নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এটা কোন ধরনের মুজিব আদর্শ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে একজন জলজ্যান্ত মানুষকে ধরে নিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করতে পারে? হ্যাঁ, এমনটিই করেছে ট্রেনের আসন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে! তাও নিজ সংগঠনের এক নেতাকে৷ কি ভয়ানক ব্যাপার!!!



এরাই নাকি মুজিব সেনা! বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এরা নিয়োজিত৷ বঙ্গবন্ধুর জীবন ইতিহাসে এমন মারামারি করে নিজ দলের লোক হত্যা করেছে এটা কখনও শুনিনি৷ মুজিবের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করাই বর্তমানে সংগঠনটির আদর্শ৷ হবে না কেন? তার নিজ কন্যাই নিজ স্বার্থের জন্য মুজিব বিরোধীদের জামাই আদর করছে৷ যারা বলেছিল মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাব; বঙ্গবন্ধুর হত্যার পর আনন্দে নেচেছিল তাদেরকে মুজিব ললনা মন্ত্রী সভায় স্থান দিয়েছে৷ তাদেরকে সাথে নিয়ে বাবার শোক পালন করে৷ কত বড় হাস্যকর ব্যাপার! সেখানে ছাত্রলীগ যা করে এটা খুবই স্বাভাবিক ব্যাপার মনে হয়!



ছাত্রলীগ মুজিবের আদর্শ বাস্তবায়নের নামে বঙ্গবন্ধুর অপমানই করে৷ আমি অনেকের কাছেই শুনেছি ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে যা ইচ্ছা তাই করে৷ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও নাই৷ এমনকি ছাত্রীরাও তাদের হাত থেকে রেহাই পায় না৷ তাদের পছন্দমতো ছাত্রীদের তাদের রুমে যেতে বাধ্য করে৷ এটা নিয়ে কথা বলার সাহস উক্ত ছাত্রীরও থাকে না৷ শুধু মান সম্মানের ভয় নয়, জানাজানি করলে জীবননাশেরও হুমকী থাকে৷



ছাত্রলীগ মুজিব আদর্শের ছিটেফোঁটাও পালন করে না৷ অপকর্ম ছাড়া কোন ভাল কাজ এদের দ্বারা আশা করা অরন্যে রোদন মাত্র৷ এগুলোই যদি প্রকাশ্য মুজিবের আদর্শ বাস্তবায়ন বলে চালিয়ে দেওয়া হয়৷ তাহলে আমি বলব এরা মুজিবের অপমান বাস্তবায়ন লীগ৷

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: মুজিবের আদর্শ হল মানুষকে শান্তিতে থাকতে না দেওয়া।

- ভারতের সাথে থাকলে পাকিস্তান আন্দোলন করা।
- পাকিস্তানের সাথে থাকলে স্বাধীনতার ডাক দেওয়া।
- স্বাধীন হলে এক পক্ষকে স্বাধীনতা বিরোধী বানিয়ে তাদের সঙ্গে গায়ে পড়ে মারামারি করা।
- স্বাধীনতা বিরোধীরা ব্যাকফুটে গেলে তাদের সহায়তাকারী চিনহিত করে অন্য রাজনৈতিক প্রতিপক্ষের সাথে মারামারি।
- যদি মারামারির জন্য কাউকে না-ই পাওয়া যায়, তবে নিজ দলের মধ্যে গ্রুপিং করে এক গ্রুপকে আরেক গ্রুপের পেছনে কুত্তার মত লেলিয়ে দেওয়া।

এই হচ্ছে সত্যিকারের মুজিব্বাদী আদর্শ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

প্রবাসী ভাবুক বলেছেন: আসলে মুজিবর রহমানকে সম্মান দেওয়ার পরিবর্তে তাকে পণ্য বানিয়ে ব্যবসা করা হচ্ছে৷ ঠিক যেন সাবানের বিজ্ঞাপনের বিলবোর্ডে পুরোটা জুড়ে থাকে কোন সুন্দরী ললনার ছবি৷ বিজ্ঞাপনের এক কোনায় ছোট্ট করে থাকে সাবানের ছবি৷ মুজিব আদর্শের পুরোটা জুড়ে ব্যবসা আর এক কোনায় মুজিবের চিন্তা চেতনা৷

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: এগো দিয়েই নেত্রী চলৈন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৪

প্রবাসী ভাবুক বলেছেন: আর এইসব দুই নম্বরি মুজিব আদর্শ দিয়ে সাধারণ জনগণকে ভূগোল বুঝায়! ভাবে জনগণকে যা বুঝায় জনগণ তাই বিশ্বাস করে৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.