নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এসব নাটক বন্ধ করা হোক!

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১

গতরাতেও আটকের পর বন্দুকযুদ্ধ নাটকের মাধ্যমে খুলনায় একজন ব্যক্তিকে খুন করা হয়েছে৷ ক্রসফায়ার নামক অদ্ভূত সব বন্ধুক যুদ্ধ বন্ধ করে বিচারের আওতায় এনে অপরাধী হলে শাস্তি দেওয়া হোক৷ কারণ অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিপক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে নিরাপরাধ ব্যক্তিকেও ক্রসফায়ার নামক নাটক সাজিয়ে হত্যা করছে৷ তার উৎকৃষ্ট উদাহরণ নারায়ণগঞ্জের সাত খুন৷ আবার সরকারী প্ররোচনায় রাজনৈতিক প্রতিপক্ষকে তো কয়েক বছর যাবত নিয়মিত ভাবে খুন করে আসছে এই নাটকের মাধ্যমে৷



কোন একটা পদ্ধতি যখন সুকৌশলে অপপ্রয়োগ করা হয়, সেই পদ্ধতি কোন অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না৷ আর তা যদি হয় মানুষ হত্যার মত ভয়ঙ্কর অপরাধ! মানুষ হত্যার মত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকলে যেখানে সেই পদ্ধতি কোন ভাবেই অনুমোদন পাওয়ার কথা না সেখানে নিয়মিত অপপ্রয়োগ ঘটে চলছে ঘৃণিত এই পদ্ধতির৷ একটিবার কি নিজেকে কল্পনা করতে পারেন সেই নিরাপরাধ অসহায় ব্যক্তিটির স্থানে যেখানে আপনি আপনার প্রতিপক্ষের আক্রোশের স্বীকার হয়ে খুন হতে পারেন? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে হত্যার পরও আপনার আত্মীয়স্বজন বিচার পাওয়া তো দুরের কথা বিচার চাওয়ার অধিকার টুকুও পাবে না৷



বর্তমানে সরকার আবার আইন করতেছে যে, অপরাধীর শাস্তি দিতে পারে এমন কোন ব্যক্তির সমালোচনা মিডিয়া করতে পারবে না৷ তার মানে তারা এবার ইচ্ছামতো অপরাধ করবে কিন্তু কারও কিছু বলার থাকবে না৷



অপেক্ষা করুন৷ সামনে আপনার পালা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.