নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এটা কি গরীবের স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

গ্রামের গরীব মানুষকে ফ্ল্যাট বাড়ি দেওয়ার জন্য ৪২৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে একনেকে। এই ফ্ল্যাট বাড়ি কিনতে একজন গরীব মানুষের প্রায় ৬ লাখ থেকে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন হবে। তার মানে সরকারের হিসেবে ১৫ লাখ টাকা খরচ করে একটি ফ্ল্যাট কেনার ক্ষমতা যার আছে সে গরীব। যে এত টাকা খরচ করে একটি ফ্ল্যাট বাড়ি কিনতে পারে নিশ্চিত ভাবে তার আরও সম্পদ আছে। তাহলে সরকারের সংজ্ঞায় বুঝা যায় ২৫/৩০ লাখ টাকার মালিকরা গরীব!



মন্ত্রী-সাংসদদের অনেক টাকা আছে। যেমন- অর্থ মন্ত্রীর ভাষায় সাড়ে চার হাজার কোটি টাকা মানে সামান্য কয়েকটি টাকা! আসলে দেশের সকল মানুষদের তারা নিজেদের সম্পদের সাথে তুলনা করে বিবেচনা করে। দেশে এমনও অগণিত মানুষ রয়েছে তাদের তিন বেলা পেট পুরে খাওয়াটাও অনেক বড় ব্যাপার। পরিবারের কেউ রোগাক্রান্ত হলে চিকিৎসা করার মত পয়সা থাকে না। এই সকল গরীবদের ফ্ল্যাট বাড়িতে ঘুমানোর স্বপ্ন না দেখিয়ে সরকারের উচিত ছিল দেশের সকল মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের নিশ্চিত করা।



তাছাড়া দেশে দুর্নীতির পরিমাণ এত বেশি যে, এই ফ্লাটগুলো দেখা যাবে নেতা কর্মী যাদের টাকা এবং ক্ষমতা আছে তাদের নামেই বরাদ্ধ হয়ে যাবে। এটা যদিও আগে থেকে আমার বলা ঠিক হয়নি তবে আমাদের অতীত অভিজ্ঞতা তেমনই বলে। আরও একটা কাজ হবে তাহল লুটেপুটে খাওয়ার মত একটা বড় প্রকল্প হল। কারণ আমাদের দেশে যত বেশি টাকার প্রকল্প বরাদ্ধ তত বেশি তত বড় আকারের দুর্নীতি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: ফ্লাটের কথা না ভেবে একটি টিনের ঘর এবং গরু দেয়ার কথা ভাবলে, বোধহয় আরো বেশি লোককে সাহায্য করা যেত। সাথে চুরির সদিচ্ছার না থাকাটা। এটার জন্যইতো আমাদের মূল্য দিতে হচ্ছে অেক বেশী। ধন্যবাদ।।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫২

প্রবাসী ভাবুক বলেছেন: যার জন্য যেটা প্রয়োজন সেটা না করে অন্যটা করা নিশ্চয় সেটা পরিকল্পনা নয়৷ সেটা পরিকল্পনাহীনতা৷ একজন দিনমজুরের যখন একটি রিকসার প্রয়োজন তখন তাকে রিকশা না দিয়ে একটি প্রাইভেট কারের স্বপ্ন দেখিয়ে সেটা পুরণ না করতে পারার অর্থ হল 'মুলা'দেখানো! আর আমাদের রাজনীতিবিদরা খুব দক্ষতার সহিত জনগণকে বার বার এই 'মুলা'টাই দেখিয়ে যায়৷

২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩০

কলাবাগান১ বলেছেন: দুর্নীতি হবে বলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত

২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৬

প্রবাসী ভাবুক বলেছেন: না, না কার্যক্রম বন্ধ করতে হবে কেন? যেগুলো দুর্নীতির কারণে বন্ধ হয়ে আছে কিন্তু বাস্তবায়ন হওয়া জরুরী সেগুলো আগে শেষ করে নতুন একটি শুরু করলেই ভাল হয়৷ যেমনঃ পদ্মা সেতু অতি জরুরী সেটা নিয়ে পুরোপুরি নিশ্চুপ কেন? গরীবের জন্য নিশ্চয় ফ্লাট খুব জরুরী নয়!

৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৪

কলাবাগান১ বলেছেন: ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েই ফ্লাটে উঠা যাবে (৩০%)

স্বপ্ন দেখতে দোষ কোথায়....... মাত্র ৭টা জনপদ হবে যদি ভাল না হয় তাহলে বন্ধ হয়ে যাবে

আমরা বাংগালীরা পৃথিবীর সবচেয়ে সন্দেহপ্রবন জাতি

২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪২

প্রবাসী ভাবুক বলেছেন: স্বপ্ন দেখা ভাল৷ আকাশকুসুম বা অসামঞ্জস্য স্বপ্ন না দেখানোই ভাল৷ আমি আমার লেখায় উল্লেখ করেছি৷ যাদের মুখে দু'বেলা ভাত জুটেনা তাদের ফ্লাটের স্বপ্নের চেয়ে মৌলিক চাহিদাটা পূরণ করাটা জরুরী৷

আর স্বপ্ন দেখানো ভাল তবে জনগনকে মুলা দেখানো ভাল না৷

আমরা সন্দেহপ্রবণ নই! তবে স্বপ্ন দেখিয়ে বারবার হতাশ হতে হতে যে কোন কাজের আগেই ভাবতে হই!

৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৪

কলাবাগান১ বলেছেন: নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে। চীনা কোম্পানীকে ওয়ার্ক অডার্র দেওয়া কমপ্লিট

২০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৪

প্রবাসী ভাবুক বলেছেন: চায়না মেজর ব্রিজের সাথে চুক্তি হয়েছে৷ কারণ দরপত্র আহবান করলেও একমাত্র চায়না মেজর ব্রিজ ছাড়া বিশ্বের আর কোন কোম্পানি দরপত্র জমা দেয়নি৷ ২০১১ সালের চেয়ে ৩ হাজার কোটি টাকা বেশি প্রাক্কলিত ব্যয় ধরে এই চুক্তি হয়েছে৷

তবে চুক্তি হওয়া আর কাজ সম্পন্ন হওয়া এক কথা নয়৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.