![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ভারতের সাথে সমুদ্রের রায় নিয়ে আমরা জিতেছি বলে অনেক ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে৷ দক্ষিণ তালপট্টি দ্বীপটি পানির নিচে তলিয়ে যাওয়ায় দ্বীপটি নাই বলে ঐএলাকাটা আর দাবী করা যাবে না! কত বড় খোঁড়া যুক্তি৷ দেশের মানুষকে কেমন জানি ভূগোল বুঝাচ্ছে!
দ্বীপের চেয়ে বড় কথা ঐএলাকার দখলটা ভারত পেয়েছে৷ ঐ এলাকায় পরবর্তীতে কখনও যদি দ্বীপ জেগে ওঠে বা দ্বীপ না জাগলেও ঐএলাকার সকল খনিজ সম্পদ, প্রাণিজ সম্পদ ভারতের হবে৷ তাহলে দ্বীপ নাই বলে ঐ এলাকার দাবী ছেড়ে দিয়ে আমরা জিতলাম কিভাবে ঠিক বুঝে উঠতে পারছি না৷
আমি এটুকুই বুঝি দ্বীপ যেহেতু তলিয়ে গেছে, কিন্তু ঐএলাকাটা তো রয়ে গেছে যেখানে দ্বীপটি জেগেছিল৷ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দ্বীপ নেই বলে ঐএলাকার দাবীর প্রশ্ন ওঠে না৷ তাই যদি হয়ে থাকে তাহলে ভারত কেন দ্বীপ নাই বলে দ্বীপ যেখানে ছিল সেই এলাকার দাবী করল এবং তা পেয়েও গেল?
১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
প্রবাসী ভাবুক বলেছেন: ভাই আমি ভূগোল বিশারদও নই বা আইনজীবীও নই৷ কিভাবে দ্বীপটি পাওয়া যাবে এটা তারাই ভাল বলতে পারবে৷ আমি এটুকুই বুঝি দ্বীপ যেহেতু তলিয়ে গেছে, কিন্তু ঐএলাকাটা তো রয়ে গেছে যেখানে দ্বীপটি জেগেছিল৷ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দ্বীপ নেই বলে ঐএলাকার দাবীর প্রশ্ন ওঠে না৷ তাই যদি হয়ে থাকে তাহলে ভারত কেন দ্বীপ নাই বলে দ্বীপ যেখানে ছিল সেই এলাকার দাবী করল এবং তা পেয়েও গেল?
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৫
াহো বলেছেন:
Some Observation
1)তালপট্টির আয়তন মাত্র ১ দশমিক ১৩ কিলোমিটার। আর রেডক্লিফের কল্যাণেই এর চেয়ে কয়েক গুণ বড় গোটা হাড়িয়াভাঙ্গা নদীটা পেয়েছি। এই নদী ভারত ব্যবহার করত। সেটা এখন তারা পারবে না।.
2)বঙ্গোপসাগরের অভ্যন্তরে অবস্থিত ২৮টি গ্যাস ব্লকের মধ্যে অধিকাংশই এখন বাংলাদেশের। ২০১২ সালের রায়ে মিয়ানমারের সঙ্গে বিরোধপূর্ণ ১৭টি ব্লকের মধ্যে ১১টি পেয়েছিল বাংলাদেশ। আর ভারতের দাবিকৃত ১০টি ব্লকের সবগুলোই বাংলাদেশ পেয়েছে। আর একটি ব্লক আগে থেকেই বাংলাদেশের ছিল.
3)সমুদ্রে বিলীন দক্ষিণ তালপট্টি ভারতের.
4)হেগ-এর পাঁচ বিচারক সমন্বয়ে গঠিত স্থায়ী সালিশ আদালতের অন্যতম সদস্য ভারতের ড. প্রেমারাজু শ্রীনিবাসা রাও কয়েকটি ক্ষেত্রে অপর চার বিচারকের সঙ্গে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) পোষণ করেন। তবে ড. রাও অধিকাংশ ক্ষেত্রে একমত হন।.
5)সমুদ্রসীমা---বিবিসি বাংলা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স.
বাংলাদেশরে জয় বলেছে.
6)আদালত বলেছেন, রেডক্লিফ ১৯৪৭ সালে যে লাইন ড্র করে দিয়ে গেছেন, সেটাই সীমান্ত।.
7) দেখুন কলকাতার Telegraph পত্রিকার আহাজারি online.
8)As far as I know , there is a time frame to apply . You can not apply after this time. I forget which year is this time limit