নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

নির্বোধরাই অন্য সবাইকে নির্বোধ মনে করে৷

৩০ শে জুন, ২০১৪ রাত ১:৪৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিৎসক পাওয়া যায় না। কেউ মরে গেলেও চিকিৎসক আসেন না। কিন্তু বাংলাদেশের হাসপাতালে ছুটির দিনেও জরুরি চিকিৎসা সেবা চালু থাকে।’



আজব তথ্য! আকাশ থেকে মাটিতে পড়ার মত তথ্য দিলেন! একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ও একটি দেশের পার্লামেন্টে এত বড় মুর্খের মত কথা পৃথিবীর আর কোথাও শোনা যায় বলে মনে হয় না৷ এরকম মুর্খতা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব৷



আমার ব্যক্তিগত জীবনে একাধিক পশ্চিমা দেশে থাকার সুযোগ হয়েছে এবং প্রতিটি দেশেই সরকারী হাসপাতালগুলো দিনে ২৪ ঘন্টা, বছরে ৩৬৫ দিনই খোলা থাকে৷ জরুরী বিভাগে সবসময় ডাক্তার উপস্থিত থাকে৷ এছাড়াও অন্যান্য মেডিকেল সেন্টারগুলোর মধ্যে কিছু কিছু এলাকায় বাধ্যতামূলকভাবে কিছু মেডিকেল সেন্টার ছুটির দিনেও খোলা থাকে যেখানে জরুরী প্রয়োজনে রোগী চিকিৎসা নিতে পারে৷



আমাদের দেশের রাজনীতিবিদরা নিজেদেরকে অতি বুদ্ধিমান আর সাধারণ জনগণকে নির্বোধ মনে করে৷ তাই তারা নিজেদের যেটা মনে আসে সেটাই সবজান্তা শমশের এর মত জনগণের সামনে বলে ফেলে৷ তারা ভাবে জনগণ বুঝি তাদের সব কথা বিশ্বাস করে নেয়৷ কিন্তু তারা একটিবারও ভাবে না তারা নিজেরাই জনগণের সামনে নিজেদেরকে নির্বোধ হিসেবে উপস্থাপন করে৷



সময় অনেক বদলেছে৷ পৃথিবীর সব খবর জানতে হাতের মোবাইল বা ল্যাপটপের একটি ক্লিকই যথেষ্ট৷ যে কেউ ঘরে বসেই জেনে নিতে পারে এখন পৃথিবীর কোন শহরে কোথায় ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছে৷ এটা জানার জন্য মন্ত্রী মহোদয়ের মিথ্যা প্রলাপের উপর কেউ নির্ভর করে না৷

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন: B:-)

২| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩

কেএসরথি বলেছেন: সঠিক কথা।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ! কিন্তু এই সঠিক কথা শোনার প্রয়োজন যাদের তারা আসলে শুনে না শোনার ভান করে৷ রাজনীতিবিদরা জানে তারা মিথ্যা বলছে এবং জনগণ তাদের মিথ্যার সমালোচনা করছে কিন্তু এটা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নাই৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.