নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রের জন্য হলেও আওয়ামী লীগের পরিণতি যেন এতটা করুণ না হয়৷

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০০

বিএনপিকে আর কোনদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে ঘোষনা দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী৷ এই চিন্তা যে, তাদের আছে এটা তো দেশের সবাই জানে৷ কোন দলই চায় না অপর দল ক্ষমতায় আসুক৷ তবে কেউ পরিকল্পনা করে সফল হয়, আর কেউ সফল হয় না৷ মনে মনে যাই থাকুক, সরাসরি একথাটা বলার অর্থ হল তারা সরাসরি ঘোষনা করল যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না৷ গণতন্ত্রে বিশ্বাস করলে বলত জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না৷



এর আগেও অনেকে এরকম স্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে৷ কিন্তু প্রত্যেকেরই পরিণতি খুব করুণ হয়েছে৷ এমনকি বঙ্গবন্ধুর মত নেতাও বাকশাল গঠন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল৷ তার পরিণতির কথা আমরা খুব ভালভাবেই জানি৷ তারমতো জননন্দিত নেতাও মানুষের এতটাই ঘৃণার পাত্র হয়েছিল যে, তার জানাজার নামাজেও ঘনিষ্ঠ কিছু মানুষ ছাড়া আর কেউ উপস্থিত হয়নি৷ এরপর এরশাদের কথাও আমরা জানি৷ তিনি ক্ষমতায় থাকার জন্য হাঁ-না ভোটের মাধ্যমে হাস্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন৷ হয়ত অনেকদিন টিকে ছিলেন বটে৷ কিন্তু তার বর্তমান পরিণতি আমরা খুব ভালভাবেই লক্ষ্য করছি৷ তার প্রতিটি বাক্যকে মানুষ হাস্যকর কৌতুক হিসেবে গ্রহণ করে৷ তবে আশা করব প্রকৃত গণতন্ত্রের জন্য হলেও আওয়ামী লীগের পরিণতি যেন সেরকম না হয়৷ তবে কে ক্ষমতায় যাবে বা যাবে না তা কোন আওয়ামী নেতা নয়, দেশের জনগণই নির্ধারণ করবে৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১

শিশির খান ১৪ বলেছেন: ঠিক আছে কিন্তু বি.এন.পি তো এতো দিন সময় পেয়েও ঠিক মত দোল গুছিয়ে উঠতে পারছে বলে মনে হচ্ছে না আসলে এক দলীয় শাসন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে হচ্ছে না

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০

প্রবাসী ভাবুক বলেছেন: বি.এন.পি প্রায় ৮ বছর ক্ষমতাচ্যুত। এত বছর ক্ষমতার বাইরে থেকে এত বড় দল গুছানোও অনেক কঠিন। বিএনপির লোকজনের বেশির ভাগ কোন আদর্শ নিয়ে দল করে না। এরাও আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীর মত লুটেপুটে খাওয়ার জন্য দল করে। কিন্তু এত বছরে তাদের সেই ভাগবন্টনের সুযোগ তো হয়নিই সাথে অদূর ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও কম। এই অবস্থায় দল গুছাতে গেলে আশানুরূপ পদ না পেলে দলে ভাঙ্গনের সম্ভাবনা বেশি। আর একারণেই মুলত দল গুছানো সম্ভব হচ্ছে না বলে আমার ধারণা।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

অেসন বলেছেন: বঙ্গবন্ধুর কথা জানেন, এরশাদের কথা জানেন, জিয়াউর রহমানের কথা
জানেন না? হাঁ-না ভোট জিয়াউর রহমানের সময়ও হয়েছিল।বাংলাদেশে কোন শাসকই ক্ষমতা ছাড়ে না। জনগন ক্ষমতা ছাড়তে বাধ্য করে।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০

প্রবাসী ভাবুক বলেছেন: জিয়ার পরিণতির কথাও অবশ্যই আমরা জানি। আমি আগেই বলেছি, কেউ কেউই স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। জিয়াও ছাড়তে চায়নি। তার পরিণতিও করুন হয়েছে। তবে তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল তার প্রমাণ পাওয়া যায় তার মৃত্যুর পর লক্ষাধিক লোক এসেছিল তার জানাজায়।

আর জিয়া যে একজন সৎ লোক ছিল তার প্রমাণ পাওয়া যায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়। তিনি আগে মাঝে মাঝেই বলতেন, জিয়া মৃত্যুর সময় একটি ভাঙ্গা সুটকেস ছাড়া কিছু রেখে যায়নি। তার থেকে কিভাবে তার ছেলেরা কোটিপতি হল? এর থেকে প্রমাণ পাওয়া যায় একজন রাষ্ট্রপ্রধান হয়েও দুর্নীতি না করার কারণে একটি ভাঙ্গা সুটকেস ছাড়া তার স্ত্রী-সন্তানদের জন্য আর কিছুই রেখে যেতে পারেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.