![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
একোন দেশ রে গুরু!
মরার আগে মরহুম শুরু!
অনেক দিন আগে ফজা'র একটি কৌতুক শুনেছিলাম৷ সে তার খাতায় তার নাম লিখেছিল 'মরহুম ফয়েজ উদ্দিন ফজা'৷ শিক্ষক তাকে জিজ্ঞাসা করতেই ঝটপট উত্তর, 'আমরা মরহুম গুষ্ঠি! দেখেন নাই আমার দাদার কবরে লেখা আছে মরহুম আইজ উদ্দিন আজা৷ আর সেই হিসেবে আমি হলাম মরহুম ফয়েজ উদ্দিন ফজা৷'
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও তার স্ত্রী জীবিত থাকা অবস্থায় যথাক্রমে মরহুম ও মরহুমা হয়ে যাওয়ায় ফজার সেই কৌতুকটার কথা মনে পড়ে গেল!
ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওয়াহেদ জোয়ার্দার সরকারী প্রকল্পের টাকা মেরে নিজের ও স্ত্রীর নামে কবর স্থানে জায়গা নির্দিষ্ট করে তা বাঁধাই করে ফেলেছেন৷
যে কেউ দেখলে দ্বিধায় পড়ে যাবে! শ্বেত পাথরে খচিত নাম ফলকে মরহুম আবদুল ওয়াহেদ জোয়ার্দার ও স্ত্রীর নামে মরহুমা উল্লেখ করে রেখেছেন। মরহুম ও মরহুমার জন্মতারিখ উল্লেখ থাকলেও মৃত্যু তারিখের উল্লেখ নাই৷ মনে হবে জন্ম কবে হয়েছে এটা জানলেও তারা কবে মারা গেছেন নাকি নিরুদ্দেশ হয়েছেন এটা কেউ জানেনা বলে মৃত্যু তারিখ নাই৷ আসলে তারা এখনও জীবিত!
আমার মনে হয়, তাদের উচিত হবে জীবিত থাকা অবস্থায় সরকারী বরাদ্দে কবরে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে রেখে যাওয়া৷ বলা তো যায় না, আল্লাহ কবরে তাদের জন্য কি রেখে গিয়েছেন৷ তাই সরকারী খরচে নিজেরাই কবরে শান্তিতে থাকার ব্যবস্থা করে গেলে মন্দ কি!
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪১
প্রবাসী ভাবুক বলেছেন: চমৎকার বলেছেন, 'জীবন্ত বিনোদন'
এরা আমাদের মত সাধারণ খাবার খায় না। এরা 'ঘুষ' বা এই জাতীয় দু'নম্বরি কি সব খাবার যেন খায়!
২| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০
ঢাকাবাসী বলেছেন: কত টাকাই বা তিনি মেরেছেন, ঢাকার বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা মারছেন, কিছুই হচ্ছেনা, হবেনা।
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬
প্রবাসী ভাবুক বলেছেন: কত টাকা মেরেছেন সেইটা যতটা উল্লেখযোগ্য তার চেয়ে উল্লেখযোগ্য সেই টাকা দিয়ে পরকালের বন্দোবস্ত করে ফেলা।
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০
আজমান আন্দালিব বলেছেন: ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি????
২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২
প্রবাসী ভাবুক বলেছেন: আমার ছোট্ট একটা ভুল হয়েছে। সভাপতি না সহসভাপতি হবে। সিলিপ অব কীবোর্ড।
তবে সভাপতি হোক আর সহসভাপতি হোক সরকারী চাকরি করে কোন রাজনৈতিক পদে থাকা কিভাবে সম্ভব এটা আমার মাথায় আসে না। তবে ভুল ভাঙছে যখন দেখেছি এটা সরকারী দল আওয়ামী লীগ। যেখানে সব অসম্ভবকেই সম্ভব করা সম্ভব।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫
ইমিনা বলেছেন: অসাধারন বিনোদন, জীবন্ত বিনোদন
খ্যাক ... খ্যাক ... খ্যাক ...
...........
আচ্ছা, এই পাবলিক কি আমাদের মতোই সাধারন খাবার খেয়ে বেঁচে আছে। একটু খোঁজ নিয়ে জানাবেন প্লিজজজজজ