![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
শত শত গুমের মধ্যে সীমিত কয়েকটি গুমের ঘটনা পড়া শুরু করেছিলাম৷ কিন্তু পুরো ঘটনাগুলো পড়ার শক্তি ও সাহস কোনটিই পেলাম না৷ মানুষ ক্ষমতার জন্য কিই না করতে পারে৷
শুনেছি স্বজন হারানোর বেদনা নাকি অন্য যার স্বজন হারিয়েছে তারা বুঝতে পারে৷ কিন্তু এ আমরা কি দেখছি!!! এটা যেন এক বিপরীত চিত্র! বিশ্বাস করতেও কষ্ট হয় শুধু ক্ষমতার জন্য মানুষ কত নিষ্ঠুর হতে পারে৷ এটা কি কোন রাষ্ট্র হতে পারে যেখানে স্বজনহারা ব্যক্তিরা বিচারের দাবী পর্যন্ত করতে সাহস পায় না৷ স্বজন হারানোর পর ভয়ে নিজেদেরও পালিয়ে বেড়াতে হয়৷ না, কোন সন্ত্রাসীর ভয়ে নয়৷ রাষ্ট্রপালিত যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তাদের ভয়ে৷
না, এই বিচার প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার মত সাহস আমার নাই৷ কারণটা আমরা সবাই জানি৷ স্বজন হারানোদের প্রতি সহানুভুতি জানানো ছাড়া যেন আমরা অসহায়! তবে মহান ক্ষমতাশালী আল্লাহ পাকের কাছেই এর বিচার চাই! কারণ তিনি বিচারে কোন পক্ষপাতিত্ব করেন না৷ সেই সাথে দেশের মানুষ যদি পারে তবে তারাও হয়ত শীঘ্রই আদায় করে নিবে তাদের বিচার৷ তবে সেটা হতে পারে অতীব করুণ!!!!
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩
প্রবাসী ভাবুক বলেছেন: রাষ্ট্র যখন বিচারের পরিবর্তে শুধু গুম করেই ক্ষান্ত হয় না! এনিয়ে চুপ করে না থাকলে স্বজনদের একজনকেও জীবিত রাখবে না বলে হুমকী দেয়! সেখানে আল্লাহ পাক ছাড়া আর কারও কাছে বিচার চাওয়ার সাহসও যে নাই৷ অন্তত নিজের জীবনটাকে বাঁচাতে চাইলে!
২| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৪
ঢাকাবাসী বলেছেন: পৈতৃক প্রান তো একটাই, গেলে আর পামুনা, খামাখা বিচার টিচার চাইয়া ঐটা খোয়ানের কাম কি?
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬
প্রবাসী ভাবুক বলেছেন: এই জন্যই বিচার শুধু সর্বশক্তিমানের কাছে চাওয়া৷ ভয় হয় এমন সময় না আসে প্রকাশ্যে আল্লাহর কাছে বিচার চাওয়ার কারণেও প্রাণনাশের হুমকি আসে!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: না, এই বিচার প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার মত সাহস আমার নাই৷ কারণটা আমরা সবাই জানি৷ স্বজন হারানোদের প্রতি সহানুভুতি জানানো ছাড়া যেন আমরা অসহায়! তবে মহান ক্ষমতাশালী আল্লাহ পাকের কাছেই এর বিচার চাই! কারণ তিনি বিচারে কোন পক্ষপাতিত্ব করেন না৷ সেই সাথে দেশের মানুষ যদি পারে তবে তারাও হয়ত শীঘ্রই আদায় করে নিবে তাদের বিচার৷ তবে সেটা হতে পারে অতীব করুণ!!
হয়তো!
অসহায় আমজনতা আল্লাহর কাছৈ ছাড়া আর কার কাছে বিচার চাইবে!!
+++