিশীলতা বিরাজ করছে৷



জাতিসংঘের মহাসচিব বান কি মুন রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠকে সংসদের বাইরের দলগুলোকে নিয়ে সংলাপের তাগিদ জানিয়েছেন বলে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরকে উদ্ধৃত করে গতকাল শনিবার ঢাকায় জাতিসংঘ দপ্তর জানিয়েছে।



তার মানে জাতিসংঘ রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথায় গুরুত্ব দেয়নি অথবা বিশ্বাস করেনি৷ রাষ্ট্রপতি ভাল করেই জানেন বাংলাদেশের রাজনীতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ খুব ভালভাবেই অবগত৷ রাষ্ট্রপতি সত্য বলেছেন বা মিথ্যা বলেছেন সেকথায় না গিয়ে শুধু এটুকু বলতে চাই- রাষ্ট্রপতির মত একজন ব্যক্তিত্বের জাতিসংঘের মত বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠানের মহাসচিবের সাথে এরকম গুরুত্বহীন বা অবিশ্বাসযোগ্য কথা বলে নিজেকে তথা দেশকে বিশ্ববাসীর সামনে হাসির খোরাক বানানো আদৌ ঠিক হয়নি৷

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮

ঢাকাবাসী বলেছেন: বেতনভুক কর্মচারীর কাজই তো এই! বসের গুনগান করা!

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক স্বরূপ৷ তার মত ব্যক্তির কথা যখন গুরুত্বহীন হয়ে যায়, তখন বিশ্বের কাছে সেই রাষ্ট্রের গুরুত্ব আর কতটুকুই থাকে?

২| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:২৮

শাশ্বত স্বপন বলেছেন: নিজের ভালো পাগলেও বুঝে। আরে ভাই নির্বাচন হলে বিএনপি আসবে। হামিদ সাবরে কি বিএনপি রাখেবে?

২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: তাকে দেশের বেশিরভাগ মানুষ একজন ভালমানুষ হিসেবেই জানে৷ তার মত সত্তরোর্ধ দেশের অন্যতম অভিজ্ঞতম রাজনীতিবিদ দেশের সর্বোচ্চ পদে আসীন হয়ে এখনও যদি গণতন্ত্র কি বা কোথায় কোন কথা বলতে হবে না জানে তাহলে দেশের অন্যান্য রাজনীতিবিদদের কথা বলাই বাহুল্য!

৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৪

লাতি বলেছেন: আপনার জ্ঞানর বাহার দেখে প্রশংসা না করে পারলাম না, আপনার প্রচুর জ্ঞান আছে, তবে মাথায় না পায়ের হাটুতে,

জাতিয় সঙ্গর মহাসচিব তো দুরের কথা খালেদা জিয়া নিজেই মেনে নিয়েছেন গত ৫ই জানুয়ারী নির্বাচন,

২২ শে জুন, ২০১৪ দুপুর ২:১৫

প্রবাসী ভাবুক বলেছেন: যাক অবশেষে আপনার মত একজন জ্ঞানীর সন্ধান পেলাম৷ কিন্তু সমস্যা হল, আপনি সমসাময়িক কোন খবরই রাখেন না৷ খালেদা জিয়া মানুক আর না মানুক সেই কথাটি পরে বলি৷ আগে আমার লেখাটি ভাল করে পড়ুন৷ বৈঠক হয়েছে বান কি মুনের সাথে খালেদা জিয়ার সাথে নয়৷ বান কি মুন মেনে নিয়েছে কিনা এটা জানা জরুরী৷

এবার আসি খালেদা জিয়ার প্রসঙ্গে, যেহেতু আপনি খালেদা জিয়ার কথা উল্লেখ করেছেন! গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বিএনপিকে শর্ত দিয়েছিল, বিএনপির সাথে সংলাপ করতে প্রস্তুত যদি যদি তারা সরকারকে স্বীকৃতি দেয়৷ খালেদা জিয়া যদি নির্বাচন মেনে নিয়েই থাকে তাহলে আবার নতুন করে সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন কি?

৪| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৪

হাসান বিন নজরুল বলেছেন: আমাদের লজ্জা শরম এমনিতেই কমে গেছে :(

২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের নয়, রাজনীতিবিদের লজ্জা শরম মোটেই নাই৷

২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৬

প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের নয়, রাজনীতিবিদের লজ্জা শরম মোটেই নাই৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.