![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ঈদ খুব সন্নিকটে৷ সবাই ব্যস্ত ঘরে ফেরার তাড়ায়৷
প্রবাসীদের ঈদ আবার অন্যরকম৷ সবার তাড়া বাড়িতে কত তাড়াতাড়ি এমাসের বেতনের টাকাটা পাঠাবে৷ চলতি মাস আর আগামী মাসটা একটু কষ্ট করে চলতে হলেও যতটা সম্ভব বেশি করে টাকা পাঠানোর তাড়া সবার মধ্যে৷
দেশে একটু বেশি করে টাকা পাঠাতে পারলে বাড়ির মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পরিজন, সন্তান-সন্ততি ও অন্যান্য আত্মীয়স্বজন সবাই তাদের পছন্দের নতুন জামাকাপড় কিনতে পারবে৷ সবার মন আনন্দে ভরে উঠবে৷
এদিকে প্রবাসী নিজের জন্য কোন কিছুই কিনে না৷ কিনবে কি করে নিজের চলতেই হবে অনেক টানাটানির মধ্য দিয়ে৷ দেশের সবাই যে তার দিকে তাকিয়ে আছে কখন টাকা পাঠাবে সেই আশায়৷ তার টাকা পেয়ে দেশের সবাই খুশি হবে এতেই তার আনন্দ৷
এমনিতেই প্রবাসীরা অনেক কষ্ট করে চলে৷ তার উপর ঈদ উপলক্ষে দেশে টাকার চাহিদা আরও বেশি থাকায় নিজেকে আরও কষ্টে রেখে আত্মীয়স্বজনদের খুশি রাখতে হয়৷
তাতেও প্রবাসীদের মনে কষ্ট নেই৷ কষ্ট পায় তখনই যখন আপন লোকজন তাকে ভুল বোঝে৷ আপনজনেরা যখন মনে করে সে কতই না আনন্দে কাটাচ্ছে৷ দেশ থেকে যখন সবাই মনে করে এত টাকা যখন পাঠাচ্ছে তখন তার নিকট আরও অনেক দাবী করলে পাওয়া যাবে৷ তাদের চাহিদার তালিকাটা আরও বড় করে যখন তাকে আরও বেশি টাকা পাঠানোর চাপ দেয় তখন আর দুঃখের সীমা থাকে না৷
পুরো লেখাটার মধ্যে টাকা পাঠানোর কথা বারবার উল্লেখ করলাম কারণ প্রবাসীদের সবাই টাকার গাছ মনে করে যে গাছের দায়িত্ব শুধু টাকা প্রদান করা৷ টাকা দিতে না পারলে তাকে অকেজো মনে করে৷ অথচ একজন প্রবাসী তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেসময় মানুষ সবচেয়ে আনন্দ ফুর্তিতে ব্যয় করে সেই সময়ে বিদেশ বিভূইয়ে সম্পুর্ন নিরানন্দ ও আত্মীয়স্বজনের মায়া ত্যাগ করে কষ্টের জীবন যাপন করে৷
২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:১১
প্রবাসী ভাবুক বলেছেন: দেশের মানুষ ঠিক উল্টোটা ভাবে৷ তারা মনে করে বাংলাদেশের তুলনায় অনেক বেশি আয় করে৷ সুতরাং প্রবাসীরা মহানন্দে জীবনযাপন করে৷
২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০০
ডি মুন বলেছেন: ভালো কাটুক প্রবাসী ভাবুকের ঈদ
শুভকামনা
২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ! আপনার ঈদও ভাল কাটবে আশাকরি৷ শুভকামনা রইল৷
৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৫
আবু শাকিল বলেছেন: বিদেশ মানেই টাকা এই ধারণা থেকে দেশের মানুষ কে বেরিয়ে আসতে হবে।
দেশের চেয়ে বিদেশে জীবনমান ঠিক রেখে টাকা কামানো অনেক কষ্ট ।
ভাল কাটুক আপনার ঈদ।
২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:১৩
প্রবাসী ভাবুক বলেছেন: আপনার কথাই সঠিক৷ তবে বাংলাদেশের মারাত্মক রকমের বেকারত্বের চাপে এবং যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ায় মানুষ বিদেশমুখী হতে বাধ্য হয়৷ কিন্তু বিদেশের জীবনও মারাত্মক কঠিন৷ এটা বলে বুঝানো যাবে না৷
সবশেষে আপনাকে ধন্যবাদ৷ আপনার ঈদও চমৎকার ভাবে কাটুক৷
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৭
দুঃখ হীন পৃথিবী বলেছেন: প্রবাসীর কষ্ট কেবল প্রবাসীরা অনুভব করতে পরে, অন্যরা কল্পনাও করতে পারবেনা কেমন অমানবিক জীবন কাটে প্রবাসীদের।