নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এই ধরণের ফলাফলের অর্থ কি?

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৪

পরীক্ষার ফলাফল ব্যবস্থায় সম্ভবত কিছু পরিবর্তন আনার সময় হয়েছে৷ A+ যে হারে পাচ্ছে এটা নিয়ে ভাববার সময় এসেছে৷ A+ যারা পায় তাদের একটু এক্সট্রা অর্ডিনারি হওয়ার কথা৷ একটা সময় ছিল যখন A+ যারা পেত তাদের মেধাবী নয়, অতি মেধাবী হিসেবে বিবেচনা করা হত এবং তাদের প্রায় সবাই দেশের সবচেয়ে ভাল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখাপড়া করার সুযোগ পেত৷



কালের প্রবাহে সেই A+ বলতে এখন আর এক্সট্রা অর্ডিনারি নয়, একেবারেই অর্ডিনারি মনে হয়৷ এখন A+ পাওয়া একজন শিক্ষার্থী অনেক সময় স্থানীয় কোন সাধারণ মানের শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারে না৷ পরীক্ষার ফলাফল দিয়ে যদি মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পার্থক্যই না করা গেল তাহলে সেই ফলাফল বা শ্রেণীবিন্যাসের কোন অর্থই থাকে না৷ এর চেয়ে ভাল হয়, যারা পাশ করবে এরা সবাই সমান আর ফেল করা শিক্ষার্থীরা সবাই একই৷ শ্রেণীবিন্যাস যদি করতেই তাহলে অবশ্যই অর্থবহ হওয়া উচিত৷ প্রয়োজনে A+ এর চেয়েও ভাল নতুন কোন গ্রেড বরাদ্ধ করা হোক অতি মেধাবীদের জন্য৷

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: জাতীয় শিক্ষানীতি যেভাবে হয় দেশের শিক্ষার্থীদের পাশের নব্য ডিজিটাল রূপ সেভাবেই ঘটে ।।
মেধা বা পাশ করার স্কেল সেখানে গৌণ ।
আসলে ভেবে দেখলে পূর্ব রিতিই ভাল ছিল ।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: জানিনা এই ধরনের শিক্ষানীতি দিয়ে কি হবে৷ যদি ফলাফল দিয়ে ভালমন্দ যাচাই না করতে পারলাম সেই শ্রেণীবিন্যাসের অর্থটা কি জানিনা!

ধন্যবাদ আপনাকে৷

২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১

সুমন কর বলেছেন: এখন A+ পাওয়া একজন শিক্ষার্থী অনেক সময় স্থানীয় কোন সাধারণ মানের শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারে না৷

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

প্রবাসী ভাবুক বলেছেন: এটাই বাস্তব! এরা হয়ত নিজেরাও কল্পনা করতে পারে নাই যে এরা এ+ পাওয়ার যোগ্য!

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

ঢাকাবাসী বলেছেন: এখন আমাদের মন্ত্রী বাহাদুরের দরকার বেশি বেশি পাশ আর বেশি বেশি A++ কি শিখল তাতে তার কিসসু আসে যায়না। জিপিএ ৫ পাওয়া ১০ টা ছাত্রকে ডেকে ইংরেজীতে তার পরিবার নিয়ে ৫ টা বাক্য বলতে বলুন, ৯ টাই কেঁদে ফেলবে।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

প্রবাসী ভাবুক বলেছেন: ভবিষ্যতে এর ফলাফল যেটা পাব সেটা হল একটা মেধা শুন্য জাতি৷ এ+ এর বৃদ্ধি নয়৷ ভাবা উচিত কিভাবে শিক্ষার মান বৃদ্ধি করা যায়৷

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

খাটাস বলেছেন: সরকারি শিক্ষা ফ্যাক্টরির উৎপাদন বাড়ছে। সমস্যা হল, ফ্যাক্টরির প্রোডাক্ট এর কোয়ালিটি মাপার জন্য বি এস টি আই এর মত কোন কিছু নাই।
" আমরা শিক্ষার অভূতপূর্ব উন্নতি সাধন করেছি" মাননীয় মন্ত্রী মহোদয়ের এই টাইপ বানী ই সম্বল; বানী ই নমস্য।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে আমরা শিক্ষার অভূতপূর্ব উন্নতি সাধন করছি না৷ আমরা মেধা শুন্য এ+ এর অভূতপূর্ব উন্নতি সাধন করছি! শিক্ষার মান এখন তলানিতে এসে ঠেকেছে৷ অযথা বাহবা পাওয়ার আশায় এই ধরনের ফলাফল প্রকাশ পাচ্ছে৷

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

দাকুড়াল বলেছেন: আমার এলাকার এক তাফালিং মার্কা এক ছেলে A+ পাইছে। সবাই অবাক। কেউ কেউ শিওর,পরিক্ষার আগেই ও প্রশ্নপত্র পাইছে।
তাই এখন আর মেধাবী কে,বোঝা যায় না।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯

প্রবাসী ভাবুক বলেছেন: প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তো নুতন নয়৷ এটা বর্তমানে একেবারে সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে৷ পরীক্ষার আগে টাকা হলেই প্রশ্নপত্র পাওয়া যায়৷ মাঝে মাঝে তো অনলাইন বা সামাজিক যোগাযোগের সাইটগুলোতেও পাওয়া যায়৷ কিন্তু কথা হল- এভাবে এ+ পেয়ে লাভটা কি? বাস্তব জীবনে হোচট খেতে হবে এটা নিশ্চিত!

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

আজমান আন্দালিব বলেছেন: লেখক বলেছেন: ভবিষ্যতে এর ফলাফল যেটা পাব সেটা হল একটা মেধা শুন্য জাতি৷ এ+ এর বৃদ্ধি নয়৷ ভাবা উচিত কিভাবে শিক্ষার মান বৃদ্ধি করা যায়৷
সহমত।

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

প্রবাসী ভাবুক বলেছেন: কিন্তু শিক্ষার মান বৃদ্ধির দায়িত্ব যাদের তারা তো এটা নিয়ে মোটেই ভাবেনা৷ তারা আছে শুধু পাশের হার আর এ+ এর হার বৃদ্ধি নিয়ে৷ এতেই তারা মহাখুশি!

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

সোহানী বলেছেন: খাটাস বলেছেন: সরকারি শিক্ষা ফ্যাক্টরির উৎপাদন বাড়ছে। সমস্যা হল, ফ্যাক্টরির প্রোডাক্ট এর কোয়ালিটি মাপার জন্য বি এস টি আই এর মত কোন কিছু নাই।

..... সহমত। আমরা কোয়ান্টিটি বাড়াচ্ছি বাট কোয়ালিটি কি চিন্তা করছি!!! না করছি না। এতে আমরা নিজের পায়েই কুড়াল মারছি... কিন্তু কে বুঝবে? যাদের বোঝার তারাতো বোঝে না। আমরা শুধুই ছাগলের বাচ্চার মতো লাফাই...

লিখায় +++++

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকে! আপনার মন্তব্যটিও চমৎকার৷ আসলে আমরা কোয়ালিটি নয় কোয়ান্টিটি বাড়াচ্ছি৷ কিন্তু এই দায়িত্ব যাদের তারা সংখ্যা বৃদ্ধির আনন্দে দিশেহারা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.