নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

বিমানের যাত্রী নয়, দেশের সাধারণ মানুষের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন৷

২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য থেকে বিমানে ফেরার পথে তিনি বিজনেস ক্লাস ছেড়ে ইকোনমি ক্লাসের যাত্রীদের কাছে আসেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন৷ এটা নিয়ে কোন কোন পত্রিকা বেশ ফলাও করে প্রশংসা সূচক সংবাদ ছেপেছে৷



আমি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক নেতার আলগা আদিখ্যেতায় ততটা গুরুত্ব দেই না৷ কিন্তু এটা নিয়ে অনেকের লাফালাফি দেখে অবাক হয়েছি৷ যদিও কিছু দলীয় দালাল শ্রেণীর লোকেরা ভালমন্দ সবক্ষেত্রেই বাহবা দিয়ে যায়৷ যেমনঃ কিছু চামচা আছে যারা হরতালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারাকে সমর্থন করে ঠিক তেমনি কিছু চামচা শ্রেণী ৫ই জানুয়ারির নির্বাচনকে অন্ধভাবে সমর্থন করে যায়৷ এদের নীতি, জ্ঞান কোনটিই আছে বলে আমার মনে হয় না৷ এদেরকে নিকৃষ্ট শ্রেনীর হীনমনা মানুষ বলে মনে হয়৷



যাইহোক উক্ত শ্রেণীর ঘৃণিত মানুষ সম্পর্কে আমার বেশি কথা বলার কোন ইচ্ছা নাই৷ কিন্তু প্রধানমন্ত্রীর আদিখ্যেতা নিয়ে কিছু না বলে পারছি না৷ প্রধানমন্ত্রী বিশাল কোন মহৎ কাজ করে ফেলেছেন বলে ভাবছেন তাদেরকে বলি- প্রবাসে থাকার সুবাদে এবং ফ্রান্স সেনাবাহিনীতে চাকরির সুবাদে আমাকে বাংলাদেশে গমন ছাড়াও বিভিন্ন দেশে মাঝেমধ্যেই মিশনে যাওয়ার জন্য নিয়মিতই বিমানে চড়তে হয়৷ দীর্ঘ বিমান যাত্রায় যাত্রীদেরকে মাঝেমধ্যে উঠে দাড়ানো বা হাটা চলার প্রয়োজন হয়৷ এমনও হতে পারে প্রধানমন্ত্রী অনেকক্ষণ বসে থাকার কারণে হাটাহাটির প্রয়োজনেই বিমানটি ঘুরে দেখা সেই সাথে লোকদেখানো আদিখ্যেতা স্বরূপ সবার সাথে কুশল বিনিময়ও করে নিলেন প্রশংসা সূচক সংবাদ শিরোনামে আসার জন্য৷



আমরা দেখেছি, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা মাঝে মধ্যে সাধারনের সাথে মিশে যান৷ আবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মাঝেমধ্যে ট্রেনে চড়ে সাধারণ মানুষের মত ভ্রমণ করেন৷ এমনকি ট্রেনে পর্যাপ্ত আসন না থাকলে দাড়িয়ে যাতায়াত করেন৷ নেদারল্যান্ডের রাষ্ট্রপ্রধান বাইসাইকেলে চড়ে তার কর্মস্থলে যান৷ এরকম আরও অনেক উদাহরণই দেওয়া যাবে৷ তারা এগুলো করেন মুলতঃ সাধারণ মানুষের সাথে মিশে তাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানার উদ্দেশ্যে বা নিতান্তই নিজেদের দায়িত্বের কারণে৷



আমাদের প্রধানমন্ত্রীও যেহেতু এটা করেছেন এটা যদি তার নিয়মিত কাজের অংশ হিসেবে করে থাকেন তাহলে ভাল কথা৷ এটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কোন কারণ আছে বলে মনে হয় না৷ তবে তার দায়িত্ব হিসেবে যদি করে থাকেন সেটা আমার মেনে নিতে আপত্তি আছে৷ একজন প্রধানমন্ত্রী তখনই উদারতার পরিচয় দিতে পারেন যখন তিনি সাধারণ জনগণের মনের অবস্থা বুঝে সেই অনুযায়ী কাজ করেন৷ আমরা দেখেছি, তিনি সম্পুর্নরূপে জনসাধারণের মতামতকে উপেক্ষা করে প্রহসনের নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছেন৷ এমনকি নির্বাচনের আগে ও অব্যবহিত পরে বলেছেন এটা নিয়ম রক্ষার নির্বাচন৷ আগামীতে জনসাধারণ ও সব দলের অংশগ্রহণে শীঘ্রই আরেকটি নির্বাচন দেওয়া হবে৷ এখানে তিনি চরম মিথ্যাবাদীতার পরিচয় দিয়েছেন৷



