![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
গতকাল আমার এখানে ঈদ ছিল৷ ঈদের দিন কাজে ব্যস্ত থাকব বলে উইকএন্ডে বাড়িতে ফোন করে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে রেখেছিলাম৷ গতকাল সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম তাতে কখনও মনেই হয়নি আজ ঈদ৷
প্রবাসে আসার পর প্রথমদিকে দুই একটা ঈদ বাংলাদেশীদের সাথে উৎযাপন করলেও আমার বর্তমান জবটা হওয়ার পর থেকে ঈদ কি জিনিস তা প্রায় ভুলতে বসেছি৷ কোন কোন ঈদে বন্ধুবান্ধবদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পেলে বুঝতে পারি আজ ঈদ৷ না হলে সেটাও জানার সুযোগ হয় না৷ আমার এখানে উৎসব বলতে আমার বাহিনীর উৎসবগুলোকে বুঝি৷ কিন্তু সেগুলোতেও কখনও কখনও সারাদিন অভ্যন্তরীণ ডিউটি পালন করতে হয়৷ আর উৎসবের কখনও ফ্রি থাকলেও উৎসব আয়োজন উপলক্ষে আগের কয়েক সপ্তাহ প্রচন্ড রকমের খাটুনি থাকে৷ সব মিলিয়ে উৎসবের আনন্দ কেউই উপভোগ করতে চায় না৷
ঈদের কথায় আসি৷ আজ বাংলাদেশে ঈদ৷ আপনাদের ঈদ সুন্দরভাবে কাটুক৷
সবাইকে ঈদ মোবারক!
২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭
প্রবাসী ভাবুক বলেছেন: আপনাকে ধন্যবাদ!
২| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭
মামুন রশিদ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । ভালো থাকবেন ।
২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ, ভাইজান!
৩| ২৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১১
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে! প্রবাসীদের অর্থে তাদের আত্মীয়স্বজন মহা ধুমধামে ঈদ উদযাপন করে৷ কিন্তু প্রবাসীরা তার কোন কিছুতেই অংশ নিতে পারে না৷ প্রবাসীরা তাদের স্বজনদের আনন্দে রেখেই নিজেরা তৃপ্তি পায়৷ তবে স্বজনরা প্রবাসীদের কথা মনে রাখলেই প্রবাসীরা সন্তুষ্ট৷
৪| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪
এম. এ. হায়দার বলেছেন: ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পেলে বুঝতে পারি আজ ঈদ৷ না হলে সেটাও জানার সুযোগ হয় না৷
সহানুভূতি।
আমার ব্যাপার উল্টা, ভাই।
দেশে থাকি, বুঝতে পারি, ঈদ হচ্ছে কিন্তু...
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৫
প্রবাসী ভাবুক বলেছেন: ভাইজান, আপনাকে ধন্যবাদ! আসলে জীবন যেখানে যেমন৷ আমরা পরিস্থিতির সাথে মানিয়ে চলতে বাধ্য থাকি৷
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক