নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা.........

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

পদ্মাপাড়ে লঞ্চডুবিতে ছেলে হারিয়ে মা এসেছেন সন্তানের খোঁজে, হৃদয়ের টুকরো সন্তান হারিয়ে মা পাগল প্রায়, বাবা বাকরুদ্ধ! নাবালক সন্তানদের সাথে নিয়ে স্ত্রী এসেছে স্বামীর খোঁজে, প্রাণের প্রিয় স্বামীকে হারিয়ে সন্তানদের অনাগত ভবিষ্যতের কথা ভেবে আকুল সে! ভাইকে হারিয়ে বোনটি করছে গগনবিদারী চিৎকার, তার চিৎকার ভ্যূলোক ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দ্যূলোকে৷ স্ত্রীসন্তান হারিয়ে নিঃস্ব লোকটি খুঁজছে তার প্রিয় স্ত্রীসন্তানদের, তার হৃদয়ের হাহাকার বুঝার ক্ষমতা আর কারও নাই৷ সদ্য বিবাহিতা স্ত্রী খুঁজছে তার স্বামীকে, মুখ ফুটে বলতে পারছে না তার কষ্টের কথা তাই মুর্ছা যাচ্ছে বারবার৷



এটা শুধু পদ্মাপাড়ের দৃশ্য নয়৷ এদৃশ্য যেন আমাদের নিয়মিত দুর্ঘটনার প্রতিচ্ছবি৷ প্রতিটি দুর্ঘটনার পরই এরকম দৃশ্য আমরা দেখেই চলেছি৷ আর দুর্ঘটনার পর সংবাদপত্র, মিডিয়া, সুশীল সমাজের কয়েকদিনের আলোচনার খোরাক হবে এটি৷ রাজনীতিবিদরা করবে দুর্ঘটনাস্থল ও মিডিয়াতে নিজেদের উপস্থিতি ও মিথ্যা কথার প্রদর্শনী৷ কিন্তু দুর্ঘটনা এড়ানোর যথাযথ কোন পদক্ষেপ নেই৷



এরপর .........., এরপর খুব শীঘ্রই নতুন আরেকটি ঘটনা এসে ভুলিয়ে দিবে সবই৷ আমরা সেটা নিয়েই আলোচনা করব৷ কিন্তু স্বজনহারানোরা তাদের বেদনা বয়ে বেড়াবে সারাজীবন৷ তারা ভুলবে না কখনও এই ঘটনা!



আসলে, 'যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রনা.........'

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬

মুদ্‌দাকির বলেছেন: আসলে, 'যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রনা........

cannot agree more!!

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৩

প্রবাসী ভাবুক বলেছেন: সহমত না হলেও বাস্তবতাটা ঠিক এটাই৷ যার স্বজন হারিয়েছে, তার সারা জীবনটাই এলোমেলো হয়ে গেল৷ আমরা ভুলে গেলেও তারা এই কষ্ট বয়ে বেড়াবে সারাজীবন৷

ভাল থাকবেন!

২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

লেখোয়াড় বলেছেন:
বুঝিবে সে কিসে, কভু আশিবিষে দংশিনী যারে।

কিন্তু বাংলাদেশের জনগণ একটি বিষয় ভুলে গেছে।

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

প্রবাসী ভাবুক বলেছেন: প্রতিটি দুর্ঘটনায়ই দেশের মানুষও ব্যথিত হয়৷ কিন্তু অসহায়ের মত চেয়ে দেখা ছাড়া তাদেরও যে কিছু করার নাই! যে কর্তৃপক্ষের ব্যবস্খা নেওয়ার কথা তারা তড়িঘড়ি করে বিষয়টা ধামাচাপা দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করে৷ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা আমাদের দেশে নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে৷

আপনাকে ধন্যবাদ!

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

bakta বলেছেন:







যার চলে যায় সেই বোঝে ভাই
কে আর বুঝবে বল,
স্বজন হারানোর পাশে কে আছে
মোছাতে চোখের জল ?

কোল খালি করা বুক খালি করা
যে সব জনেরা কাঁদে,
রেখেছে ভাগ্য বেঁধে নাগপাশে
সে অদৃশ্য মৃত্যু ফাঁদে ।

বুক ফাটা রোল ভরায় বাতাস
চেতনা তবু না নড়ে,
তাই দেয় হানা মৃত্যুর পরোয়ানা
প্রতি পলে প্রতি ঘরে ।

আজি আমি হেতা কাল না রব
কালের করাল গ্রাসে,
ছেয়ে আছে মন এই যে জীবন
মারি ব্যাধি ঘাত ত্রাসে।

দুঃখ তারি আজি মোর করে নাও
বাড়াও হে বন্ধু হাত,
রও পাশে তারি করে আপনারি
আপন সয়ে সে আঘাত।

বাঁধ বাঁধো আজি মিলন শিকলে
না যেন আসে এ দিন,
মানুষের মাঝে মানুষ কে যেন
আর না হতে হয় হীন।

শফত করার দিন এসেছে
এসো রাখি হাতে হাত,
সুখ করে যেন পারিগো খেতে
দুখ করে রাঁধা ভাত ।

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: কষ্টের কিন্তু দৃঢ় অভিব্যক্তি ফুটে উঠেছে আপনার কবিতায়৷ আমাদের যেন আর এরকম করুণ দৃশ্য দেখতে না হয় এটাই আমাদের কামনা৷ ধন্যবাদ আপনাকে!

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৮

মুদ্‌দাকির বলেছেন: cannot agree more!!

ভাই আপনি উল্টা বুঝেছেন, এর অর্থ হয় আমি আপনার সাথে ১১০% ভাগ একমত।

আমার মনের একটা ভাগ এখন কবরে!!

