![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
আজ দেখলাম এক শিবির কর্মী চাকরি পাওয়ার আশায় আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হয়েছে। তার মানে আওয়ামী লীগ না হলে চাকরি হবে না? দেশটা কি তাহলে শুধু আওয়ামী লীগের নাকি দেশের প্রতিটি নাগরিকের? শিবির করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আইনি প্রক্রিয়ায় তার শাস্তি দেওয়া হোক। বিচারক তার বিচার করবে। কিন্তু তার চাকরি পাওয়ার অধিকার হরণ করা হবে কেন? দেশের প্রতিটি নাগরিক উক্ত পদের নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় শর্তাবলী পূরণ সাপেক্ষে চাকরি পাওয়ার অধিকার রাখে।আবার যেন সব নাগরিকের সমান সুযোগসুবিধা পাওয়ার জন্য আরেকটি ১৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে না হয়।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে ভাইজান আমার ক্ষমতায় যাওয়ার কোন ইচ্ছাই নাই। আপনি আমাকে ভুল বুঝছেন। ১০ কোটি লোকের মধ্যে সব দলের লোক আছে। কিন্তু আমি আজকের সংবাদের কথা বলতেছি। এর আগেও এক আওয়ামী নেতা জনসমাবেশে বলেছিলেন ছাত্রলীগ করলেই তাকে চাকরি দিতে হবে। ছাত্রলীগ করাটাই তার চাকরি পাওয়ার যোগ্যতা। ক্ষমতায় চিরস্থায়ী ভাবে থাকার ইচ্ছা থাকলেই অন্যদের বঞ্চিত করে সবখানে নিজদলের লোক নিয়োগ করার ইচ্ছা থাকে। আমি কোন দল করি না। অন্যায় দেখলেই কথা বলি। আপনারা ১৯৭১ সাল ও পুর্ববর্তী পাকিস্তানি হানাদারদের মত। তারা যেমন জনমত উপেক্ষা করে ক্ষমতায় ছিল এবং চাকরি ক্ষেত্রে বাঙ্গালীদের বঞ্চিত করত।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪
কলাবাগান১ বলেছেন: "পরিস্থিতি দেখে মনে হচ্ছে সব নাগরিকের সমান সুযোগসুবিধা পাওয়ার জন্য আরেকটি ১৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।"
আপনারা ১৯৭১ সনের মতই আছেন কিভাবে খুন খারাবি করে ক্ষমতায় যাওয়া যায়.........
একজনের চাকরী দেওয়াতে সবাইকে আওয়ামী লীগ করতে হবে.........।ঢালাও ভাবের ভাবনা....... দেশে ১০ কোটি লোক চাকরী করে সবাই আওয়ামী লীগার হওয়াতে চাকরি পেয়েছে??