![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ফরমালিন এর অপব্যবহার করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
অবশ্যই অত্যন্ত ভাল একটি সিদ্ধান্ত এটি৷ আমাদের দেশে যেভাবে ফরমালিন এর অপপ্রয়োগ চলছে তাতে এটা ছাড়া অন্য কোন উপায়ও নাই৷
বাংলাদেশে অনেক ভাল ভাল আইন আছে৷ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এর কোনটিরই সঠিক প্রয়োগ নেই৷ এই আইন প্রবর্তনের ফলে সাময়িকভাবে হয়ত বিষাক্ত ফরমালিন এর অপপ্রয়োগ কমে আসবে৷ তবে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে৷ না হলে আইন করে রেখে দিলেই ফরমালিন এর ব্যবহার সারা জীবনের জন্য কমবে না৷
৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
প্রবাসী ভাবুক বলেছেন: আপনি ঠিকই বলেছেন৷ আমাদের দেশে ঘন ঘন আইন তৈরি হয়৷ আর সেই আইনকে ব্যবহার করে কিছু লোকের দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়৷
২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
খাটাস বলেছেন: ভাল আইন সাধুবাদ, তবে আইনের বেশ কিছু জটিল ফাঁক ফোকর। এ নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিয়েছিলাম। যাই হোক, ইতিবাচক ভাবা ছাড়া উপায় নাই। ঢাকাবাসী ভাই এর মন্তব্য কিন্তু বাস্তবতা। আর আমাদের ইতিবাচকতা অলীক কল্পনা।
৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: 'সমুদ্রে ডুবন্ত মানুষ খড়কুটো দেখলেও তাই আঁকড়ে ধরে বাঁচতে চায়৷' আমরাও চারিদিকের শুধুই হতাশার মাঝে কিছু নিয়ে আশা করি৷ জানি এখানেও হতাশ হতে হবে৷ তারপরও ..........
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
ঢাকাবাসী বলেছেন: কিসসু হবেনা। ফরমালিন ঠিকই চলবে তবে পুলিশের ঘুষ খাওয়ার পরিমানটা বেড়ে গেল এই আর কি!