![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে মিলিয়া সাজাব সুন্দর পৃথিবীকে।
এটাকে বিজ্ঞানের সাফল্য বলব নাকি ভয়ঙ্কর আক্রমণ বলব বুঝে পাচ্ছি না৷ বিজ্ঞানীরা দাবী করেছে, একজন মানুষ কি চিন্তা করছে তা অন্যজনের মস্তিষ্কে পৌছে দিতে সক্ষম হয়েছে৷ তাও পাশাপাশি নয়৷ ৫ হাজার মাইল দূরবর্তী দুজনের মধ্যে পরীক্ষা নিরীক্ষায় তারা সফল হয়েছে বলে দাবী করেছে৷
এর আগে এক জ্ঞানীব্যক্তির একটি উক্তি পড়েছিলাম যে, "মানুষ যদি অন্যের মনের খবর পড়তে পারত তাহলে কেউই একসঙ্গে বসবাস করতে পারত না৷"
বাস্তবে এরকম হলে তো কারো কোন প্রাইভেসি থাকবে না৷ যদি সত্যি সত্যিই এই সামর্থ্য সব মানুষ অর্জন করে ফেলে তাহলে কত বড় ভয়ানক ব্যাপার হবে! তখন কেউ কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে৷
তবে আশার কথা হল, সবাই সৎ হতে বাধ্য হবে৷ কারণ মুখে এক কথা আর মাথায় অন্য চিন্তা করার সুযোগ থাকবে না৷ মিথ্যা বললেই ধরা পড়ে যাবে৷ কারও বিরুদ্ধে ষড়যন্ত্রের চিন্তা মাথায় এলেই ধরা পড়ে যাবে৷ আর বিজ্ঞানের এরকম আবিষ্কার মানুষের কল্যাণ বয়ে আনুক সেই কামনাই করি৷
©somewhere in net ltd.