![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
ভারত তাদের টিভি চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের দেশে তাদের অপসংস্কৃতিকে ঢুকিয়ে দিচ্ছে৷ আমরাও সেগুলোর ভালমন্দ বাছবিচার না করেই গিলে খাচ্ছি!
অবাক ব্যাপার হল- প্রতিবছরই ঈদে কোন না কোন ডিজাইনের জামাকাপড় আমাদের দেশের নারীদেরকে আকৃষ্ট করে৷ আকৃষ্ট বললে ভুল হবে নেশাগ্রস্ত করে তোলে৷ যেমনঃ এবছর পাখি, গতবছর সানি লিওন, তার আগের বছর মাসাককালি ইত্যাদি৷
চিন্তা করুন! সানি লিওন ড্রেস৷ আমি যতদুর জানি এই মহিলা নগ্নতার জন্য বিশ্বে কুখ্যাত৷ পোশাক পরার চেয়ে নগ্নভাবেই থাকটাই নাকি তার বেশি পছন্দ! সর্বনাশ! তার প্রিয় পোশাক পরে আপনার কন্যা, ভগিনী, বধু মানুষের সামনে ঘুরবে আর সাধারণ মানুষ তাদের সানি লিওন এর মত কল্পনা করবে! কিন্তু এটা কোন কল্পনা নয়৷ গত বছর ঈদে বাজারে সত্যি সত্যিই এই ড্রেস বিক্রির হিড়িক পড়েছিল৷
এবার পাখি ড্রেসের জন্য স্বামীকে তালাকসহ আত্মহত্যার মত জঘন্য ঘটনাও ঘটেছে৷ আমাদের মাতা, কন্যা, ভগিনীরা কি একবারও ভেবে দেখেছেন? আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে৷ আমরা দেশের পোশাক পৃথিবীর সব দেশে রপ্তানী হয়৷ আমাদের দেশের পোশাকের খ্যাতি বিশ্বজোড়া৷ আমরা অন্যের অপসংস্কৃতি গ্রহণ করব না৷ পারলে আমাদের সুন্দর ও নির্মল সংস্কৃতি অন্যদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব৷
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৬
প্রবাসী ভাবুক বলেছেন: আমি তো আমাদের দেশের মানুষের কথাও বলেছি৷ তারা তাদের সংস্কৃতি যেমন আমাদের মধ্যে প্রবেশ করানো চেষ্টা করে৷ আমরাও আমাদের ভাল দিকগুলো অন্যের নিকট তুলে ধরতে পারি তাদের খারাপটা আদৌ গ্রহন করা ঠিক নয়৷
ধন্যবাদ আপনাকে!
২| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮
ইমরান হক সজীব বলেছেন: লেখোয়াড় বলেছেন:
ওসব এড়িয়ে চললেই তো হয়
ওরা তো ওগুলো আমাকে গিলতে বলেনি।
অন্য অনেক ভাল জিনিষ, বিষয় আছে তার চর্চা করলেই তো হয়।
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪
প্রবাসী ভাবুক বলেছেন: আমিও তাই বলি৷ তবে অনেক খারাপ জিনিস বার বার দেখতে দেখতে অনেক সময় ভাল লেগে যেতে পারে৷
৩| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
নতুন বলেছেন: এটা ব্যবসায়ীদের বেশি মুনাফা করার একটা ধান্দা...
নারীরা দোকানে গিয়ে বলেনা এই বছর পাখি ড্রেস কিনবো...
দোকানীরা ই একটা হুজুগ তোলে... কিছু মানুষ সেটা ফলো করে...
দোকানে পাখি শাড়ীও আছে... পাখি নাকি ঐ টাইপের কোন শাড়ী পরেনাই.... দোকানী বলেছে যে তারাও নাকি ভারতীয় সিরিয়াল দেখে কারন অনেকে এসে জিঙ্গাসা করে তাই না জানলে কাস্টমারের চাহিদা মতন জিনিস দিতে পারেনা...তাই তারাও ঐসব সিরিয়াল দেখাশুরু করেছে...দোকানী আরো বলেছে যে অনেক ক্রেতাই আছে যাদের কাছে উনারা যে কোন ডিজাইনের একটাকে সিরিয়ালের নাম দিলে তা বিক্রি হয় বেশি...
( আমার স্ত্রী বলেছে)
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৪
প্রবাসী ভাবুক বলেছেন: দোকানী আরো বলেছে যে অনেক ক্রেতাই আছে যাদের কাছে উনারা যে কোন ডিজাইনের একটাকে সিরিয়ালের নাম দিলে তা বিক্রি হয় বেশি...
এইটাই হল সমস্যা৷ হুজুগে বাঙ্গালী৷ যাচাই বাছাই না করেই হুজুগে মেতে ওঠে৷
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২১
লেখোয়াড় বলেছেন:
ওসব এড়িয়ে চললেই তো হয়
ওরা তো ওগুলো আমাকে গিলতে বলেনি।
অন্য অনেক ভাল জিনিষ, বিষয় আছে তার চর্চা করলেই তো হয়।