নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বিদেশি প্রভু নয়, ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মানুষের উপরই আস্থা রাখতে হবে৷

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৩২

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল হওয়ায় দেখলাম আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দল এটা নিয়ে কাদা ছুড়াছুড়ি শুরু করল৷ তার মধ্যে বিএনপিকে সবচেয়ে বেশি খুশি হতে দেখেছিলাম৷ দেখে মনে হল যেন, ভারতের ক্ষমতার পালাবদলে আমাদের দেশের রাজনৈতিক পালাবদল তারা করে দিবে৷



কংগ্রেসের সাথে আওয়ামী লীগের গাটছড়া অনেক পুরোনো ও ঐতিহাসিক৷ তাই বলে বিজেপি ক্ষমতায় এসে বিএনপিকে আওয়ামী লীগের চেয়ে ভাল বন্ধু মনে করবে এমনটা ভাবার কোন সুযোগ নাই৷ বিজেপি কট্টর হিন্দুত্ববাদী ডানপন্থী রাজনৈতিক দল৷ যেখানে বিএনপির সখ্যতা বাংলাদেশের মুসলিম ডানপন্থী দলগুলোর সাথে৷ সেই বিএনপিকে বিজেপি আওয়ামী লীগের চেয়ে শ্রেয় মনে করবে এটা ভাবা চরম চরম বোকামি বৈ কিছু নয়৷



আরও অবাক হই আমাদের রাজনৈতিক দলগুলো দেশের সাধারণ জনগণের চেয়ে বিদেশি প্রভুদের বেশি প্রাধান্য দেয়৷ বিদেশি প্রভুরা যাকেই সাহায্য করুক তা করবে নিজেদের স্বার্থে৷ সেক্ষেত্রে ক্ষমতাসীন দলকেই তারা প্রাধান্য দিবে নগদে স্বার্থ হাসিলের জন্য৷

এক্ষেত্রে বিএনপিকে বিদেশি প্রভুদের করুণা পেতে হলে সর্বপ্রথম তাদের ক্ষমতায় যেতে হবে৷ আর সেটা করতে হলে দেশের মানুষকে নিয়েই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে৷ বিদেশি প্রভুরা তাদের নিজেদের স্বার্থে ক্ষমতায় থাকতে সাহায্য করলেও কোন সরকারকে উচ্ছেদ করে অন্য দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না৷ ক্ষমতায় যাওয়ার জন্য দেশের মানুষের উপরই আস্থা রাখতে হবে৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.