নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ঃ অব্যাহত নাটকের অপেক্ষায়!

২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:২১

জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনীত '৭১ এর মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষনার দিন ধার্য ছিল আজ৷ কিন্তু নিজামী অসুস্থ থাকায় তার রায় ঘোষনা অপেক্ষমাণ রাখা হয়েছে৷ এই রায় অপেক্ষমাণ থাকায় মোটেই অবাক হয়নি৷ তবে অবাক হয়েছি রায় অপেক্ষমাণ রাখার কারণ হেতু দেখে৷ এর আগে অনেক মামলার রায় ঘোষিত হয়েছে আসামীর অনুপস্থিতিতে৷ অথচ আজ নিজামী অসুস্থ থাকায় নিজামীকে উপস্থিত করতে পারে নাই বলে রায় অপেক্ষমান রাখা হয়েছে৷



বর্তমান বিচারকার্য চলছে যতটা না মানবতাবিরোধী অপরাধের তারচেয়ে বেশি রাজনৈতিক প্রতিপক্ষের৷ কারণ আমরা দেখে আসছি একই ব্যক্তি আওয়ামী বিরোধী হলে স্বাধীনতার বিপক্ষের লোক কিন্তু আওয়ামী লীগে যোগদানের সাথে সাথে সে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে৷ এমনকি চিহ্নিত ও কুখ্যাত রাজাকার পরিবার আওয়ামী লীগে যোগ দিলে তাদের সাথে আত্মীয়তা করতেও দ্বিধা করে না৷



সরকার বর্তমানে দেশ বিদেশে নিজেদের বৈধতা নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যে আছে৷ এমনকি কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে আলোচনার শর্ত হিসেবে এই সরকারকে বৈধতা দেওয়ার আহবান জানিয়েছিলেন৷ আবার রাষ্ট্রপতি পর্যন্ত জাতিসংঘ মহাসচিবের কাছে এই নির্বাচন জনগণ মেনে নিয়েছে বলে দাবী করলেও উল্টো জাতিসংঘের মহাসচিব রাষ্ট্রপতিকে জানিয়েছে সংসদের বাইরের দলগুলোকে নিয়ে সংলাপ করার৷ এছাড়াও সরকার ও আওয়ামী লীগের দলীয় লোকজনের দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে এমনিতেই নাজুক অবস্থার মধ্যে রয়েছে৷



এদিকে বিএনপি যতই আস্ফালন করুক তাদের আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাংগঠনিক পরিস্থিতি কোনটিই নাই এটাও সরকার বুঝতে পারছে৷ বিএনপিকে আন্দোলনে নামতে হলে জামায়াতে ইসলামীর কর্মী বাহিনী অতি প্রয়োজন৷ এদিকে সরকার জামায়াতে ইসলামীর সাথে সম্ভবত দরকষাকষি করে চলছে৷ সরকার মাঝে মধ্যে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানো ও জামায়াতে ইসলামীকে চাপে রাখার জন্য মামলার রায় দেওয়ার নাটক অব্যাহত রাখবে এটাই স্বাভাবিক৷ কিন্তু এই মুহুর্তে সরকার জামায়াতে ইসলামীকে ক্ষেপিয়ে তুলতে চাইবে না৷



ফলাফল এরকম নাটক মাঝে মধ্যেই আমরা দেখতে পাব৷ মাঝে মধ্যে দু'একটা রায়ও হবে৷ তবে সেগুলো অপরাধীর অপরাধ করার দায়ে নয়৷ সরকারের ক্ষমতায় টিকে থাকার রায়৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.