নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

ভাল উদ্যোগ তবে সঠিক প্রয়োগ চাই

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৫:২১

ফরমালিন এর অপব্যবহার করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



অবশ্যই অত্যন্ত ভাল একটি সিদ্ধান্ত এটি৷ আমাদের দেশে যেভাবে ফরমালিন এর অপপ্রয়োগ চলছে তাতে এটা ছাড়া অন্য কোন উপায়ও নাই৷



বাংলাদেশে অনেক ভাল ভাল আইন আছে৷ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এর কোনটিরই সঠিক প্রয়োগ নেই৷ এই আইন প্রবর্তনের ফলে সাময়িকভাবে হয়ত বিষাক্ত ফরমালিন এর অপপ্রয়োগ কমে আসবে৷ তবে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে৷ না হলে আইন করে রেখে দিলেই ফরমালিন এর ব্যবহার সারা জীবনের জন্য কমবে না৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ঢাকাবাসী বলেছেন: কিসসু হবেনা। ফরমালিন ঠিকই চলবে তবে পুলিশের ঘুষ খাওয়ার পরিমানটা বেড়ে গেল এই আর কি!

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি ঠিকই বলেছেন৷ আমাদের দেশে ঘন ঘন আইন তৈরি হয়৷ আর সেই আইনকে ব্যবহার করে কিছু লোকের দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়৷

২| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

খাটাস বলেছেন: ভাল আইন সাধুবাদ, তবে আইনের বেশ কিছু জটিল ফাঁক ফোকর। এ নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিয়েছিলাম। যাই হোক, ইতিবাচক ভাবা ছাড়া উপায় নাই। ঢাকাবাসী ভাই এর মন্তব্য কিন্তু বাস্তবতা। আর আমাদের ইতিবাচকতা অলীক কল্পনা।

৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: 'সমুদ্রে ডুবন্ত মানুষ খড়কুটো দেখলেও তাই আঁকড়ে ধরে বাঁচতে চায়৷' আমরাও চারিদিকের শুধুই হতাশার মাঝে কিছু নিয়ে আশা করি৷ জানি এখানেও হতাশ হতে হবে৷ তারপরও ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.