![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আমাদের দেশে প্রচুর পথশিশু রয়েছে৷ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে শিশুগুলো৷ এদের ন্যূনতম থাকার জায়গাও নেই৷ রাস্তার পাশে, ফুটপাতে, রেললাইনের পাশে, ডাস্টবিনের পাশে শুয়ে বসে রাত কাটে এদের৷ আর খাওয়া দাওয়া৷ কখনও ডাস্টবিন থেকে পঁচা-গন্ধ খাবারই তাদের উদোরপূর্তির একমাত্র ব্যবস্থা৷ শিক্ষার আলো এদের কাছে এক দুঃস্বপ্ন৷
এরাও মানুষ৷ এরাও বাংলাদেশের নাগরিক৷ এদের রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন পাওয়ার অধিকার৷ এটা কোন দয়া নয়৷ এগুলো প্রত্যেকটি নাগরিকের অধিকার৷ ন্যূনতম এই অধিকারগুলো সবার কাছে না পৌঁছালে দেশ উন্নত হওয়ার পথে একধাপ এগিয়ে বলাটা লজ্জাস্কর৷
কিছু কিছু এনজিও মাঝে মধ্যে এদের জন্য কিছু করে৷ এদের সাহায্যার্থে এগিয়ে আসে৷ কিন্তু প্রয়োজনের তুলনায় অতি নগন্য৷ প্রয়োজন সরকারী ও দেশের ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা৷ সাথে প্রয়োজন সরকারী পরিকল্পনা৷
আমরা আছি দেশ কতটা এগিয়ে গেল এটা নিয়ে৷ চারিদিকে শুধু উন্নয়নের ধারা দেখতে পাই৷ উন্নয়নের শ্লোগানে মুখরিত আকাশ বাতাস৷ অথচ দেশের একজন নাগরিকের ন্যূনতম মৌলিক অধিকার সবার কাছে পৌছায় না৷
দেশের সংবাদপত্র, মিডিয়া, টিভি চ্যানেলগুলো যেন শুধুমাত্র বড়লোকদের জন্য৷ দেশে কতজনের কাছে ইন্টারনেট পৌছালো এইটার হিসাব নির্ভুলভাবে নথিভুক্ত করে তা ফলাও ভাবে প্রচারিত হয়৷ কিন্তু কতজনের মুখে রাতের খাবার পৌঁছাল না এই হিসাব রাখার প্রয়োজন হয় না৷ যেন এগুলোর কোনটির দায় এই সভ্য সমাজের নয়৷ একথাগুলো তাদের শুনতেও খারাপ লাগে৷ শব্দগুলো তাদের কাছে নোংরা শোনায়৷
দেশের প্রতিটি রাজনৈতিক দল আন্দোলন করে, প্রচার করে, বিরোধিতা করে সবই ধনীদের নিয়ে৷ অসহায়, অনাথ এইসব অভুক্তদের তাদের মানুষ বলে মনে হয় না৷ অদ্ভুত এক উন্নত সভ্যতার চিড়িয়া আমরা৷ যেখানে এই অসহায়রা দর্শক৷
©somewhere in net ltd.