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

প্রবাসী ভাবুক বলেছেন: আমি দুঃখিত! আমিও বুঝতে পেরেছি৷ আসলে আপনার মন্তব্যের সাথে মিল রেখেই প্রত্যুত্তরে এরকম জবাব দিয়েছি৷ আমাদের দেশে প্রতিটা ক্ষেত্রেই অপরাধীকে বাঁচানোর চেষ্টার কারণেই এরকম ঘটনা নিয়মিত ঘটছে৷ দুর্ঘটনার পিছনে যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দুর্ঘটনার কারণ শনাক্ত করে যথাযথ পদক্ষেপ নিলে এরকম দুর্ঘটনা নিয়মিত ঘটত না৷

আপনাকে আবারও ধন্যবাদ!

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

ঢাকাবাসী বলেছেন: বাঙালী বড়ই আবেগপ্রবন! যে গেছে তার লাশ পাওয়াও কঠিন, খামোখা লাশের জন্যে নিজের বর্তমানটা নষ্ট করার কোন মানে হয় না!

০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

প্রবাসী ভাবুক বলেছেন: আবেগ আছে বলেই আমরা পরের দুঃখে কাঁদি, পরের আনন্দে হাসি! সুখ দুঃখ ভাগাভাগি করে নিই৷ একারণেই অনেক অর্থসম্পদ না থাকলেও আমরা অন্যতম সুখী জাতি৷ সবাই জানে যে গেছে আর ফিরে আসবে না৷ কিন্তু মনকে বুঝাতে পারে না ........

আবারও সেই কথাই বলতে হয়, 'যার চলে যায় সেই বুঝে .........'

যাই, হোক আশা করি ভাল আছেন! অনেকদিন দিন আমার ব্লগে আপনার সাড়া পাই না৷

৬| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: 'যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রনা.........'

+

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: জি, বিচ্ছেদের বেদনা অন্যরা কিছুটা অনুভব করলে আসল কষ্টটা শুধু আপনজনরাই বুঝে৷ আর যে ব্যক্তির অসহনীয় যন্ত্রণা নিয়ে অকাল মৃত্যু ঘটল তার যন্ত্রণা তো আর কোন ধরনের ধারণার বাইরে!

আপনাকে ধন্যবাদ!

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৪

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে!

৮| ১১ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০০

রাজিব বলেছেন: আসলেই যার যায় সে বুঝে। তবে আমার মনে হয় যে আমাদের সময় এসেছে নিজেদের কিছুটা সচেতন হবার। গ্রামের এক আত্মীয় বলল যে লঞ্চে না নিলে নাকি যাত্রীরা অনেক সময় হেল্পারদের মারধোর করে উঠে পড়ে। সত্য মিথ্যা জানি না কারণ আমি ঢাকার মানুষ। তবে যে লঞ্চের ছাদে কোন অবস্থাতেই ওঠা উচিৎ নয়।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০২

প্রবাসী ভাবুক বলেছেন: অবশ্যই আমাদের সচেতনতার অভাব রয়েছে৷ কিছু লোকের অসচেতনতার জন্য তার সাথের সবাইকে জীবন দিতে হয়৷ কিন্তু এগুলো দেখভালের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে৷ অনেকেই অন্যায় করতে চাইতে পারে কিন্তু আইন মানতে বাধ্য করা ও মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের দায়িত্ব যেকোন অনিয়মের প্রতিকার করা৷ তারা কোন ভাবেই এই অনিয়মের দায় এড়াতে পারে না৷

৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৮

রাজিব বলেছেন: "কর্তৃপক্ষের দায়িত্ব যেকোন অনিয়মের প্রতিকার করা৷ তারা কোন ভাবেই এই অনিয়মের দায় এড়াতে পারে না৷"
খুব সুন্দর কথা বলেছেন এবং এর সঙ্গে কোন সুস্থ মস্তিষ্কের লোক দ্বিমত করতে পারে না। কিন্তু সমস্যা হল সেই কর্তৃপক্ষ আমাদেরই সমাজের লোক জন, আমাদের আত্মীয় বন্ধু না হলে আমাদের ভোটে নির্বাচিত।
আপনার পোষ্টের বক্তব্যের সঙ্গে আমার বা কারোই দ্বিমত নেই। কিন্তু আমার বক্তব্য হল এই অবস্থার দায় আমাদের সাধারন মানুষের নেয়া শিখতে হবে এবং নিয়ম পালনের নিয়ম নিজেদের পরিবারের ভেতর থেকে শুরু করতে হবে।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮

প্রবাসী ভাবুক বলেছেন: অবশ্যই নিয়ম পালনের নিয়ম আমাদের পরিবার থেকে শিখতে হবে এতে আমারও দ্বিমত নাই। তবে আমরা দেখেছি দেশে নতুন কোন আইন হলে তা আমরা অনভ্যস্ত হলেও কর্তৃপক্ষ আমাদের জোর করে সেটা মানানোর চেষ্টা করে। সেটা সাময়িক অসুবিধা হলেও এক সময় তা অভ্যস্ত হয়ে যায়। আর কর্তৃপক্ষ খেয়াল না করলে কিছুদিন পর আইন কেউ মানতে চায় না। আর সবাই যদি নিজেরাই সচেতন হয়ে নিজ থেকেই সবকিছু মেনে চলত তাহলে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজন হত না। কর্তৃপক্ষকে জনগণের ট্যাক্স দিয়ে সরকার বেতন দেয় যে কারণে সেই দায়িত্ব পালনে উদাসীনতা কোন অবস্থায় মেনে নেওয়ার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.