নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসানের শাস্তি এবং অতঃপর........

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯

বিসিবি সাকিব আল হাসানকে শাস্তি দিয়েছে৷ শাস্তির পরিমাণ ৬ মাস সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত দেশের বাইরের যেকোন প্রকার ক্রিকেট লীগ থেকে নিষিদ্ধ৷ সে হিসেবে সাকিব আল হাসান নিয়মিত হয়ে পড়া আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি, সিপিএলসহ এধরণের কোন লীগেই উক্ত সময়ের মধ্যে অংশ গ্রহণ করতে পারবে না



এর আগে সাকিবের সাম্প্রতিক শৃঙ্খলা বহির্ভূত আচরণ নিয়ে একটি লেখা পোস্ট করেছিলাম৷ বোর্ড সভাপতি সাকিবের শাস্তির ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন৷ তাই সাকিবের শাস্তি পাওয়া নিয়ে কোন সংশয় ছিল না৷ শৃঙ্খলা রক্ষার্থে সাকিবের শাস্তি পাওয়া নিয়ে কোন অভিযোগও থাকার কথা নয়৷ তবে কথা আছে সাকিবের শাস্তির ধরণ নিয়ে৷



সাকিব দেশের হয়ে খেলার চেয়ে ভিনদেশী ক্রিকেট লীগ গুলোতে খেলায় বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারে৷ স্বাভাবিকভাবেই অর্থের প্রতি অধিক লোভ চলে আসলে জাতীয় দলে খেলার চেয়ে ক্রিকেট লীগগুলোতে খেলায় বেশি গুরুত্ব দিবে৷ একারণেই সিপিএল এ খেলতে না দিলে জাতীয় দল থেকেই অবসর নেওয়ার ঘোষনা দিয়েছিল৷ যা পুরোপুরি দেশপ্রেমের বহির্ভূত৷ তার মতো একজন খেলোয়াড়ের মুখে এধরনের কথা কোন অবস্থাতেই মানায় না৷ সে শুধু একজন খেলোয়াড় নয়, সে দেশের একজন দূত হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছে৷ এদেশের কোটি কোটি শিশু-কিশোর তাকে আদর্শ মনে করে৷ সে দলের একজন সিনিয়র খেলোয়াড়৷ তার কথা বার্তা, আচরণ অনেকের কাছে অনুকরণীয়৷ সুতরাং তাকে সেইভাবে চলার চেষ্টা করা উচিত ছিল৷ বিসিবিকে শাস্তি প্রদানে বাধ্য করতে তার কোনভাবেই উচিত হয়নি৷



আগামী বছর অর্থাৎ ২০১৫ সালের শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ আর সাকিব বিশ্বকাপ ক্রিকেটের আগ পর্যন্ত কোন ধরনের ক্রিকেট খেলতে পারবে না৷ কিন্তু বিশ্বকাপের অব্যবহিত পূর্বেই তার জাতীয় দলে খেলার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিশ্বকাপের জন্য বিবেচ্য হবে৷ ৬ মাস ক্রিকেট থেকে দূরে থাকলে সেই খেলোয়াড় পূর্বের ফর্ম ধরে রাখতে পারবে না এটা খেলাধুলা সম্পর্কে যার সামান্যতম জ্ঞানও আছে সে বুঝতে পারবে৷ সুতরাং ৬ মাস ক্রিকেটের বাইরে থেকে হঠাৎ বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়ে আহামরি কিছুই করতে পারবে না এটা নিশ্চিতভাবেই বলা যায়৷



আমি আগেই উল্লেখ করেছি, সাকিব বিদেশী লীগ গুলোতে খেলে জাতীয় দলে খেলার চেয়ে বেশি টাকা পায় বলে সেদিকেই বেশি মনোযোগ দিতে গিয়ে জাতীয় দলের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে৷ এদিকে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং নভেম্বরে জিম্বাবুয়ের সাথে জাতীয় দলের খেলা রয়েছে৷ সুতরাং তাকে শুধু বিদেশী লীগে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত নিষিদ্ধ করলে সে স্বাভাবিকভাবেই জাতীয় দলের প্রতি মনোযোগী হতে বাধ্য হত৷ এতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যও সফল হত, আবার জাতীয় দলও উপকৃত হত৷ অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হত৷



সাকিব অন্যায় করেছে এটা মেনে নিলাম৷ বিসিবি সভাপতি বলেছেন, এই প্রথম নয়৷ দীর্ঘদিন যাবত শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে৷ তার দেখাদেখি দলের আরও অনেকেই এরকম শুরু করেছে যা দলের মধ্যে ঐক্যে ভাঙ্গন ধরেছে৷ তাই যদি হয়ে থাকে এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি৷ প্রথম দিকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আর কেউ এরকম বিশৃঙ্খলা করার সুযোগ পেত না৷ তাহলে বিসিবি এতদিন তার দায়িত্বে অবহেলা করে এসেছে৷ এই অবহেলার দায়ে সংশ্লিষ্ট সবারই শাস্তি পাওয়া উচিত৷



বিসিবি সভাপতি শৃঙ্খলা নিয়ে অনেক বুলি আওড়েছেন৷ তিনি কোন শৃঙ্খলা নিয়ে বিসিবি সভাপতি হয়েছেন? একজন রাজনীতিবিদ যার নিজের ক্রিকেটের কোন বাস্তব জ্ঞান নেই, তিনি কিভাবে বিসিবি সভাপতি হন? তিনি নিজেওতো ক্রিকেটের শৃঙ্খলা ভঙ্গ করেছেন৷



আসলে বিসিবি সহ ক্রিকেট দল, ক্রিকেটার সবার মধ্যে ক্ষমতা, অর্থ, স্বজনপ্রীতি, লোভ সব নেগেটিভ জিনিসে ভরপুর হয়ে আছে৷ যার ফলাফল নিকট অতীতে ক্রিকেট দলের পারফর্মেন্স আমরা ভালভাবে টের পাচ্ছি৷



এখন বিসিবিতে দরকার সঠিক নেতৃত্ব৷ সেই সাথে ক্রিকেটারদের হতে হবে নিবেদিতপ্রাণ৷ তাহলে অদূর ভবিষ্যতে আমরা ক্রিকেট দলের কাছ থেকে ভাল ফলাফল আশা করতে পারব৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: সাকিবের উচিত ক্রিকেট থেকে অবসর নেওয়া....

অন্য দেশে চলে যাওয়া...

যে জাতি গুনের কদর করেনা সেখানে গুনী জন্মেনা.. :(

নোবেল পুরুস্কার পাওয়া মানুষ হয়..চোর..এখন সাকিবের আচরন খারাপ... :(

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

প্রবাসী ভাবুক বলেছেন: এদেশে সবই সম্ভব৷ তবে সাকিবেরও আরও বেশি সচেতন হওয়া উচিত৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.