![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
সরকার সেই শুরু থেকে তাদের নিজেদের প্রয়োজন মতো সংসদে আইন প্রণয়ন করে সেই আইনের সুবিধা ভোগ করে আসছে৷ ক্ষমতায় থাকার জন্য যখন যেটা প্রয়োজন সেই ভাবেই আইন প্রণয়ন করে আসছে৷ এর মধ্যে অন্যতম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্দেশ্য ছিল ক্ষমতা স্থায়ী করা৷ এরপর নিজেদের ইচ্ছামাফিক সরকারের অপকর্মের সমালোচনাকারী বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা বন্ধ করে দিয়েছে৷ যখনই কেউ বা কোন প্রতিষ্ঠান সরকারের খারাপ কাজের সমালোচনা করেছে তখনই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে৷
১৯৭৩ সালে তৎকালীন সরকারের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে সেই উদ্দেশ্যে সংবাদপত্রের কণ্ঠরোধ করতে আইনের যে ধারাটি সংযোজন করেছিল তা ১৯৯১ সালে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের সরকার সেটা রহিত করেছিল৷ ধারাটির মাধ্যমে কোন পত্রিকা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি বা রাষ্ট্রদ্রোহীতার দায়ে জেলা ম্যাজিস্ট্রেট সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে পারত৷ বর্তমান সরকার আইনের সেই ধারাটি সংযোজন করতে যাচ্ছে৷ এর মাধ্যমে সরকার নিজেদের ইচ্ছামতো অভিযোগ দায়ের করে সহজেই পত্রিকা বন্ধ করে দিতে পারবে৷ কিছুদিন পর হয়ত দেখা যাবে, যে পত্রিকাগুলো সরকারের দালালী করবে সেগুলো বাদে সব পত্রিকা বন্ধ হয়ে গেছে অথবা পত্রিকাগুলো বন্ধ হওয়ার ভয়ে সরকারের কোন খারাপ কাজের কথা লিখাই বন্ধ করে দিবে৷ সাধারন জনগণ বিটিভির মতো শুধু সরকারের গুণকীর্তনই দেখতে থাকবে!
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬
প্রবাসী ভাবুক বলেছেন: আইন করে কাজটা আরও সহজসাধ্য করে নিচ্ছে আরকি!
২| ০২ রা জুলাই, ২০১৪ ভোর ৪:০৩
কথার_খই বলেছেন: মন্দ হজম করতে করতে বাংলাদেশের মানুষ শক্ত হয়ে গেছে গলা টিপে ধরলেও এখন আর চিৎকার আসেনা ।
০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯
প্রবাসী ভাবুক বলেছেন: চিৎকার দিলেই তো গলা টিপে ধরে৷ তারপরও যাতে কেউ চিৎকারের চেষ্টা না করতে পারে এজন্য পুরো রশি দিয়ে বেঁধে স্থায়ীভাবে চিৎকার বন্ধ করার পদক্ষেপ৷
৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪
রুদরা বলেছেন: ভালোই লিখছেন।
০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ রাত ১:২০
গাধা গরু বলেছেন: অলরেডি তাই অবস্থা