![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
অন্য দেশের খেলাধুলা নিয়ে আমার ইমোশন খুব বেশি কাজ করে না৷ অতি ব্যস্ততার মধ্যে সময় পেলে ফুটবল বিশ্বকাপের খেলাগুলো দেখি৷ ফ্রান্স সেনাসদস্য হওয়ায় নৈতিক কারণেই ফ্রান্সের সাপোর্ট করতাম৷ এমনকি ফ্রান্সের খেলার দিনগুলোতে বিশেষ ডিউটিতে যারা ছিল তারা বাদে সবাই খেলা দেখার সুযোগ থাকত৷ নিজ দেশের খেলা হলেও বাংলাদেশীদের মত এত লাফালাফি এরা কখনোই করে না৷
যাইহোক এবার আসি আমাদের দেশের কথায়৷ আমাদের দেশ বিশ্বকাপে অংশ না নিলেও ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে অনেক সময় মারামারি পর্যন্ত হয়৷ যা হয়ত ঐসব দেশেও হয় না৷ কয়েকদিন আগে ব্রাজিলের সাপোর্টাপরা খুব উঁচু গলায় কথা বললেও এখন সবাই চুপ হয়ে গেছে৷ এদিকে আর্জেন্টিনার সাপোর্টাররা খুব আজেবাজ কথা বলছে৷ এটা আদৌ কাম্য নয়৷
আর্জেন্টিনা ফাইনালে যাওয়ায় বরং তাদের চুপ থাকা উচিত ছিল৷ কারণ মুখে বলার দরকার নাই খেলাতেই তাদের দল প্রমাণ করতে পেরেছে৷ আর ব্রাজিলের সমর্থকদের বলি হতাশ হওয়ার কিছু নাই৷ ব্রাজিল এবার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নেমেছিল৷ তারমানে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আগে পাঁচটা বিশ্বকাপ জয় করে আসতে হয়৷ ফুটবল বিশ্বে শুধু ৭-১ নয়, ৩৩-০ ব্যবধানেও হার আছে কিন্তু পাঁচটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন সবাই দেখে তা এখনও অধরা৷
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷ আসলে আমাদের মত এরকম ফালতু উন্মাদনা সৃষ্টিকারী জাতি আর পৃথিবীতে একটাও আছে কিনা সন্দেহ৷
২| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩
ক্লান্ত দুচোখ বলেছেন: ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আগে পাঁচটা বিশ্বকাপ জয় করে আসতে হয়
মানে টা বুঝলাম না! ব্রাজিল ৫বার আলরেডি জয় করে আসছেঃ ১৯৯৫, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৩
প্রবাসী ভাবুক বলেছেন: আমি সেকথাই বলেছি যে, ব্রাজিলের সমর্থকদের হতাশ হওয়ার কিছু নাই৷ কারণ তাদের দলই একমাত্র পাঁচটা বিশ্বকাপ জয় করে এসেছে অন্য কোন দল তা পারে নাই৷
৩| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩
মদন বলেছেন: লেখক বলেছেন ব্রাজিল ইতমধ্যেই ৫টি বিশ্বকাপ জয করেছেন যা অনেকের কাছেই এখনও স্বপ্ন। কাজেই ব্রাজিল সমর্থকদের হাতাশার কিছু নেই। @ ক্লান্ত দুচোখ
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৪
প্রবাসী ভাবুক বলেছেন: আমি ঠিক একথাটাই বুঝাতে চেয়েছি! ধন্যবাদ আপনাকে!
৪| ১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৪
পথহারা সৈকত বলেছেন: ৭-১=৬ হেক্সা মিশন ?
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৬
প্রবাসী ভাবুক বলেছেন: ?????
৫| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
কেএসরথি বলেছেন: ব্রাজিলের বর্তমান দল খুব একটা খারাপ ছিলনা।
তাদের মূলভাগে ফ্রেড-এর মতো একটা গাধা কেন খেলল সেটা এখনও আমি বুঝতে পারিনি।
জার্মানীর মতো একটা দলের বিপক্ষে দানী আলভেজের মতো একজন অলরাউন্ডার কে পুরো খেলা বেন্ঞ্চে বসিয়ে রাখা হলো।
হয়ত ব্রাজিল হার ঠেকাতে পারত না, কিন্তু ৭ গোল খেত হতো না।
১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে ব্রাজিল যেভাবে হেরেছে তাতে কোন অজুহাত চলে না৷ কে খেলল আর কে সাইড বেঞ্চে বসে থাকল সেই অজুহাতে ৭-১ ব্যবধানের হার ব্যাখ্যা করা যায় না৷
৬| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
জন রাসেল বলেছেন: খুবই সুন্দর বলেছেন। আমাদের ভাবনার কায়দাটাই ভুল। আমরা বেচে আছি প্রতিপক্ষকে টেনে নিচে নামানোর জগতে। এখানে আমাদের ভাবনাই আবর্তিত হয় কাউকে অপমান করার মধ্য দিয়ে নিজেকে উপরে তোলার ফন্দি ফিকির খুজে। ভালোকে ভালো বলতে আমাদের বাধে কারণ এই ভালোতে প্রতিপক্ষে জড়িত।
এবারের ব্রাজিলের হারে খুব কষ্ট পেয়েছি। তবে এটা আমি শুরু থেকেই বিশ্বাস করতাম যে আর্জেন্টিনা দলটা এবার ব্রাজিলের চেয়ে ভালো। এরা বিশ্বকাপ জেতার মতই দল। তাই বিশ্বকাপ নিয়ে আমার প্রতিটি লেখায় আর্জেন্টিনাকে মূল্যায়নের চেষ্টাও করতাম। কিন্তু হায়, ব্রাজিল হারার পর আমাকেও বেশ কিছু নোংরা কথা শুনতে হল। ওরা বুঝলোই না, আমি আর্জেন্টিনাকে নিচে নামিয়ে ব্রাজিলকে উপরে উঠাতে চাইনি, আমি শুধু ব্রাজিলের সমর্থক ছিলাম।
১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
প্রবাসী ভাবুক বলেছেন: ভাল মনের মানুষরা কখনোই অন্যকে পঁচানোর চেষ্টা করে না৷ যারা অন্যের সমালোচনা বা অন্যের দুর্বলতাকে পুঁজি করে নিজে নিজে আনন্দ পায়, তারা আসলে বিকৃত মনের মানুষ৷ সুতরাং দুঃখ পাওয়ার কিছু নেই৷
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো ।অল্প কথায়ও বেশ কয়েকটি জাতির মনোআচরণ ভালো বিশ্লেষণ করেছেন।