তার সদিচ্ছা থাকলে বিমানের যাত্রী নয় দেশের সাধারণ মানুষের সাথে মিশে তাদের মনের অবস্থা বুঝার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি৷ জানি সেই সাহস তার হবে না৷ কারণ তিনি জনসাধারণের মতামতকে গুরুত্ব দিতে গেলে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার সম্ভাবনা থাকবে না৷



আমি আবারও প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সময় কাটানোর জন্য বিমানের যাত্রীদের সাথে কুশল বিনিময় নয়, দেশের সাধারণ মানুষের মনের অবস্থা বুঝার চেষ্টা করুন৷ এরপর নিজেকে মহৎ বলে পরিচয় দিলে সেটা গ্রহনযোগ্য হবে৷

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৬

ঢাকাবাসী বলেছেন: সহমত।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৮

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷

২| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪৩

দ্যা লায়ন বলেছেন: এইদেশের মানুষের চরম অবনতি হয়েছে, কেউ কোন ভালো কিছু শুরুই করতে পারেনা, নামাজ পড়লে বলে লোক দেখানো নামাজ আমরা চাইনা, কাউকে সাহায্য করলে বলে লোক দেখানো সাহায্য আমরা চাইনা, কারো সামনে গিয়ে কাউকে বুকের মধ্যে টেনে নিলে বলে ভোটের জন্য ফাজলামি, এমন কোন ভালো কাজ নেই যে মানুষ ভালো ভাবে নিতে শিখেছে।

এক আশ্চার্য্য মানসিক অবস্থার মধ্যে দিয়ে আমরা বড় হয়ে মরে যাচ্ছি।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৮

প্রবাসী ভাবুক বলেছেন: ভাইজান ভালকে ভাল না বলাটা চরম অন্যায়৷ কিন্তু পুত্রকে হত্যা করে তার মা'কে গিয়ে সান্ত্বনা দেওয়াটা গর্হিত অপরাধ৷ আমাদের প্রধানমন্ত্রী সাধারণের মতামতের বাইরে গিয়ে জোর করে ক্ষমতায় থেকে বিমানে চড়ে এই ধরনের লোকদেখানো কাজ ন্যাকামো ছাড়া কিছু নয়৷ আপনি এখানে ভাল'র কি পেলেন?

৩| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৫৯

কলাবাগান১ বলেছেন: আমরা বাংগালীরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশী সন্দেহ বাতিকগস্ত জাতি

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৮

প্রবাসী ভাবুক বলেছেন: তিনি যে, গায়ের জোরে বা প্রশাসন ব্যবহার করে প্রধানমন্ত্রী এটা তার মনে রাখা উচিত৷ তিনি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী নন৷ এইটা যেহেতু তিনি উপেক্ষা করছেন, এমনকি সাধারণ মানুষের মনের অবস্থা কখনোই বুঝার চেষ্টা না করে বিমানভ্রমনে হাটাহাটি করাটা এবং ভাল ও বিনয়ী প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে জাহির করাটা হাস্যকর!

৪| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কলাবাগান১ বলেছেন: আমরা বাংগালীরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশী সন্দেহ বাতিকগস্ত জাত।

আর সবচেয়ে সন্দেহ বাতিকগস্ত বাল।

২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩১

প্রবাসী ভাবুক বলেছেন: আমি আওয়ামী বিরোধী নই৷ তবে আমিও আমার মত জনসাধারণের মতামত না নিয়ে ক্ষমতা দখলের চরম বিরোধী৷

৫| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১২

হেডস্যার বলেছেন:
আপনি ইউরোপ আমেরিকার সরকার প্রধানদের সাথে আমাদের গুলার তুলনা দিলেন?? :D :D এইটা হইলো?

আমাদের দেশে এইসব বিষয়ের প্র্যাক্টিস নাই বলেই পত্রিকাগুলা এইটাকে গুরুত্ব সহকারে ছাপাইছে।
এইটা নিয়া সমালোচনামূলক পোষ্ট দেওয়ায় ব্যাপারটা আরো বেশি গুরুত্ব পাইলো না?

২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১০

প্রবাসী ভাবুক বলেছেন: আমি প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা আসলে করতে চাইনি৷ যারা এইটা নিয়ে অতি উৎসাহি তাদের সমালোচনা করতে চেয়েছি৷ ইউরোপ-আমেরিকার উদাহরণ দিয়েছি কারণ অতি উচ্ছ্বসিত মানুষগুলো শেখ হাসিনাকে সেই কাতারে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টার কারণে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.