![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
তোবা গ্রুপের নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবীতে অনশনের মত অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছে৷ সেখানেও শ্রমিকদের সরকার তাদের কোনঠাসা করে আন্দোলনে অব্যাহতি দিতে বাধ্য করার জন্য পুুলিশকে দিয়ে গেটে তালা লাগিয়ে তাদের চিকিৎসা ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে৷
সরকার বা ব্যবসায়ী সবাই ঈদে আনন্দ ফুর্তিতে মেতে উঠলেও দেশের অর্থনীতির চালিকাশক্তি এই গার্মেন্টস শ্রমিকরা তিন মাস বেতন না পাওয়ায় কোন ঈদ করার সুযোগ পায়নি৷ এদিকে মালিককে জেল থেকে মুক্ত করে দিয়েছে! আমাদের রাষ্ট্রযন্ত্র কতটা ব্যর্থ হলে মালিককে শাস্তি না দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবীকেও বাঁধা দিতে পারে!
ইসলামে নির্দেশ আছে, 'ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি প্রদান কর৷'
কিন্তু আমাদের মালিকরা করছে ঠিক উল্টো৷ সরকার শ্রমিকদের পক্ষে হয়ে কাজ করবে কি করছে তার উল্টোটা! কাকে কি বলি!! আমরা বড় অসহায়!!! গুটি কয়েক লোকের কাছে জিম্মি দেশের সাধারন মানুষ৷ তারা যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচতে বাধ্য হচ্ছি!
০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷
আসলে পরিস্থিতিটা এমন যে, কারও কিছু করার নেই৷ সেই গুটিকয়েক ব্যক্তি যা চায় তাই হয়৷ বাকি জনগণ তাদের হাতের খেলনা৷
২| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অথচ দেখূন তাদের টিয়ার গ্যাস, লাঠিপেটা করে ছত্রভঙ্গ করছে সরকার! গ্রেফতার করছে নেতানেতৃদের!!!
অনশনকারীদের পিটিয়ে উৎখাত, মিশু-জলি আটক
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১২
প্রবাসী ভাবুক বলেছেন: সরকার চাইলে মালিককে চাপ দিয়ে শ্রমিকদের পাওনা মিটিয়ে দিত পারত৷ তা না করে উল্টো শ্রমিকদের চাপ দিয়ে নয় ছয় করে মালিককে বাঁচানোতে ব্যস্ত৷ তাছাড়া মনে হচ্ছে, শ্রমিকদের উস্কে দিয়ে পোশাকশিল্পে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে৷
৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
আলম 1 বলেছেন: লেখার সাথে সহমত।
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে৷
৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০০
কালের সময় বলেছেন: সহমত
অতি শিগ্রই বেতন পরিশোধ করতে হবে ।
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩০
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে!
বেতনাদি পরিশোধের সাথে সাথে এমন পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যত শ্রমিকদের বেতনের জন্য আর কখনও এরকম আন্দোলনের প্রয়োজন না হয়৷ রাষ্ট্র চাইলে তা করতে পারে৷
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মালিকপক্ষতো মুজুরীই দিতে চায় না --- শ্রমিকদেরকে আরো শোষন করে
আপনার ছোট লেখাতে আগুন আছেে
আন্তরিক ধন্যবাদ