নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দর্শন

পৃথিবীটা এমন একটি জায়গা যেখানে সবাই সুখী হতে চায়। কিন্তু খুব কম ব্যক্তিই সুখ উপভোগ করতে পারে। আর তাই সুখের পিছনে না ছুটে যে অবস্থায় আছেন, সেই অবস্থায়ই জীবনটাকে উপভোগ করুন।

প্রবাসী ভাবুক

সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।

প্রবাসী ভাবুক › বিস্তারিত পোস্টঃ

এমন হলে সবাই সৎ হতে বাধ্য হত

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

এটাকে বিজ্ঞানের সাফল্য বলব নাকি ভয়ঙ্কর আক্রমণ বলব বুঝে পাচ্ছি না৷ বিজ্ঞানীরা দাবী করেছে, একজন মানুষ কি চিন্তা করছে তা অন্যজনের মস্তিষ্কে পৌছে দিতে সক্ষম হয়েছে৷ তাও পাশাপাশি নয়৷ ৫ হাজার মাইল দূরবর্তী দুজনের মধ্যে পরীক্ষা নিরীক্ষায় তারা সফল হয়েছে বলে দাবী করেছে৷



এর আগে এক জ্ঞানীব্যক্তির একটি উক্তি পড়েছিলাম যে, "মানুষ যদি অন্যের মনের খবর পড়তে পারত তাহলে কেউই একসঙ্গে বসবাস করতে পারত না৷"



বাস্তবে এরকম হলে তো কারো কোন প্রাইভেসি থাকবে না৷ যদি সত্যি সত্যিই এই সামর্থ্য সব মানুষ অর্জন করে ফেলে তাহলে কত বড় ভয়ানক ব্যাপার হবে! তখন কেউ কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে৷



তবে আশার কথা হল, সবাই সৎ হতে বাধ্য হবে৷ কারণ মুখে এক কথা আর মাথায় অন্য চিন্তা করার সুযোগ থাকবে না৷ মিথ্যা বললেই ধরা পড়ে যাবে৷ কারও বিরুদ্ধে ষড়যন্ত্রের চিন্তা মাথায় এলেই ধরা পড়ে যাবে৷ আর বিজ্ঞানের এরকম আবিষ্কার মানুষের কল্যাণ বয়ে আনুক সেই কামনাই করি৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.