নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মন্ত্রী মহোদয়, কোন কোন দিনে চাঁদাবাজিতে কোন সমস্যা নাই?

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

৭ বছরের এক ছোট্ট বালক চুরির দায়ে ধরা পড়ে বিচারকের কাঠগড়ায়ঃ



বিচারকঃ তুমি এই ৭ বছর বয়স থেকে চুরি শুরু করেছ! এটাতো অন্যায়৷

বালকঃ (তড়িৎ বেগে) তাহলে আপনিই বলে দিন কত বছর বয়স থেকে চুরি শুরু করব, যখন আর কোন অন্যায় হবে না?



আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন, শোক দিবস উপলক্ষে চাঁদাবাজি না করার জন্য৷ কারণ এতে বঙ্গবন্ধু ও তার আদর্শের প্রতি অবমাননা বা অসম্মান জানানো হবে৷



অন্য কোন কোন দিবসে চাঁদাবাজি করা যাবে বা কোন কোন দিবসে চাঁদাবাজি করলে বঙ্গবন্ধু ও তার আদর্শের প্রতি অসম্মান জানানো হবে এটা তিনি উল্লেখ করেন নাই৷ তাহলে কোন কোন দিনে চাঁদাবাজি করা যাবে? নাকি আমরা ধরে নিব অন্য সব দিনেই চাঁদাবাজি করাতে কোন সমস্যা নাই?



মন্ত্রী মহোদয় যদি কষ্ট করে এই বিষয়টা বুঝিয়ে বলতেন তাহলে আমরা নেতাকর্মীরা উপকৃত হতাম৷ --'আপনার দলের জনৈক নিবেদিত প্রাণ কর্মী'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.