নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এমন যদি হত!

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৭

বিএনপি জোটের ১৪৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছ। বিরোধীদল আন্দোলন করতে গেলেই সরকার বিভিন্ন ছিঁচকে অভিযোগে বিরোধীদলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা সচল করে তাদের আতকের ব্যবস্থা করে আন্দোলন দমন করে।



সহজ কথায় বিএনপি জোট সরকার বিরোধী আন্দোলন করুক সরকার এটা কখনই চায় না। দেশে সরকার যা ইচ্ছা তাই করার স্বাধীনতা আছে। ঘন ঘন সংবিধান নামক মজার কিতাবটি সংশোধনের নামে নিজেদের ইচ্ছামত কাটাছেড়া করে। এমনিতেই তো গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন চলছে। তো আর এত ঝামেলা করে লাভ কি সংবিধানটি আর একবার সংশোধন করে বিরোধীদল বা সরকার বিরোধী কেউ থাকতে পারবে না এমন একটি আইন করে দিলেই তো সরকারের আন্দোলন নিয়ে এত চিন্তা করার প্রয়োজন হয় না। সাথে সাথে জনগণও আন্দোলনের জ্বালাও পোড়াও নিয়ে আতঙ্কে থাকবে না। তাহলে সরকারের সামনে আর কোন বাঁধা থাকবে না। তখন হীরক রাজার মত সরকারও ইচ্ছামতো দেশ চালাতে পারবে। পাকিস্তানীরা আমাদের যেভাবে শাসন করত। সরকারও সেভাবেই শাসন করার সুযোগ পেয়ে যাবে। এমন হলে কতই না মজা হত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.