![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যারা “জয় বাংলা” না বলে “বাংলাদেশ জিন্দাবাদ” বলে তারা পাকিস্তানের এজেন্ট। ভাষা আন্দোলনে আমরা উর্দুর বিরোধিতা করেছিলাম। যারা এ দেশে থেকে “জিন্দাবাদ” বলে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।’
এই ব্যক্তির বাংলাদেশে জন্ম হলেও বাংলাদেশ ভাল লাগে না বলে দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করে, তার কাছ থেকে দেশপ্রেম ও ভাষাপ্রেম শিখতে হয়! আসলে দুর্ভাগ্য বাংলাদেশের! তারপরও ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে!
এমন না যে আমরা শুধু খাঁটি বাংলা শব্দ ব্যবহার করে কথা বলি৷ প্রায় প্রতিটি ক্ষেত্রে বিদেশি শব্দের প্রয়োগ রয়েছে আমাদের বাংলায়৷ যেমনঃ চেয়ার, টেবিল, চিনি, রিকশা, আদালত থেকে শুরু করে হাজারো শব্দ৷
'জিন্দাবাদ' শব্দটি ফারসি শব্দ৷ সুতরাং তার ভাষাজ্ঞান দুর্বল এটা ভালভাবেই অনুভূত৷
যাইহোক আওয়ামী লীগের 'আওয়ামী' শব্দটি উর্দু থেকে এসেছে৷ সুতরাং আওয়ামী শব্দটি যারা ব্যবহার করে তাদেরই তাহলে পাকিস্তানে চলে যাওয়া উচিত৷
১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৪
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৯
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ভালো বলেছেন