![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
বর্তমানে প্রস্তাবিত সম্প্রচার নীতিমালা পাস হওয়া মানে সংবাদ মাধ্যম বিটিভির প্রতিরূপ হয়ে যাওয়া৷ তখন সংবাদ মাধ্যমকে বিটিভির মত শুধু সরকারের গুণকীর্তন করতে হবে৷ অন্যথায় চ্যানেল বন্ধ!
সবচেয়ে অবাক করা একটি ধারা হল, অপরাধীদের শাস্তি দিতে পারে এমন কোন ব্যক্তির সমালোচনা করা যাবে না৷ তারা তো ফেরেশতা নয়, যে তারা অন্যায় করতে পারে না৷ নাকি তারা সকল আইনের ঊর্ধে? সবচেয়ে বড় কথা তারা যে, ঘুষ নিয়ে যেকোন নিরাপরাধ মানুষকে শুধু হয়রানি করতে পারে; এমনকি ঠান্ডা মাথায় হত্যা পর্যন্ত করতে পারে তার প্রমাণ নারায়ণগঞ্জের সাতজনের হত্যাকাণ্ড৷
সরকার নিজের ইচ্ছামতো বিরোধী মতের লোকদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হত্যা করবে কিন্তু কেউ তাদের সমালোচনা করতে পারবে না এজন্যই কি এই ব্যবস্থা? নাকি নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত র্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এক মন্ত্রীর জামাতা যাকে মিডিয়ার বদৌলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে বাধ্য হয়েছে বলে এই ব্যবস্থা? তবে আমাদের ধারনা উপরোক্ত সবগুলো কারণেই এই ব্যবস্থা!
এভাবে যদি চলতে থাকে মানুষ শত অন্যায় করলেও সরকারের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না৷ সরকারও মনের আনন্দে যথেচ্ছা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার বিরোধীদের দমনে ব্যবহার করতে পারবে৷
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১
প্রবাসী ভাবুক বলেছেন: আমার প্রব্লেম হলেই কি আর না বলেই বা কী! শুধু আমার কেন দেশের সকল জনসাধারণের সকলের সমস্যা হলেও কোন প্রব্লেম নাই৷
২| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪
কালের সময় বলেছেন: মানীনা মানবো না ।
সংবাদ স্বাধীনতা চাই ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০
দাকুড়াল বলেছেন: আগে বিটিভি ছিলো একটা,এখন হবে ছাব্বিশটা।আপনার কোনো্ প্রবলেম?