নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর কথার সাথে বাস্তবতার পুরোপুরি মিল খুঁজে পাই আমরা! তবে-

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১০

প্রধানমন্ত্রীর কথার সাথে বাস্তবতার পুরোপুরি মিল খুঁজে পাই আমরা!



প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন, 'আমরা সোনার বাংলা উপহার দিব৷

-তাই আমরা বিদেশী বন্ধুদের ক্রেস্ট উপহার দেওয়ার সময় খাঁটি সোনা না দিয়ে ভেজাল সোনা উপহার দেই৷ কারণ সোনার বাংলা থেকে সোনা বাইরে চলে গেলে আমাদের সোনার ঘাটতি দেখা দিতে পারে৷



প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷

-আর এজন্যই নিজ দলের বিভিন্ন গ্রুপের লোকজন অন্য গ্রুপের নেতাকে খুন করে দলের মধ্যে মিলমিশ তৈরি করে৷



২০০৮ সালের নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবেন৷

-তাই র্যাবকে দিয়ে হত্যা করালেও নুর হোসেনদের নাম ব্যবহার করে হত্যাকাণ্ড চালিয়ে যান৷



তিনি বলেন, 'সাধারণ মানুষদের জন্যই এই সরকার৷'

-তাই তিনি শামীম ওসমানদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব কিছু করেন৷ কারণ এসব গডফাদারদের বাইরের কাউকে তিনি মানুষ বলে গণ্য করেন না৷



তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকল ব্যবস্থাই নেওয়ার অঙ্গীকার করেছেন৷

-আর এজন্যই কেউ ভোট দিতে যাবে না দেখেই নির্বাচন ছাড়াই ১৫৩ জন সাংসদকে নির্বাচিত করেছেন৷ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে বলেই, তিনি ভোট গ্রহণ এড়িয়ে গেছেন৷ কারণ গণতন্ত্র ব্যবহার করলে গণতন্ত্রের অসম্মান হবে৷



প্রধানমন্ত্রী বলেন, 'দেশের মানুষ আমাদের সাথে আছে৷

-আগেই বলেছি, শামীম ওসমানদের মত সন্ত্রাসী ছাড়া তিনি আর কাউকে মানুষ মনে করেন না৷



প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন৷

-তাই বিরোধীদের দমনে যত প্রকার আইন আছে সেগুলো প্রয়োগ ছাড়াও নতুন নতুন আইন তৈরি করে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন৷



তিনি বলেন, 'সাধারন মানুষের আয় বৃদ্ধি পেয়েছে৷'

-সেটা সাংসদ, মন্ত্রীদের সম্পদের হিসাব দেখলেই বুঝা যায়৷ তাদের কারও কারও সম্পদ ৩২,০০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷



এভাবে সরকারের সাফল্যের ফিরিস্তি দিয়ে শেষ করা কঠিন হবে৷ তাই বলি, ধন্য আমাদের সরকার! ধন্য আমাদের প্রধানমন্ত্রী!! ধন্য আমরা সাধারণ জনগণ!!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১২:১৬

নতুন বলেছেন: তাই বলি, ধন্য আমাদের সরকার! ধন্য আমাদের প্রধানমন্ত্রী!! ধন্য আমরা সাধারণ জনগণ!!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫১

প্রবাসী ভাবুক বলেছেন: আমরা সত্যিই অদ্ভূত রকমের ভাগ্যবান! ধন্য না হয়ে উপায় কী!

২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২৯

আহসানের ব্লগ বলেছেন: -

০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: ?????

৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:২৮

জাহাঙ্গীর জান বলেছেন: প্রধানমন্ত্রী সোনার বাংলা উপহার দেওয়ার কথা বলছেন, যেই ভাবে সোনা চোরা চালান ধরা পড়ছে একদিন সত্যিই আমরা সোনার বাংলা পেয়ে যাব ।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫৪

প্রবাসী ভাবুক বলেছেন: ঐসব সোনা আবার পাঁচার হয়ে সুইস ব্যাংকে গিয়ে জমা হচ্ছে৷ এত সোনা দেখে আমাদের মত সাধারণের আশাবাদী হওয়ার কিছু নাই৷

৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১:৩৫

মুহামমদল হািবব বলেছেন: প্লাস।

০৩ রা জুলাই, ২০১৪ রাত ২:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ!

৫| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১০:০৬

দাকুড়াল বলেছেন: তিনি বলেন, 'সাধারন মানুষের আয় বৃদ্ধি পেয়েছে৷'
-সেটা সাংসদ, মন্ত্রীদের সম্পদের হিসাব দেখলেই বুঝা যায়৷ তাদের কারও কারও সম্পদ ৩২,০০০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

প্রবাসী ভাবুক বলেছেন: প্রধানমন্ত্রী তার মন্ত্রী, সাংসদদের সম্পদ বৃদ্ধির হিসাব দেখেই সম্ভবত মনে করেন দেশের সবার আয়ই এভাবে বৃদ্ধি পেয়েছে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.