নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত এক উন্নত সভ্যতার চিড়িয়া আমরা৷ যেখানে এই অসহায়রা দর্শক৷

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২

আমাদের দেশে প্রচুর পথশিশু রয়েছে৷ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে শিশুগুলো৷ এদের ন্যূনতম থাকার জায়গাও নেই৷ রাস্তার পাশে, ফুটপাতে, রেললাইনের পাশে, ডাস্টবিনের পাশে শুয়ে বসে রাত কাটে এদের৷ আর খাওয়া দাওয়া৷ কখনও ডাস্টবিন থেকে পঁচা-গন্ধ খাবারই তাদের উদোরপূর্তির একমাত্র ব্যবস্থা৷ শিক্ষার আলো এদের কাছে এক দুঃস্বপ্ন৷



এরাও মানুষ৷ এরাও বাংলাদেশের নাগরিক৷ এদের রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন পাওয়ার অধিকার৷ এটা কোন দয়া নয়৷ এগুলো প্রত্যেকটি নাগরিকের অধিকার৷ ন্যূনতম এই অধিকারগুলো সবার কাছে না পৌঁছালে দেশ উন্নত হওয়ার পথে একধাপ এগিয়ে বলাটা লজ্জাস্কর৷



কিছু কিছু এনজিও মাঝে মধ্যে এদের জন্য কিছু করে৷ এদের সাহায্যার্থে এগিয়ে আসে৷ কিন্তু প্রয়োজনের তুলনায় অতি নগন্য৷ প্রয়োজন সরকারী ও দেশের ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা৷ সাথে প্রয়োজন সরকারী পরিকল্পনা৷



আমরা আছি দেশ কতটা এগিয়ে গেল এটা নিয়ে৷ চারিদিকে শুধু উন্নয়নের ধারা দেখতে পাই৷ উন্নয়নের শ্লোগানে মুখরিত আকাশ বাতাস৷ অথচ দেশের একজন নাগরিকের ন্যূনতম মৌলিক অধিকার সবার কাছে পৌছায় না৷



দেশের সংবাদপত্র, মিডিয়া, টিভি চ্যানেলগুলো যেন শুধুমাত্র বড়লোকদের জন্য৷ দেশে কতজনের কাছে ইন্টারনেট পৌছালো এইটার হিসাব নির্ভুলভাবে নথিভুক্ত করে তা ফলাও ভাবে প্রচারিত হয়৷ কিন্তু কতজনের মুখে রাতের খাবার পৌঁছাল না এই হিসাব রাখার প্রয়োজন হয় না৷ যেন এগুলোর কোনটির দায় এই সভ্য সমাজের নয়৷ একথাগুলো তাদের শুনতেও খারাপ লাগে৷ শব্দগুলো তাদের কাছে নোংরা শোনায়৷



দেশের প্রতিটি রাজনৈতিক দল আন্দোলন করে, প্রচার করে, বিরোধিতা করে সবই ধনীদের নিয়ে৷ অসহায়, অনাথ এইসব অভুক্তদের তাদের মানুষ বলে মনে হয় না৷ অদ্ভুত এক উন্নত সভ্যতার চিড়িয়া আমরা৷ যেখানে এই অসহায়রা দর্শক৷

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.