![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রধানমন্ত্রীর কথার সাথে বাস্তবতার পুরোপুরি মিল খুঁজে পাই আমরা!
প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন, 'আমরা সোনার বাংলা উপহার দিব৷
-তাই আমরা বিদেশী বন্ধুদের ক্রেস্ট উপহার দেওয়ার সময় খাঁটি সোনা না দিয়ে ভেজাল সোনা উপহার দেই৷ কারণ সোনার বাংলা থেকে সোনা বাইরে চলে গেলে আমাদের সোনার ঘাটতি দেখা দিতে পারে৷
প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷
-আর এজন্যই নিজ দলের বিভিন্ন গ্রুপের লোকজন অন্য গ্রুপের নেতাকে খুন করে দলের মধ্যে মিলমিশ তৈরি করে৷
২০০৮ সালের নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবেন৷
-তাই র্যাবকে দিয়ে হত্যা করালেও নুর হোসেনদের নাম ব্যবহার করে হত্যাকাণ্ড চালিয়ে যান৷
তিনি বলেন, 'সাধারণ মানুষদের জন্যই এই সরকার৷'
-তাই তিনি শামীম ওসমানদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব কিছু করেন৷ কারণ এসব গডফাদারদের বাইরের কাউকে তিনি মানুষ বলে গণ্য করেন না৷
তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকল ব্যবস্থাই নেওয়ার অঙ্গীকার করেছেন৷
-আর এজন্যই কেউ ভোট দিতে যাবে না দেখেই নির্বাচন ছাড়াই ১৫৩ জন সাংসদকে নির্বাচিত করেছেন৷ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে বলেই, তিনি ভোট গ্রহণ এড়িয়ে গেছেন৷ কারণ গণতন্ত্র ব্যবহার করলে গণতন্ত্রের অসম্মান হবে৷
প্রধানমন্ত্রী বলেন, 'দেশের মানুষ আমাদের সাথে আছে৷
-আগেই বলেছি, শামীম ওসমানদের মত সন্ত্রাসী ছাড়া তিনি আর কাউকে মানুষ মনে করেন না৷
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন৷
-তাই বিরোধীদের দমনে যত প্রকার আইন আছে সেগুলো প্রয়োগ ছাড়াও নতুন নতুন আইন তৈরি করে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন৷
তিনি বলেন, 'সাধারন মানুষের আয় বৃদ্ধি পেয়েছে৷'
-সেটা সাংসদ, মন্ত্রীদের সম্পদের হিসাব দেখলেই বুঝা যায়৷ তাদের কারও কারও সম্পদ ৩২,০০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷
এভাবে সরকারের সাফল্যের ফিরিস্তি দিয়ে শেষ করা কঠিন হবে৷ তাই বলি, ধন্য আমাদের সরকার! ধন্য আমাদের প্রধানমন্ত্রী!! ধন্য আমরা সাধারণ জনগণ!!!
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: আমরা সত্যিই অদ্ভূত রকমের ভাগ্যবান! ধন্য না হয়ে উপায় কী!
২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২৯
আহসানের ব্লগ বলেছেন: -
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫২
প্রবাসী ভাবুক বলেছেন: ?????
৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২৮
জাহাঙ্গীর জান বলেছেন: প্রধানমন্ত্রী সোনার বাংলা উপহার দেওয়ার কথা বলছেন, যেই ভাবে সোনা চোরা চালান ধরা পড়ছে একদিন সত্যিই আমরা সোনার বাংলা পেয়ে যাব ।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫৪
প্রবাসী ভাবুক বলেছেন: ঐসব সোনা আবার পাঁচার হয়ে সুইস ব্যাংকে গিয়ে জমা হচ্ছে৷ এত সোনা দেখে আমাদের মত সাধারণের আশাবাদী হওয়ার কিছু নাই৷
৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৩৫
মুহামমদল হািবব বলেছেন: প্লাস।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫৫
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ!
৫| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:০৬
দাকুড়াল বলেছেন: তিনি বলেন, 'সাধারন মানুষের আয় বৃদ্ধি পেয়েছে৷'
-সেটা সাংসদ, মন্ত্রীদের সম্পদের হিসাব দেখলেই বুঝা যায়৷ তাদের কারও কারও সম্পদ ৩২,০০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷
০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬
প্রবাসী ভাবুক বলেছেন: প্রধানমন্ত্রী তার মন্ত্রী, সাংসদদের সম্পদ বৃদ্ধির হিসাব দেখেই সম্ভবত মনে করেন দেশের সবার আয়ই এভাবে বৃদ্ধি পেয়েছে৷
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১৬
নতুন বলেছেন: তাই বলি, ধন্য আমাদের সরকার! ধন্য আমাদের প্রধানমন্ত্রী!! ধন্য আমরা সাধারণ জনগণ!!!