![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
যৌতুক এক ভয়ঙ্কর ব্যাধি। সমাজে এখনও প্রচুর পরিমাণে যৌতুক প্রচলিত। অনেকেই মুখে শিকার করতে চায় না। নিজেও যৌতুক বিরোধী শ্লোগান দেয়। কিন্তু নিজের বা ছেলের বিয়ের সময় ঠিকই যৌতুক দাবী করে। আর এটা এমন এক পদ্ধতি যে মেয়ের বাবা অনেক সময় নিরুপায় হয়ে যৌতুক দিতে বাধ্য হয়। বিয়ের পরে যৌতুক দাবী করলে সেক্ষেত্রে মামলা করা গেলেও ছেলে পক্ষ বিয়ের আগে যৌতুক দিতে জোর করে না। কিন্তু শর্ত দিয়ে দেয় এটা হলে হলে বিয়ে করতে পারি না হলে নাই। আর যেয়ে যদি সুশ্রী না হয় সেক্ষেত্রে মেয়ের বাবা যোগ্য পাত্র পাওয়ার আশায় যৌতুক দিতে বাধ্য হয়। আসলে এটা একটা জটিল পরিস্থিতি। যৌতুক প্রথা সমাজ থেকে মূলোৎপাটন করা অনেক কঠিন।
২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
প্রবাসী ভাবুক বলেছেন: আসলে শিক্ষা পদ্ধতিটাই যদি ভুলে ভরা হয় তাহলে সমাজ তো ভুল পথে এগোবে এটাই স্বাভাবিক। কিন্তু কে শনে কার কথা! আমাদের দেশের বেশির ভাগ ক্ষেত্রেই এখন ভুল পথে হাঁটছে।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
ঢাকাবাসী বলেছেন: অশিক্ষা কুশিক্ষা এগুলোর প্রসারের জন্য দায়ী। দেশে জিপিএ ৫ এর ঝড়ে ন্যুহ্য বর্তমান শিক্ষা এটাকে আরো বাড়ানো ছাড়া কমাবেনা!