![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আমরা কতটা অসভ্য! নাকি কতটা অসহায়! কি বলব ঠিক বুঝে উঠতে পারছি না৷ ঘৃণা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলছি৷ আমরা ধীরে ধীরে পুরোপুরি জিম্মি হয়ে পড়ছি৷ সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সরকার দলীয় সাংসদ মজিবর রহমান ফকিরের লোকজন একজন কলেজ শিক্ষককে দিগম্বর করে জুতার মালা গলায় পরিয়ে রাস্তায় ঘুরিয়েছে৷ তার অপরাধ তিনি উক্ত সাংসদের অপকর্মের প্রতিবাদ করেছিলেন৷ তাও ভাল তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়নি৷ শামীম ওসমান হলে ত্বকী, নজরুল বা চন্দন দাসদের মত পানিতে ভাসিয়ে দিত৷ লক্ষ্মীপুরের তাহের হলেও প্রতিকার স্বরূপ হত্যাই নির্ধারিত ছিল৷
মানুষ কতটা অসভ্য, হীন, নীচ হলে একজন শিক্ষককে এভাবে অপমান করতে পারে৷ শুধু এটাই নয়৷ বিরোধীতা করলে মাথা ন্যাড়া করে দেওয়া হয়, পিটানো হয়, জুতার মালা গলায় পরিয়ে ঘোরানো হয়, কোন জটিল মামলায় নাম ঢুকিয়ে পুলিশে সোপর্দ করা হয়৷
এতক্ষণ কোন বানানো গল্প বললাম না৷ এটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা৷ দেশের সাধারণ মানুষ আজ এভাবেই জিম্মি৷ কারও কোথাও সরকারের বা তাদের নেতাকর্মীদের অপকর্মের কথা বলতে গেলেই এভাবেই অপমানিত ও হয়রানি শিকার হচ্ছে৷ সরকারী দলের নেতাকর্মীরা যা ইচ্ছা করে যাবে৷ এনিয়ে কারও কিছু বলার এখতিয়ার নাই৷ সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত৷ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না৷ আধুনিক রাষ্ট্রে এরকম পরিস্থিতি হতে পারে এটা কল্পনা করাও কঠিন৷
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১১:১৮
প্রবাসী ভাবুক বলেছেন: কল্পনা করা কঠিন৷ তবে আমরা কল্পনায় নয়, বাস্তবে দেখতে পাচ্ছি৷
২| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০
জোনাক-১৩ বলেছেন: আললাহর মাইর দুনিয়ার বাইর। অপেখা করুন। ওদের আললাহর মাইর বাকি আছে।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৩২
প্রবাসী ভাবুক বলেছেন: আল্লাহর বিচার খুব ধীর স্থির এবং একেবারেই নিরপেক্ষ ও সঠিক৷
৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ঢাকাবাসী বলেছেন: তার নেত্রির ভরসাতেই তো সে সব অপকর্ম করতে সাহস পায়।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৩০
প্রবাসী ভাবুক বলেছেন: আর নেত্রীরও কোন নেতার অপকর্মের বিরুদ্ধে কিছু বলার সুযোগ নাই৷ জনগণ তো পাশে নাই! এখন এইসব নেতারাই নেত্রীর একমাত্র শক্তি৷ আর এসব নেতাদের জনপ্রিয়তা শুন্যের কোঠায়৷ মানুষদের পিটিয়ে, অপমান করে, মামলা দিয়ে, ভয় দিয়ে দমিয়ে রাখা ছাড়াও আর কোন উপায় তাদেরও জানা নাই৷
৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:৪৩
মদন বলেছেন: নেত্রী যেমন কর্মী তেমন।
০৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: জনসমর্থন শুন্য হয়ে পড়ায় চারিদিক থেকে শুধু ধিক্কারই পাচ্ছে৷ ক্ষমতায় থাকা অবস্থায় এমন ধিক্কার গ্রহণ করার ক্ষমতা হারিয়ে এখন পুরোপুরি হিংস্র হয়ে উঠেছে এরা!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৩০
টয়ম্যান বলেছেন: সাধারণ মানুষ আজ আতঙ্কগ্রস্ত৷ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না৷ আধুনিক রাষ্ট্রে এরকম পরিস্থিতি হতে পারে এটা কল্পনা করাও কঠিন৷