নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বিরোধীতা করলে শিক্ষককেও দিগম্বর করে রাস্তায় ঘোরানো হয়!

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:০৩

আমরা কতটা অসভ্য! নাকি কতটা অসহায়! কি বলব ঠিক বুঝে উঠতে পারছি না৷ ঘৃণা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলছি৷ আমরা ধীরে ধীরে পুরোপুরি জিম্মি হয়ে পড়ছি৷ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সরকার দলীয় সাংসদ মজিবর রহমান ফকিরের লোকজন একজন কলেজ শিক্ষককে দিগম্বর করে জুতার মালা গলায় পরিয়ে রাস্তায় ঘুরিয়েছে৷ তার অপরাধ তিনি উক্ত সাংসদের অপকর্মের প্রতিবাদ করেছিলেন৷ তাও ভাল তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়নি৷ শামীম ওসমান হলে ত্বকী, নজরুল বা চন্দন দাসদের মত পানিতে ভাসিয়ে দিত৷ লক্ষ্মীপুরের তাহের হলেও প্রতিকার স্বরূপ হত্যাই নির্ধারিত ছিল৷



মানুষ কতটা অসভ্য, হীন, নীচ হলে একজন শিক্ষককে এভাবে অপমান করতে পারে৷ শুধু এটাই নয়৷ বিরোধীতা করলে মাথা ন্যাড়া করে দেওয়া হয়, পিটানো হয়, জুতার মালা গলায় পরিয়ে ঘোরানো হয়, কোন জটিল মামলায় নাম ঢুকিয়ে পুলিশে সোপর্দ করা হয়৷



এতক্ষণ কোন বানানো গল্প বললাম না৷ এটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা৷ দেশের সাধারণ মানুষ আজ এভাবেই জিম্মি৷ কারও কোথাও সরকারের বা তাদের নেতাকর্মীদের অপকর্মের কথা বলতে গেলেই এভাবেই অপমানিত ও হয়রানি শিকার হচ্ছে৷ সরকারী দলের নেতাকর্মীরা যা ইচ্ছা করে যাবে৷ এনিয়ে কারও কিছু বলার এখতিয়ার নাই৷ সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত৷ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না৷ আধুনিক রাষ্ট্রে এরকম পরিস্থিতি হতে পারে এটা কল্পনা করাও কঠিন৷

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৩০

টয়ম্যান বলেছেন: সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত৷ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না৷ আধুনিক রাষ্ট্রে এরকম পরিস্থিতি হতে পারে এটা কল্পনা করাও কঠিন৷ B:-) B:-)

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

প্রবাসী ভাবুক বলেছেন: কল্পনা করা কঠিন৷ তবে আমরা কল্পনায় নয়, বাস্তবে দেখতে পাচ্ছি৷

২| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

জোনাক-১৩ বলেছেন: আললাহর মাইর দুনিয়ার বাইর। অপেখা করুন। ওদের আললাহর মাইর বাকি আছে।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৩২

প্রবাসী ভাবুক বলেছেন: আল্লাহর বিচার খুব ধীর স্থির এবং একেবারেই নিরপেক্ষ ও সঠিক৷

৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ঢাকাবাসী বলেছেন: তার নেত্রির ভরসাতেই তো সে সব অপকর্ম করতে সাহস পায়।

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: আর নেত্রীরও কোন নেতার অপকর্মের বিরুদ্ধে কিছু বলার সুযোগ নাই৷ জনগণ তো পাশে নাই! এখন এইসব নেতারাই নেত্রীর একমাত্র শক্তি৷ আর এসব নেতাদের জনপ্রিয়তা শুন্যের কোঠায়৷ মানুষদের পিটিয়ে, অপমান করে, মামলা দিয়ে, ভয় দিয়ে দমিয়ে রাখা ছাড়াও আর কোন উপায় তাদেরও জানা নাই৷

৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

মদন বলেছেন: নেত্রী যেমন কর্মী তেমন।

০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: জনসমর্থন শুন্য হয়ে পড়ায় চারিদিক থেকে শুধু ধিক্কারই পাচ্ছে৷ ক্ষমতায় থাকা অবস্থায় এমন ধিক্কার গ্রহণ করার ক্ষমতা হারিয়ে এখন পুরোপুরি হিংস্র হয়ে উঠেছে এরা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.