![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড ও মগবাজারে তিন খুনের ঘটনা সিরিয়াস কিছু নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
আসাদুজ্জমান কামাল আরও বলেন, ‘ফারুকী যেভাবে খুন হয়েছেন, তা ছিঁচকে সন্ত্রাসী করেনি, পেশাদার সন্ত্রাসী করেছে।'
পেশাদার সন্ত্রাসীদের হাতে জবাই হওয়া বা দিনেদুপরে জনসমক্ষে তিনজন মানুষ খুন হওয়ার পরও দুঃশ্চিন্তা করার কিছু নেই! এতেও যদি আমাদের দুঃশ্চিন্তা না আসে তাহলে আমাদের কোন কারণেই দুঃশ্চিন্তা করার কারণ নাই৷ আপনার সামনে মানুষ মরবে অথবা আপনি বা আপনার কোন স্বজন বাসায় থাকবেন তখন সন্ত্রাসীদের হাতে জবাই হওয়ার আতঙ্ক কাজ করবে তবে দুঃশ্চিন্তা করবেন না৷
কোন এক জরিপে দেখা গিয়েছিল, আমরা বিশ্বের ১৩তম সুখী জাতি৷ নৃশংসভাবে মৃত্যুর আতঙ্কও যখন আপনাকে দুঃশ্চিন্তাগ্রস্ত করতে পারে না তখন আপনার আর কোন কিছুই দুঃশ্চিন্তার কারণ হবে না এটা নিশ্চিত! তাহলে আমরা সুখী জাতি হব তো কে হবে সুখী জাতি? এজন্যই আমরা পৃথিবীর সুখী জাতি!
৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২
প্রবাসী ভাবুক বলেছেন: মন্ত্রীর ছেলেমেয়ে বা আত্মীয়স্বজনের কেউ মারা গেলেও আমরা বলব সিরিয়াস কিছু না৷ এনিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০১
ঢাকাবাসী বলেছেন: সারে চার হাজার কোটি টাকা লুঠ করলো আর মন্ত্রী বলে ও কিছুনা! জঘন্যরকম অপরাধ হচ্ছে তবু মন্ত্রী বলে ওটা কিছু না? কারণটা কি?
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০
প্রবাসী ভাবুক বলেছেন: জীবন তো একটাই৷ একবার পৃথিবী থেকে বিদায় নিলে আর ফিরে আসা অসম্ভব! তাই কেউই পৃথিবী ছেড়ে যেতে চায় না৷ প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা সাংসদদের কাছে তার নিজের জীবন যেমন মহামুল্যবান ঠিক তেমনি ফুটপাতের একজন ভিক্ষুকের কাছে তার জীবন মহামুল্যবান৷ মৃত্যুর পর সকলের দেহকেই লাশ বলা হয়! সেই অর্থে আমরা ধরে নিব মন্ত্রী, সাংসদদের খুনের খবরে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১
ধূসর সপ্ন বলেছেন: হা হা হা..............................