নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসীদের সাথেও ঈদের আনন্দ শেয়ার করুন৷

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪

ঈদ খুব সন্নিকটে৷ সবাই ব্যস্ত ঘরে ফেরার তাড়ায়৷



প্রবাসীদের ঈদ আবার অন্যরকম৷ সবার তাড়া বাড়িতে কত তাড়াতাড়ি এমাসের বেতনের টাকাটা পাঠাবে৷ চলতি মাস আর আগামী মাসটা একটু কষ্ট করে চলতে হলেও যতটা সম্ভব বেশি করে টাকা পাঠানোর তাড়া সবার মধ্যে৷



দেশে একটু বেশি করে টাকা পাঠাতে পারলে বাড়ির মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পরিজন, সন্তান-সন্ততি ও অন্যান্য আত্মীয়স্বজন সবাই তাদের পছন্দের নতুন জামাকাপড় কিনতে পারবে৷ সবার মন আনন্দে ভরে উঠবে৷



এদিকে প্রবাসী নিজের জন্য কোন কিছুই কিনে না৷ কিনবে কি করে নিজের চলতেই হবে অনেক টানাটানির মধ্য দিয়ে৷ দেশের সবাই যে তার দিকে তাকিয়ে আছে কখন টাকা পাঠাবে সেই আশায়৷ তার টাকা পেয়ে দেশের সবাই খুশি হবে এতেই তার আনন্দ৷



এমনিতেই প্রবাসীরা অনেক কষ্ট করে চলে৷ তার উপর ঈদ উপলক্ষে দেশে টাকার চাহিদা আরও বেশি থাকায় নিজেকে আরও কষ্টে রেখে আত্মীয়স্বজনদের খুশি রাখতে হয়৷



তাতেও প্রবাসীদের মনে কষ্ট নেই৷ কষ্ট পায় তখনই যখন আপন লোকজন তাকে ভুল বোঝে৷ আপনজনেরা যখন মনে করে সে কতই না আনন্দে কাটাচ্ছে৷ দেশ থেকে যখন সবাই মনে করে এত টাকা যখন পাঠাচ্ছে তখন তার নিকট আরও অনেক দাবী করলে পাওয়া যাবে৷ তাদের চাহিদার তালিকাটা আরও বড় করে যখন তাকে আরও বেশি টাকা পাঠানোর চাপ দেয় তখন আর দুঃখের সীমা থাকে না৷



পুরো লেখাটার মধ্যে টাকা পাঠানোর কথা বারবার উল্লেখ করলাম কারণ প্রবাসীদের সবাই টাকার গাছ মনে করে যে গাছের দায়িত্ব শুধু টাকা প্রদান করা৷ টাকা দিতে না পারলে তাকে অকেজো মনে করে৷ অথচ একজন প্রবাসী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেসময় মানুষ সবচেয়ে আনন্দ ফুর্তিতে ব্যয় করে সেই সময়ে বিদেশ বিভূইয়ে সম্পুর্ন নিরানন্দ ও আত্মীয়স্বজনের মায়া ত্যাগ করে কষ্টের জীবন যাপন করে৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: প্রবাসীর কষ্ট কেবল প্রবাসীরা অনুভব করতে পরে, অন্যরা কল্পনাও করতে পারবেনা কেমন অমানবিক জীবন কাটে প্রবাসীদের।

২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:১১

প্রবাসী ভাবুক বলেছেন: দেশের মানুষ ঠিক উল্টোটা ভাবে৷ তারা মনে করে বাংলাদেশের তুলনায় অনেক বেশি আয় করে৷ সুতরাং প্রবাসীরা মহানন্দে জীবনযাপন করে৷

২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

ডি মুন বলেছেন: ভালো কাটুক প্রবাসী ভাবুকের ঈদ

শুভকামনা

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ! আপনার ঈদও ভাল কাটবে আশাকরি৷ শুভকামনা রইল৷

৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫

আবু শাকিল বলেছেন: বিদেশ মানেই টাকা এই ধারণা থেকে দেশের মানুষ কে বেরিয়ে আসতে হবে।
দেশের চেয়ে বিদেশে জীবনমান ঠিক রেখে টাকা কামানো অনেক কষ্ট ।
ভাল কাটুক আপনার ঈদ।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩

প্রবাসী ভাবুক বলেছেন: আপনার কথাই সঠিক৷ তবে বাংলাদেশের মারাত্মক রকমের বেকারত্বের চাপে এবং যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ায় মানুষ বিদেশমুখী হতে বাধ্য হয়৷ কিন্তু বিদেশের জীবনও মারাত্মক কঠিন৷ এটা বলে বুঝানো যাবে না৷
সবশেষে আপনাকে ধন্যবাদ৷ আপনার ঈদও চমৎকার ভাবে কাটুক৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.