নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আমরা কি প্রাগৈতিহাসিক যুগের দিকে হাটছি?

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধুর বাকশাল গঠন, জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, এরশাদের স্বৈরশাসন মিলিয়ে প্রথম দুই দশকে কোন নিয়মতান্ত্রিক সরকার ছিল না৷ জনগণ ভোটাধিকার প্রয়োগ করলেও তা ছিল পুরোপুরি লোকদেখানো৷ সরকার বা রাষ্ট্রপ্রধানরা নিজেরা ক্ষমতা নিয়ে যা ইচ্ছা তাই করত৷ ১৯৯১ সাল থেকেই মুলতঃ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে স্বাধীনভাবে নিজেরা নিজেদের সরকার গঠন করার সুযোগ পেয়েছে৷ গঠিত সরকারগুলো কখনোই জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে না পারলেও স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ছিল এক বড় অর্জন৷ যা স্বাধীনতা পূর্ববর্তী আমাদের অন্যতম দাবী ছিল৷ কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরবর্তী সরকারগুলো সেই একই ধারা বজায় রাখলেও '৯১ এর পর থেকেই স্বাধীনতার অন্যতম প্রধান দাবীটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল৷



সরকারগুলো জনগনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও আশা ছিল ক্ষমতার লোভে হোক আর সাধারণ মানুষের ভোটের আশায় হোক, সাধারণ জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য হলেও ধীরে ধীরে একসময় রাজনীতিবিদরা সংশোধিত হয়ে আমাদের একটি ভাল সরকার উপহার দিবে৷ কিন্তু সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়ে বর্তমান সরকার আমাদের আবার সেই অতীতে নিয়ে চলে গেল৷ আর এখন এমন সব আইন করছে বা করতেছে যে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার সব বন্দোবস্ত করে ফেলছে৷



এখন মন্ত্রীদেরও সরকারপ্রধান নির্দেশ দেন যে, যে যা বলে বলুক আর যে যা লেখে লিখুক৷ তুমি তোমার মত চালিয়ে যাও৷ এই কথাটা বলার সাহস তখনই হয় যখন জনগণের ভোটের প্রয়োজন হয় না৷ যখন জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন হয় না তখনই নিজেদের খেয়ালখুশি মতো চলে সরকার৷ আমরা যেন আবার সেই স্বাধীনতা পূর্ববর্তী ও অব্যবহিত পরবর্তী যুগেই ফিরে এসেছি৷ মনে হচ্ছে, আমরা পিছনের দিকে হাটছি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.