নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

প্রবাস থেকে দেশের সবাইকে ঈদ মোবারক!

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯

গতকাল আমার এখানে ঈদ ছিল৷ ঈদের দিন কাজে ব্যস্ত থাকব বলে উইকএন্ডে বাড়িতে ফোন করে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে রেখেছিলাম৷ গতকাল সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম তাতে কখনও মনেই হয়নি আজ ঈদ৷



প্রবাসে আসার পর প্রথমদিকে দুই একটা ঈদ বাংলাদেশীদের সাথে উৎযাপন করলেও আমার বর্তমান জবটা হওয়ার পর থেকে ঈদ কি জিনিস তা প্রায় ভুলতে বসেছি৷ কোন কোন ঈদে বন্ধুবান্ধবদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পেলে বুঝতে পারি আজ ঈদ৷ না হলে সেটাও জানার সুযোগ হয় না৷ আমার এখানে উৎসব বলতে আমার বাহিনীর উৎসবগুলোকে বুঝি৷ কিন্তু সেগুলোতেও কখনও কখনও সারাদিন অভ্যন্তরীণ ডিউটি পালন করতে হয়৷ আর উৎসবের কখনও ফ্রি থাকলেও উৎসব আয়োজন উপলক্ষে আগের কয়েক সপ্তাহ প্রচন্ড রকমের খাটুনি থাকে৷ সব মিলিয়ে উৎসবের আনন্দ কেউই উপভোগ করতে চায় না৷



ঈদের কথায় আসি৷ আজ বাংলাদেশে ঈদ৷ আপনাদের ঈদ সুন্দরভাবে কাটুক৷



সবাইকে ঈদ মোবারক!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক

২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭

প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ!

২| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

মামুন রশিদ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । ভালো থাকবেন ।

২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ, ভাইজান!

৩| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১১

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে! প্রবাসীদের অর্থে তাদের আত্মীয়স্বজন মহা ধুমধামে ঈদ উদযাপন করে৷ কিন্তু প্রবাসীরা তার কোন কিছুতেই অংশ নিতে পারে না৷ প্রবাসীরা তাদের স্বজনদের আনন্দে রেখেই নিজেরা তৃপ্তি পায়৷ তবে স্বজনরা প্রবাসীদের কথা মনে রাখলেই প্রবাসীরা সন্তুষ্ট৷

৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

এম. এ. হায়দার বলেছেন: ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পেলে বুঝতে পারি আজ ঈদ৷ না হলে সেটাও জানার সুযোগ হয় না৷

সহানুভূতি।

আমার ব্যাপার উল্টা, ভাই।

দেশে থাকি, বুঝতে পারি, ঈদ হচ্ছে কিন্তু... |-)

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: ভাইজান, আপনাকে ধন্যবাদ! আসলে জীবন যেখানে যেমন৷ আমরা পরিস্থিতির সাথে মানিয়ে চলতে বাধ্য থাকি৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.