![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
১০ বছরের শিশু মলি! চারিদিকে বন্যার পানি থৈ থৈ করছে৷ দু'সপ্তাহ যাবত পানিতে আটকা পড়ে ক্ষুধার যন্ত্রনায় ছটফট করছে৷ হঠাৎ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় ত্রাণ দিচ্ছে শুনে সামান্য ত্রানের আশায় সেখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ত্রাণ না পেয়ে বাড়ির পথে পা বাড়ায় সে৷ কিন্তু ক্ষুধার কষ্টে দুর্বল শরীর নিয়ে বন্যার পানি পেরিয়ে বাড়ি পর্যন্ত পৌছানোর আগেই পানিতে তলিয়ে মৃত্যু হয় তার৷ না, আমি কোন কল্পকাহিনী লিখছি না৷ ঘটনাটা গতকাল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাঈশা-ঘুঘুমারি গ্রাম এলাকায় ঘটেছে৷
ক্ষমতার দাপটে বলা যায়- 'দেশে কেউ না খেয়ে মরে না৷' হয়ত এটারও একটা ব্যাখ্যা দাড় করানো যাবে যে, এটা না খেয়ে নয়, বন্যার পানিতে মৃত্যু হয়েছে৷ যেমনঃ গুম করার পর হত্যা করাকে অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী ব্যাখ্যা করেছিলেন, 'গুম নয় অপহরন হবে৷' ভাবখানা এমন যে, অপহরণ করে হত্যা হলে আত্মীয়স্বজন কোন দুঃখ পাবে না৷ আর স্বরাষ্ট্রমন্ত্রীরও কোন দায়দায়িত্ব নাই৷ মলির মত অনাহারী শিশুদের মৃত্যুকেও ব্যাখ্যা করার জন্য ডিকশনারির নতুন কোন শব্দ খোঁজা হবে কিন্তু অনাহার ক্লিষ্ট মানুষগুলোর দুর্দশার কোন লাঘব হবে না৷
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
প্রবাসী ভাবুক বলেছেন: অবশ্যই ব্যক্তি উদ্যোগেই করতে হবে৷ ত্রাণ প্রতিমন্ত্রী হয়ত কোন একদিন গিয়ে চারিদিকে ক্যামেরা দিয়ে ঘিরে এক কেজি চাউল দিয়ে ফিরে আসবে৷ সেটা নিয়ে মিডিয়ায় কয়েকদিন পর্যন্ত প্রচার করবে৷ হয়ত কখনই এত কষ্ট করে বন্যার পানি দেখতেই যাবেন না৷ ব্যক্তি পর্যায়ে উদ্যোগ না নিলে বানভাসিদের দুর্দশা কমার কোন সম্ভাবনা দেখি না৷
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
নীরবসাথী বলেছেন: -লেখাটা বেশ ভালো লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
প্রবাসী ভাবুক বলেছেন: ধন্যবাদ আপনাকেও!
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর অসৎ দুর্ণীতিবাজ অদক্ষ দুশ্চরিত্র রাজনী..দ হল বাংলাদেশের রা..নীতিবিদ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
প্রবাসী ভাবুক বলেছেন: এসব রাজনীতিবিদদের দুশ্চরিত্র বিশেষন দিলেও সঠিক হবে না৷ এদের জঘন্যতার নাম দেওয়ার জন্য ডিকশনারিতে হয়ত নতুন কোন নিকৃষ্ট শব্দ যুক্ত করতে হবে৷
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: কি বলব !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
প্রবাসী ভাবুক বলেছেন: বলে হবেই বা কি? বললেও আমাদের কথা শোনার মত কেউ নাই৷ যাদের শোনার কথা তাদের কানের পর্দা এত মোটা যে, আর্তের চিৎকার তাদের কর্ণকুহরে পৌছায় না৷
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
কলমের কালি শেষ বলেছেন: যেমনঃ গুম করার পর হত্যা করাকে অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী ব্যাখ্যা করেছিলেন, 'গুম নয় অপহরন হবে৷' ভাবখানা এমন যে, অপহরণ করে হত্যা হলে আত্মীয়স্বজন কোন দুঃখ পাবে না৷ আর স্বরাষ্ট্রমন্ত্রীরও কোন দায়দায়িত্ব নাই৷ মলির মত অনাহারী শিশুদের মৃত্যুকেও ব্যাখ্যা করার জন্য ডিকশনারির নতুন কোন শব্দ খোঁজা হবে কিন্তু অনাহার ক্লিষ্ট মানুষগুলোর দুর্দশার কোন লাঘব হবে না৷
ভাব নিয়ে যদি বাপের মান বাঁচাতে পারে তাতে সমস্যা কি !! আপনি বাঁচলে বাপের নাম, ভাবখানা তাদের এমন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮
প্রবাসী ভাবুক বলেছেন: তারা অনেক সময় কথা বলে বদ্ধ পাগলের মত৷ কেউ তাদের বিশ্বাস করে না এটাও তারা ভাল করে জানে৷ এরপরও যা মন চায় সেভাবেই ব্যাখা করে৷ আর সাধারণ মানুষ বাধ্য হয়ে তাদের কথা শুধু শুনে যায়!
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২
জেন রসি বলেছেন: ওদের কাছে সব মৃত্যুই স্বাভাবিক।
তাই ওরা ১০০% স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেয়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
প্রবাসী ভাবুক বলেছেন: মৃত্যু স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক তারা এমন ভাবে ব্যাখ্যা করবে যেন, সবই স্বাভাবিক৷
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১০
ফা হিম বলেছেন: দেখার কেউ নাই!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩
প্রবাসী ভাবুক বলেছেন: ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী আজ দুর্গত এলাকায় গিয়ে বলেছেন, দুর্গত এলাকায় খাদ্যসংকট নাই৷ অথচ প্রতিদিনের পত্রিকায় আসছে যে, কোন কোন এলাকায় এই কয়েক সপ্তাহের মধ্যে কোন ত্রাণই পৌছেনি৷ এদের আসলে মানুষ কষ্টে থাকুক আর যাই থাকুক স্বীকার করতে প্রস্তুত নয়৷ যা দেখে সাধারণ মানুষের তাদের প্রতি বিতৃষ্ণা ছাড়া কিছু আসে না৷ অথচ স্বীকার করে নিলে মানুষ তাদের প্রতি সহানুভূতিই দেখাত৷
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আর ভাল লাগে না
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
প্রবাসী ভাবুক বলেছেন: কিছুই করার নাই৷ আমরা যতই চিল্লাই যাদের দায়িত্ব এসব দেখার তারা দেখেও না দেখার, শুনেও না শুনার ভান করে৷
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫
আবু শাকিল বলেছেন: দেশের দুই বুড়ি র আশায় না থেকে।চলেন নিজেরাই কিছু করি।আমি জানি করে যাচ্ছেন তারপরও বললাম।
ব্লগার আমিনুর ভাই বন্যার্ত দের সাহায্যে পোষ্ট দিয়েছেন।সেটি তে ফলোআপ করার জন্য অনুরোধ রইল।